খুলনাঞ্চল রিপোর্ট।।
হাওড়া থেকে ছাড়া আপ করোমন্ডল এক্সপ্রেস ট্রেন শুক্রবার সন্ধ্যায় বিশাল দুর্ঘটনার কবলে পড়েছে ওড়িশার বালেশ্বরের কাছে। কলকাতায় পাওয়া খবর অনুযায়ী একশ’র বেশি যাত্রী নিহত হয়েছেন। আহতের সংখ্যা তিনশ’র বেশি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাতেই তৃণমূলের একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন ঘটনাস্থলে। হাওড়া স্টেশনে যাত্রীদের উদ্বিগ্ন আত্মীয়স্বজন ভিড় জমিয়েছেন। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
মমতা নবান্নে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছেন। হাহাকার এখন সর্বত্র। আহতদের আত্মীয়স্বজন গাড়ি ভাড়া করে বালেশ্বর যাওয়ার চেষ্টা করছেন। সবমিলিয়ে পরিস্থিতি ভয়াবহ।