স্পোর্টস ডেস্ক।।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন লুক বেন্নেট নামের ১৭ বছর বয়সী এক ফুটবলার। বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ১১ হাজার ভোল্ট বিদ্যুতের ধাতব খুঁটির সঙ্গে স্পৃষ্টে তার মৃত্যু হয়।
লুকা বেন্নেট ক্লাব ফুটবলে এএফসি ফাইল্ডে উইঙ্গার হিসেবে খেলতেন। তার বাবা থমাস বেন্নেট এক সময়ে প্রিমিয়ার লিগের ক্লাব উলভসের হয়ে খেলেছেন। তিনি জানিয়েছেন, সন্তানই ছিল তার জীবনের সব।
স্থানীয় সময় ৬টার দিকে তারা তিন বন্ধু একসঙ্গে খেলছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়। ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লুকার বাবা জানান, সে যেকোন উৎসবের প্রাণ হয়ে থাকতো। নিজের ব্যক্তিত্ব দিয়ে অল্পতে অন্যকে প্রভাবিত করতে পারতো। বাইক চালাতে পছন্দ করতো। প্রায়ই বলতো খেলার জন্য তাকে ড্রপ করে দেয়ার জন্য।