মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেফতারের দাবীতে মোংলায় সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আওয়ামী লীগ। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজিত সংবাদ সম্মেলনে চাঁদকে গ্রেফতারের এ দাবী জানান আওয়ামী নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন বলেন, গত ১৯মে বিকেলে রাজশাহীর পুঠিয়ার শিবপুর হাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন। এ ঘটনায় চাঁদের বিরুদ্ধে মামলাও হয়েছে। তাই চাঁদসহ অন্যান্য সকল ষড়যন্ত্রকারীদেরকে দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, জেলা পরিষদ সদস্য আঃ জলিল, পৌর কাউন্সিলরসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।