স্পোর্টস ডেস্ক।।
আর্সেনালের সঙ্গে নতুন চুক্তি করেছেন বুকায়ো সাকা। ২১ বছর বয়সী ইংলিশ রাইট উইঙ্গারের সঙ্গে মাসব্যাপী আলোচনার পর দুই পক্ষ চুক্তির বিষয়ে সম্মত হয়েছে।
মৌসুম শেষে তার সঙ্গে গানারদের চুক্তি শেষ হয়ে যেত। জুনেই ফ্রি এজেন্ট হয়ে যেতেন তিনি। তাকে ফ্রিতে দলে নিতে ইউরোপের শীর্ষ পর্যায়ের কিছু ক্লাব মুখিয়ে ছিল।
ওই সুযোগ না দিয়ে আর্সেনাল ২০২৭ সাল পর্যন্ত বুকোয়াকা সাকার সঙ্গে চুক্তি নবায়ন করেছে। মঙ্গলবার নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করে সাকা জানিয়েছেন, তিনি আর্সেনালে থাকতে পেয়ে খুশি।
সাকা বলেছেন, ‘আমি খুব খুশি। চুক্তি নবায়ন নিয়ে অনেক কথা হয়েছে এবং দিন শেষে আমি এখানে। আমি মনে করি পরবর্তী পদক্ষেপের জন্য এটা সঠিক ক্লাব। অসাধারণ এক ক্লাব এটি। আমি মনে করি বিশ্বসেরা ফুটবলার হওয়ার সামর্থ্য আছে আমার। সেজন্যই আমে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি বিশ্বাস করি, একসঙ্গে অনেক কিছু জিতবো আমরা।’