স্পোর্টস ডেস্ক।।
গ্রুপপর্বের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে আইপিএলের প্লে-অফে উঠে গেল চেন্নাই সুপার কিংস। এর আগে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে গুজরাট লায়ন্স।
১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার দুইয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। এক ম্যাচ কম খেলা লখনৌ সুপার জায়ান্টসের পয়েন্ট ১৫। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে জিতলে তাদেরও চেন্নাইয়ের সমান পয়েন্ট হবে। ব্যবধান বড় হলে রান রেটে এগিয়ে থেকে দুইয়েও পৌঁছে যেতে পারে তারা। তবে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অথবা মুম্বাই ইন্ডিয়ান্সের সেই সুযোগ নেই। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট।
দিল্লির ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিং বেছে নিতে একটুও ভাবেননি চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের ওপেনিং জুটিতেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় দিল্লি। ১৪.৩ ওভারে ডেভন কনওয়ে ও রুতুরাজ গাইকোয়াডের জুটিতে আসে ১৪১ রান। তিন ৫০ বলে ৩টি চার ও ৭টি ছয় মেরে ৭৯ রানে ফেরেন গাইকোয়াড। কনওয়ে ছিলেন আরও আগ্রাসী। ৫২ বলে ১১টি চার ও ৩টি ছয়ে তার রান ৮৭। তিনে নেমে ৩ ছক্কায় ৯ বলে ২২ করেন শিভাম দুবে। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে চেন্নাই।
২২৪ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ২৬ রানেই ৩ উইকেট হারিয়ে বসে দিল্লি। তবে একপ্রান্ত আগলে দিল্লিকে বিপর্যয়ের হাত থেকে বাঁচান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এক প্রান্তে লড়াই করে ৫৮ বলে ৮৬ রান করেন ওয়ার্নার। শেষ পর্যন্ত দিল্লির ইনিংস শেষ হয় ১৪৬ রানে।