কাঁধে কাঁধ মি‌লি‌য়ে একসা‌থে কাজ কর‌তে হ‌বে-এড. সু‌জিত অ‌ধিকারি

5
Spread the love

রূপসা প্রতি‌নি‌ধি ।।

খুলনা জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক এড. সু‌জিত অ‌ধিকারী ব‌লে‌ছেন,
আসন্ন নির্বাচন‌কে সাম‌নে রে‌খে আওয়ামী লীগ সরকা‌রের উন্নয়ন প্রত্যেক নেতা-কর্মী‌কে জনগ‌ণের সাম‌নে তু‌লে ধর‌তে হ‌বে। নেতা-কর্মীদের মধ‌্যকার অন্তর্কোন্দল ভু‌লে কাঁধে কাঁধ মি‌লি‌য়ে একসা‌থে কাজ কর‌তে হ‌বে। তি‌নি ব‌লেন, কর্মীরা হ‌লো দ‌লের প্রাণ। কর্মী না থাক‌লে নেতার কোন মূল‌্য নেই। তাই কর্মী‌দের‌কে যথাযথ মূল‌্যায়ন কর‌তে হ‌বে।
তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও দক্ষ নেতৃ‌ত্বের কার‌ণে বিশ্বদরবা‌রে যখন তার ভূয়সী প্রশংসা হ‌চ্ছে, তখন আমা‌দের দে‌শের বিএন‌পি-জামায়াত জো‌টের ম‌ধ্যে অন্তর্দহন শুরু হ‌য়ে‌ছে। গতকাল ১৫ মে বি‌কেল চারটায় রূপসা ক‌লেজ মা‌ঠে অনু‌ষ্ঠিত রূপসা উপ‌জেলার নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেল‌নে প্রধান অ‌তি‌থির বক্তৃতায় তি‌নি একথা ব‌লেন।

অনুষ্টা‌নে প্রধান বক্তার বক্তুতায় খুলনা – ৪ আস‌নের সংসদ সদস‌্য আব্দুস সালাম মূ‌র্শেদী ব‌লে‌ছেন, স্মার্ট‌ বাংলা‌দেশ গড়‌তে বর্তমান সরকা‌রের বিকল্প নেই। সারা বি‌শ্বে বাংলা‌দে‌শের নাম যখন উন্নত রা‌স্ট্রে প‌রিণত হ‌ওয়ার উপক্রম হ‌য়ে‌ছে ঠিক সেই মুহু‌র্তে বিএন‌পিসহ জোট দে‌শের সুনাম নষ্ট করার জন‌্য বি‌দেশী‌দের কা‌ছে না‌লিশ কর‌ছে। তি‌নি ব‌লেন, বিএন‌পি এখন না‌লিশের রাজনী‌তি‌তে প‌রিনত হ‌য়ে‌ছে। তি‌নি সকল নেতা কর্মী‌কে ঐক‌্যবদ্ধভা‌বে বিএন‌পির বিরু‌দ্ধে দুর্বার আ‌ন্দোলন গ‌ড়ে তোলার আহবান জানান।

কর্মীসভায় সভাপ‌তিত্ব ক‌রেন নৈহাটী ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। নৈহাটী ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলবুলের প‌রিচালনায় বি‌শেষ অ‌তি‌থি ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর হোসেন মোল্লা, রূপসা উপজেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও উপ‌জেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামী লী‌গের সদস‌্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, অমিয় অধিকারী, শাহিনা আক্তার লিপি, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু। এসময় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তৃতা ক‌রেন আওয়ামী লীগ নেতা আঃ মজিদ ফকির, মোঃ মোতালেব হোসেন, মোল্লা আরিফুর রহমান, ইমদাদুল ইসলাম, অধ্যাপক শ্যামল কুমার দাস, এসএম হাবিব, আক্তার ফারুক, মোঃ রকিব উদ্দিন, সৈয়দ নাসির হোসেন সজল, সেলিম মোল্লা, সোহেল জুনায়েদ, রিনা পারভীন, আসাদুজ্জামান বাবু, মাহবুব উল আলম, আব্দুল গফ্ফার শেখ, ফরিদ শেখ, আশাবুর রহমান, ইফতেখায়রুল আলম, আইয়ুব আলী ফকির, ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান সোহেল, মোঃ নাজির শেখ, আব্দুস সালাম, রবিউল ইসলাম মিনা, মোঃ শাহজাহান শেখ, মোঃ মামুন শেখ, ওলিয়ার রহমান, মোজাফ্ফার শেখ, মোঃ মঈন উদ্দীন, ছিদ্দিক শেখ, মনিরুজ্জামান মনি, মোঃ রাজু, আলমগীর হোসেন শ্রাবন, আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান, মোঃ আবু তাহের, শিমুল শিকদার, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম কাজল, হুমায়ুন কবির, সাফিরুল ইসলাম হিমেল, নাজমুল হুদা অনজন, রিয়াজ শেখ, মোঃ রাসেল, আবির শেখ, আক্তারুজ্জামান লিমু, যুবলীগ নেতা মোল্লা কামরুল ইসলাম, বাদশা মিয়া, সরদার জসিম উদ্দিন, সাঈদুর রহমান সগীর, তারেক আজিজ, আবু আহাদ হাফিজ বাবু, সফিকুর রহমান বাবু, ওয়ায়েসকুরুনী বাবু, শাহনেওয়াজ হোসেন মিলন, সোহেল রানা, সাকিব খান মিলন, আশিষ রায়, যুব মহিলা লীগ নেতা শারমিন সুলতানা রুনা, রোমেছা বেগম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন রবি, কৃষক লীগ নেতা আব্দুল মান্নান শেখ, মাহমুদুল হাসান শামীম, মোঃ জিয়াউদ্দীন জিয়া, আজিজুল মোল্লা, জয়দেব সরকার, হুমায়ুন কবির রাজা, এসএম তারেক, মারুফ গোলদার, তুষার, আকরাম হাওলাদার, হাসিবুর রহমান, মারুফ গোলদার, মোঃ আরিফ, ফেরদাউস হাসান, আছাবুর রহমান, মনিরুল ইসলাম, শ্রমিক লীগ নেতা আশরাফ আলী রাজ, আব্দুস সাত্তার, তারেক আহমেদ টিপু, আঃ জব্বার শেখ, নিজাম উদ্দিন, কামরুল ইসলাম, শিমুল শেখ, মোঃ মামুন নীরব, মোঃ আল মামুন শেখ, হাফিজুর রহমান, আঃ জলিল, ছিদ্দিক চৌধুরী, হারুন শেখ, আলেক হালদার, দিলিপ হালদার, মাছুম শেখ প্রমূখ।।