অপু বিশ্বাস যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন

3

বিনোদন ডেস্ক।।

ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত ছবি ‘প্রেম প্রীতির বন্ধন’। তেমন সাড়া ফেলতে পারেনি ছবিটি। পায়নি তেমন হলও। তবে ঈদের তৃতীয় সপ্তাহে এসে ৩০টির মত হলে চলছে বলে জানা গেল।

অপুর ছবি যখন সিনেমা হলে তিনি তখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। গত বুধবার যুক্তরাষ্ট্রে পৌছান তিনি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের মেজর রাস্তা ৫ ঘণ্টা বন্ধ রেখে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত হয়ে থাকে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। ২০০৭ সাল থেকে এ আয়োজন হয়ে আসছে। ব্যতিক্রম হচ্ছে না এ বছরও। এ অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশে (বাফলা)-এর উদ্যোগে হয়ে থাকে এই আয়োজন। আগামী ৬ ও ৭ মে অনুষ্ঠিত হতে যাওয়া ওই শোতে অপু বিশ্বাস ছাড়াও অংশ নিচ্ছেন অভিনেতা মীর সাব্বির ও মাজনুন মিজান, গীতিকবি জুলফিকার রাসেল, কণ্ঠশিল্পী টিনা রাসেল, রেশমী মির্জা, মাহফুজা মম, ডালিম কুমারসহ অনেকেই।

আয়োজনটি উপস্থাপনা করবেন চলচ্চিত্র পরিচালক ও সঞ্চালক দেবাশীষ বিশ্বাস।

আয়োজক প্রতিষ্ঠান বাফলার প্রেসিডেন্ট লে: জিয়া শাওন ও সাংস্কৃতিক সম্পাদক খান মোহাম্মদ আলী জানান, রোড শোতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা লস অ্যাঞ্জেলসের সড়কে নামবেন রঙ-বেরঙের পোশাক আর লাল-সবুজের পতাকা হাতে নিয়ে। তাদের সঙ্গে অংশ নেবেন বিদেশীরাও।

অপু বিশ্বাস বর্তমানে লস অ্যাঞ্জেলেসে আছেন। অনুষ্ঠান শেষ করে আগামী ৯ মে লসঅ্যাঞ্জেলেসে ছাড়বেন তিনি।