ঢাকা অফিস।।
একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তান এখনও ক্ষমা চায়নি। আর বিএনপি সেই পাকিস্তানের দালাল পার্টি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না বলেই, বিএনপি আজ কোনো কর্মসূচি রাখে নাই। বিএনপি এ দিবসও পালন করতে চায় না।
এ সময় সেতুমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জঙ্গিবাদী অপশক্তির মুখপাত্র বলেও মন্তব্য করেন।
আলোচনায় আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ উপস্থিত নেতারা।