কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১২৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর দৗলতপুর পাবলা কবির বটতলার মো. দুলাল মোল্লার ছেলে মো. ইমন মোল্লা (২০), যশোর জেলা সদরের আরবপুর দিঘীরপাড় এলাকার
মৃত. রফিকুল ইসলাম এর ছেলে মো. আমিনুল ইসলাম (৩৬) ও চট্টগ্রাম জেলার সাতকালিয়া থানার আজিমপুর এলাকার সিরাজুল ইসলাম এর ছেলে মো. জহির উদ্দিন (৩৯)।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আশরাফ হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ১২৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
নগর জাসাস’র আহবায়ক বাচ্চুসহ বিএনপি’র ৩ নেতাকর্মী কারাগারে
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস খুলনা মহানগর শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চুসহ বিএনপি’র তিনজন নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবারের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। গতকাল শনিবার তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। গ্রেফতারকৃতরা হলেন জাসাস খুলনা মহানগর শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু, নগরীর ১নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-আহবায়ক সৈয়দ মাইনুল ইসলাম এবং ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মুশফিকুর রহমান চৌধুরী জনি। নাশকতা সৃষ্টির অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের উদ্যগে সমাবেশ
খানজাহান আলী থানা প্রতিনিধি
হোটেল শ্রমিকদের চাওয়া পাওয়ার সাথে বিশ^াসঘাতকতা আর জীবন-জীবিকার সাথে নির্মম উপহাস ছাড়া আর কিছুই না। বিগত ৫ বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য পাড়ার চূড়ায় ঠেকে যে অবস্থায় দাঁড়িয়েছে তাতে বর্তমানে হোটেল শ্রমিকদের মজুরি কত হতে পারে এ নিয়ে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের উদ্যগে আগামী রমজানের প্রবিত্রতার নামে ছাটাই নির্যতন বন্ধ, সলক বকেয়া মজুরি পরিশেধে মজুরীভোট গঠন করে বাচার মত মজুরী নির্ধারন ও বেকার শ্রমিকদের বেকার ভাতা, সর্বাত্মক রেশনি ব্যবস্থা চালু, সবাইকে ছুটি উৎসব ভাতা প্রদান ও নিয়োগ পত্র এবং পরিচয় পত্র প্রদানের দাবীতে গতকাল শনিবার বিকাল ৪ টায় খুলনা জেলা কমিটির উদ্যগে দৌলতপুর পান চাষী বিল্ডিং এর ২য় তলায় হোটেল শ্রমিক ইউনিয়নের নিজেস্ব কার্যালয় সভায় সভাপতিত্ব করেন হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরে আলম ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন হোটেল শ্রমিক সংগঠনের খুলনা জেলার সাধারন সম্পাদক জসিম জোয়াদ্দার, মিন্টু মিয়া, জসিম সরদার, খুলনা ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি নাজিউর রহমান নজরুল, আব্দুস সত্তার সহ উপস্থিত ছিলেন হোটেল শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মোংলা বন্দরে ড্রেজার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, ৩ঘন্টা পর লাশ উদ্ধার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দর কর্তৃপক্ষের ৫ নম্বর জেটিতে খনন কাজে নিয়োজিত ড্রেজার থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার তিন ঘন্টা পর নিহতের লাশ উদ্ধার করেছেন ডুবরিা। লাশটি থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরের ৫নম্বর জেটি এলাকায় খনন কাজে নিয়োজিত সিএসডি বোখারী নামক ড্রেজারের কাটার (মাটি খননের পাখা) পরিস্কার করার সময় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই শ্রমিক পশুর নদীতে পড়ে যান। মুলত ড্রেজারের কাটারের ঝুলন্ত ওয়াররোপ ছিড়ে গেলে কাটারটি নদীর তলদেশে পড়ে যায়। তখনই কাটারের ময়লা পরিস্কার করতে থাকা দুই শ্রমিক কাটারের ওয়াররোপের সাথে জড়িয়ে জেটি সংলগ্ন পশুর নদীতে পড়ে যান। তারা নৌকায় করে কাটারটি পরিস্কারের কাজ করছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর দুইজনের একজন সাতরিয়ে কুলে উঠতে পারলেও নাইম দেওয়ান (২৫) নামের শ্রমিক নিঁখোজ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে স্থানীয় ডুবুরি, বন্দর ও ইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি অভিযান শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশটি সনাক্ত করেন স্থানীয় ডুবুরিরা। এরপর লাশটি যাতে সরে কিংবা ভেসে যেতে না পারে সেজন্য রশি/দড়ি দিয়ে হাত বেঁধে রাখেন। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে ওই কাটার নিচে চাপা পড়া নিহত নাইমের লাশ উদ্ধার করেন ডুবরিা। উদ্ধারের পর লাশটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত নাইম দেওয়ানের বাড়ী মুন্সীগঞ্জে। আর সাতরিয়ে কুলে উঠা শ্রমিক হলেন মাজেদ (৫০)।
বন্দর কর্তৃপক্ষের নিজস্ব এ ড্রেজারটি গোপালগঞ্জের এজেড ড্রেজিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর খান মেজবাহের কাছে ভাড়া দেয়া ছিলো। ওই কোম্পানীটি ভাড়া নিয়ে বন্দরের ৫ নম্বর জেটি এলাকায় খনন কাজে নিয়োজিত রয়েছেন। নিহত শ্রমিক নাইম এজেড ড্রেজিং কোম্পানীতে কর্মরত ছিলেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হবে এবং লাশের ময়না তদন্তের জন্য রবিবার বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়া এ ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন নৌপুলিশ বলেও জানান তিনি।
ঢাকাস্থ পাইকগাছা ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে “পাইকগাছা ডে” উদযাপন
খবর বিজ্ঞপ্তি
ঢাকাস্থ পাইকগাছা ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে ঢাকায় অধ্যয়নরত পাইকগাছা উপজেলার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং ঢাকায় অবস্থানরত পেশাজীবীদের সমন্বয়ে “পাইকগাছা ডে” শিরোনামে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় এ মিলন মেলায় দিনব্যাপি আয়োজনের মধ্যে ছিল খেলাধুলা, নবীন বরণ, র্যাফেল ড্র, বর্তমান কার্যনির্বাহী কমিটি পূর্ণাঙ্গকরণ, মধ্যাহ্নভোজ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তৃতা করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। ঢাকাস্থ পাইকগাছা ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি রনি ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্রজিৎ রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. সাবিনা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শেখ আইয়ুব আলী, সহকারি অধ্যাপক জাহিদুল ইসলাম সানা, শিক্ষক সেলিমুজ্জামান, সেনা সদস্য লে: কর্ণেল মামুনুর রশিদ, ব্যাংকার নিউটন রায়, অমিত কুমার মন্ডল, মোঃ আসাদ আলী, এ,কে,এম, সাঈদ হোসেন, চাকুরীজীবী স্বর্ণেন্দু শেখর মন্ডল, আব্দুল্লাহ আল মামুন রায়হান, শামীম গোলদার, কামাল হুসাইন রনি, স্যেরভ কুমার পাল, ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম, ব্যবসায়ী দেবাশীষ মিস্ত্রী, এস এম নজরুল ইসলাম, হুমায়ুন কবির, মহিত লাল, মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল কামাল, সাবেক ছাত্রলীগ নেতা শেখ ফরহাদ উজ্জামান তুষার, আসিফ ইকরাম, শেখ হারুনুর রশীদ, শেখ তৌফিকুর রহমান ওরিন, মোঃ রাশেদ হাসান, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, প্রিয়াংবা চাকী, শাহানুর, খায়রুল, নান্টু রায় প্রমুখ।#
কপিলমুনিতে আজ ঐতিহ্যবাহী মহা বারুনী স্নান
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনিতে আজ সাড়ে ৪‘শ বছরের ঐতিহ্যবাহী মহা বরুণী স্নান অনুষ্ঠিত হচ্ছে। জানাযায়, কোন এক চৈত্র মাসের মধুকৃৃষ্ণা ত্রয়োদশীতে মহামুনি কপিলদেব কপিলমুনির কপোতাক্ষ ঘাটে সাধনায় মা গঙ্গার সাক্ষাৎ পেয়ে সিদ্ধি লাভ করেন। এ কারণে তাঁর সিদ্ধিলাভের দিনটিকে স্মরণ রাখতে ও নিজেদের পাপ মুক্ত করতে ধর্ম প্রাণ হিন্দু ভক্তরা কপোতাক্ষ নদের কপিলমুনি নামক স্থানের কালীবাড়ী ঘাটে গঙ্গা স্নান বা বারুণী স্নান উৎসব পালন করে আসছেন। আজ (রবিবার) রাত ৯ টা ১৪ মিনিট ১৫ সেকেন্ডে স্নান শুরু হচ্ছে, আর শেষ হবে রাত ৪ টায়। স্থানীয়রা জানান, মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে গঙ্গার জল এই স্থানে প্রবাহিত হয়। বরুণ জলের দেবতা, বরুণের স্ত্রী বারুণী, বারুণী আর এক নাম গঙ্গা। তাই বারুণী স্নান মানেই গঙ্গা স্নান। সাড়ে ৪‘শ বছরের ঐতিহ্য সমুন্নত রাখতে প্রতি বছরের ন্যায় আয়োজক কমিটি এবারও মহা বারুণীর পূণ্যস্নানের অয়োজন করেছেন। অন্যান্য বছর বৃহৎ আয়োজনে মেলা বসলেও এবার সেটা হচ্ছে না। মহা বারুনী স্নান হচ্ছে, আর কালী বাড়ী চত্ত্বরে ১৬ প্রহরব্যাপী রবি ও সোম বার মহা নামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে।
পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ খুলনা শাখার কমিটি গঠন: সাঈদ সভাপতি শেখ সিমান্ত সাধারন সম্পাদক
খবর বিজ্ঞপ্তি
খুলনায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ, বাংলাদেশ, রেজিঃ নং ২২১৫ এর বিভাগীয় সম্মেলনে খুরনা জেলা সহ বিভাগের ১০ জেলার কমিটি ঘোষনা করা হয়েছে। খুলনা জেলায় এস এম সাঈদুজ্জামানকে সভাপতি ও শেখ সিমান্ত শারমিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ এর খুলনা শাখার সাংগঠনিক সম্পাদক এস এম সাঈদুজ্জামান এর সঞ্চালনায় ও খুলনা শাখার সভাপতি গৌতম কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মোঃ এনামুল হক। সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক রোবেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, আইন বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন আলী, সদস্য হাবিবুর রহমানসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকে আগত নেতৃবৃন্দ।
এই সময় নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে সিবিএ নির্বাচন দিতে হবে অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও তারা দাবি করেন বর্তমানে তারা ১৪ গ্রেডে বেতন পাচ্ছেন। তারা ১৪ গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নতির জন্য বিভিন্ন সময় দাবী তোলা হলেও তাদের ব্যাংক কর্তৃপক্ষ আশ্বাষ দিলেও তা বাস্তবায়িত হচ্ছে না। এছাড়াও শ্রম অধিদপ্তরের রেষ্ট্রিস্ট্রেশন পাওয়ার পরও উর্দ্ধতন কর্তৃপক্ষ সিবিএন নির্বাচন এর তারিখ ঘোষনা না করে মাঠ সহকারিদের দাবি দাওয়া দমিয়ে রাখার চেষ্টা করছে। এ জন্য তারা ১০ গ্রেডে উন্নতি করন ও সিবিএ নির্বাচনের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেছেন।
সাংবাদিক জনির ভাইয়ের ইন্তেকালে শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক তথ্য’র বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি’র মেঝো ভাই নূর মোহাম্মদ নুরু (৪৮) শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক পূত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাজা শনিবার বাদ জোহর খালিশপুর বঙ্গবাসী স্কুল সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়। এদিকে এস এম নূর হাসান জনি’র ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধাঞ্জলি
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান তৌহিদ,বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়,অধ্যাপক ডাঃ বঙ্গকমল বসু, প্রফেসর ড. সোবহান মিয়া,অধ্যাপিকা রুনু রেজা,প্রফেসর ড. মনিরুজ্জামান,প্রতাপ কুমার বিশ্বাস,আজহারুল ইসলাম খান,মামুনুল আবেদিন,প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ,প্রকৌশলী মাহামুদুল হাসান রানা,আফরোজা জেসমিন বীথি,গৌতম ঘোষ,স্বপন বিশ্বাস,শুভেন্দু সরকার শুভ,অধ্যাপক ড. রাফিজুল ইসলাম,প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ,প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল,ডাঃ বিষ্ণুপদ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
“ শিক্ষার্থীদের জন্য লেখাপড়া যেমন গুরুত্বপূর্ণ, খেলাধুলাও তেমনী প্রয়োজনীয়”
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শনিবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। শিক্ষার্থীদের জন্য লেখাপড়া যেমন গুরুত্বপূর্ণ, খেলাধুলাও তেমনী প্রয়োজনীয়। সুস্বাস্থ্যের জন্য নিয়ম মেনে খেলাধুলা করতে হবে”। সভাপতির বক্তৃতায় কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “খেলাধুলা নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়, শিক্ষা দেয় সহনশীলতার। শিক্ষার্থীদের মানষিক বিকাশের জন্য ক্রীড়া খুবই গুরুত্বপূর্ণ অনুসঙ্গ”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং মাঠাধ্যক্ষ হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টগণ, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, কর্মচারীবৃন্দসহ স্থানীয় রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আকর্ষনীয় ক্রীড়াশৈলী উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ৩৮ টি ইভেন্টে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ব্যক্তিগত ইভেন্টে ছাত্রদের মধ্যে শিহাব উল মুলক এবং ছাত্রীদের মধ্যে তানজিলা পারভীন এমি চ্যাম্পিয়ন হয়। এছাড়া ফজলুল হক হল চ্যাম্পিয়ন ট্রফি এবং লালন শাহ হল রানার-আপ ট্রফি লাভ করে।
উল্লেখ্য, সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। এর আগে গত ০১ মার্চ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট শুরু হয়। ক্রীড়া প্রতিযেগিতার ইভেন্টগুলোর মধ্যে ছিল বিভিন্ন ধরণের দৌড়, উচ্চ লাফ, লাফ ধাপ ঝাপ, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, ঝুড়িতে বল নিক্ষেপ, রিলে রেস, ভাগ্য দৌড়, ধীরে সাইকেল চালনা, ভারসাম্য দৌড়, অন্ধের হাড়ি ভাঙ্গা, যেমন খুশি তেমন সাজো, দড়ি টানা-টানি ইত্যাদি।
খুলনা প্রেসক্লাবের ইফতার মাহফিল আগামী ২৫ মার্চ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের ইফতার মাহফিল আগামী ২৫ মার্চ শনিবার ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হবে। শনিবার খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ১৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া সভায় চলতি বছরে ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
সভায় ক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, হাসান আহমেদ মোল্লা, মল্লিক সুধাংশু, মোঃ শাহ আলম, সোহরাব হোসেন, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ মোঃ সেলিম উপস্থিত ছিলেন।
শুভসংঘের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠান মিলন মেলায় পরিণত
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি
শুভসংঘের উদ্যোগে কেশবপুরে ২০২২ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠান মিলন মেলায় রূপ নেয়। শনিবার সকালে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা এক অন্যের সঙ্গে আলাপচারিতা রূপ নেয় মিলন মেলায়। কেশবপুর উপজেলা শুভসংঘ ওই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ১২টি স্কুলের বৃত্তিপ্রাপ্ত ৬০ জন শিক্ষার্থী, তাদের মা, প্রধান শিক্ষকসহ ওই স্কুলের বর্তমান পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেধাবী আরও ৫০ শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়। সকাল ৯টার আগেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে অডিটোরিয়াম পূর্ণ হয়ে যায়। এ সময় সকল শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠানে কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুভসংঘের সভাপতি খন্দকার শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, সব্যসাচী লেখক কবি মুহম্মদ শফি, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায়, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, শিক্ষক ইসমোতারা খাতুন, নাজিম উদ্দীন আহমেদ, সুমন দাস রুহুল আমীন ও জান্নাতুল মাওয়া। কবিতা আবৃত্তি করেন কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি মোতাহার হোসাইন ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভসংঘের সাধারণ সম্পাদক প্রবীর কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অজিত মুখার্জী, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা খাতুন, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান রাজু, এহসানুল হোসেন তাইফুর, অলিয়ার রহমান, সোহেল পারভেজ, সাংবাদিক আব্দুল মোমিন প্রমুখ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক হিসেবে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা ‘ফাস্ট বয় সেকেন্ড বয়’ এবং ‘শাওন ও তার বন্ধুরা’ বই প্রদান করা হয়। শুভেচ্ছা স্মারক পেয়ে অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থী আনিকা রহমান, জিনিয়া খাতুন, সোয়াইব বিন আলম ও সালেহ ইসমাইল। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আনিকা রহমান জানায়, শুভসংঘের শুভেচ্ছা স্মারক হিসেবে ওই বই পেয়ে সে খুবই খুশি। এ দিনটির কথা তার মনে থাকবে। এ শুভেচ্ছা স্মারক আগামীতে লেখাপড়া এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে। পরে মনোজ্ঞপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খুলনার ডুমুরিয়ায় পাষন্ড স্বামীর দায়ের আঘাতে গৃহবধু জখম
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ার মাধবকাঠী গ্রামে মুক্তি মন্ডল (২৮) নামে এক গৃহবধুকে কুপিয়ে মারাত্মক জখম করেছে তার পাষন্ড স্বামী দেবু মন্ডল (৩৫)। মুমুর্ষ অবস্থায় তিনি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে মাধবকাঠী গ্রামে। এ ঘটনায় এখনও থানায় কোন মামলা হয়নি।
হাসপাতাল সুত্রে এবং আহতদের স্বজনরা জানান, গত ১৫ বছর আগে মির্জাপুর গ্রামের হোমিওপ্যাথিক ডাঃ শান্তি রঞ্জন মন্ডলের মেয়ে মুক্তির সাথে পার্শবর্তী মাধবকাঠী গ্রামের নিতাই মন্ডলের একমাত্র ছেলে দেবু মন্ডলের বিয়ে হয়। বিয়ের দেড় বছরের মাথায় তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই জামাই দেবু নানা তালবাহানায় যৌতুক দাবি করে আসতে থাকে। শান্তি রঞ্জন নগদ টাকাসহ লাখ লাখ টাকার আসবাবপত্র দিয়ে আসছেন। কিন্তু তারপরেও প্রায়ই নানা অজুহাতে মুক্তিকে মারধর করে। গত সোমবার কোন কারণ ছাড়াই ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুত্বর জখম করে। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে । ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় ৬টি সেলাই দেয়া হয়েছে। এছাড়া গায়ে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। তবে লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
খুলনার পাউবো’র এসডি মিজানের উদাসিনতায় বোরো চাষীদের মাথায় হাত : ভাটা মালিকরা বেপরোয়া
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার পাউবো’র এসডি মিজানের উদাসীনতা ও খামখেয়ালীপনায় বোরো আবাদে লবন পানি তুলছে বাগদা চাষীরা। মাটি কাটছে ভূমিদস্যুরা। দিঘি কাটছে ভাটা মালিকরা। ফলে নষ্ট হচ্ছে ধানের আবাদ। ভেঙ্গে যাচ্ছে ওয়াপদার বাঁধ। সর্বস্ব হারাচ্ছে খুলনার কৃষক। বিব্রত হচ্ছে বর্তমান সরকার। এমনই অভিযোগ ভূক্তভোগিদের।
১৫ বৈশাখের আগে এক ফোটাও লবন পানি উঠবে না। এমনই বার্তা দিয়ে মাইকিং করে পানি উন্নয়ন বোর্ড। পওর বিভাগ-১ এর উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান এলাকার চাষী ও ঘের মালিকদের সাথে করেন মতবিনিময়। স্থানীয় সংসদ সদস্য ছাপ জানিয়ে দেন উঠবে না লবন পানি। অথচ ফাগুনের আগেই লোনা পানিতে সয়লাপ হয়েছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী এলাকা। আধারমানিক গেট দিয়ে বৈশাখের আগে কোন লবন পানি উঠবে না বলে সকল প্রকার কার্যক্রম করা হয়। গেটের মুখ বন্ধ করার কথা থাকলেও এসডি মিজান কোন পদক্ষেপ না নেয়ায় গত পূর্ণিমার জোয়ারের সময় চিত্তামারী গ্রামের আশুতোষ মল্লিক, খোরেরআবাদের চিরঞ্জিত সানা, গজালিয়ার দিপংকর মন্ডল, চিত্তামারীর গৌতম রায়, মিহির মন্ডল, নিমাই মন্ডলসহ বেশ কয়েকজন বাগদা চাষী লবন পানি তোলেন। এ ব্যাপারে গত রবিবার সকালে নুরনগরস্থ পানি উন্নয়ন বোর্ডে এলাকার শতাধিক বোরো চাষী যেয়ে সকল বিষয় জানায় এসডি মিজানকে। তিনি মঙ্গলবার সকালে যেয়ে ওই গেটের মুখে বাধঁ দিয়ে লবন পানি তোলা বন্ধ করবেন বলে তাদেরকে আশ্বাস দেন। পরে অদৃশ্য কারণে তিনি আর সেখানে যাননি। নিরুপায় হয়ে গত বৃহস্পতিবার এলাকাবাসী লবন পানি বন্ধে মানববন্ধন করেন। পরে সকলে মিলে ওই গেটের মুখে বাধঁ দেন। শুক্রবার সকালে আহম্মদ মেম্বরের নেতৃত্বে ওই বাধঁ কেটে আবারও লবন পানি তোলার ব্যবস্থা করা হয় বলে এলাকাবাসী জানায়। এলাকাবাসীর অভিযোগ কয়েক গ্রামের ধান চাষীরা দিলে যখন বাধঁ দিচ্ছিলেন ঠিক তখনই পানি উন্নয়ন বোর্ডের এসডি মিজানুর রহমান স্থানীয় এক জনপ্রতিনিধির অফিসে বসে থাকেন এবং একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি হিসেবে অংশ নেন। পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আমি স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় চেয়ারম্যানের সাথে এ বিষয়ে করণীয় ঠিক করতে গিয়েছিলাম। তবে ঘটনাস্থলে তিনি গত ১০ দিনে যাননি বলে জানান। এদিকে গত কয়েকদিন ধরে ইট ভাটা মালিকদের পাউবোর মাটি কেটে ইট তৈরি, তেলিখালীতে জিয়াউল ইসলাম টিাটোর মালিকানাধীন ভাটা কর্তপক্ষ দিঘি খনন করেছেন, ভান্ডারপাড়ার পঞ্চানন পাউবোর নির্দেশ অমান্য করছেন এমনি একাধিক সংবাদ প্রকাশ করলেও কোন ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। উপ-বিভাগীয় প্রকৌশলী গতানুগতিক উত্তর দেন ব্যবস্থা নেয়া হবে। তবে কাজের কাজ কিছুই হয়নি।
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় দিন মজুর গুরুত্বর জখম
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট মিজান সরদার (২৪) নামে এক দিন মজুরকে কুপিয়ে গুরুত্বর জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার রাত ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম এলাকার হোচেন সরদারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় মিজান সরদারকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। আহত মিজান সরদার বাগেরহাট সদর উপজেলার চরগ্রামের মোজাফর সরদারের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী মিজান সরদারের মা নাছিমা বেগম বাদি হয়ে বাগেরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে নাছিমা বেগম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম বার্ষিকীতে খিচুরী খাওয়ার জন্য শুক্রবার রাতে আমার ছেলে মিজান সরদার বাড়ি থেকে বের হয়। পাশ^বর্তী চরগ্রামের হোচেন সরদারের বাড়ির সামনে পৌছালে পূর্ব পরিকল্পনা মোতাবেক হোচেন সরদার, তার স্ত্রী হাছিনা বেগম, মেয়ে সুমাইয়া আক্তারসহ অজ্ঞাত ৪/৫ জন আমার ছেলের পথ রোধ করে। তারা আমার ছেলের মুখে ওড়না দিয়ে পেচিয়ে টেনে হিছড়ে বাড়ির মধ্যে নিয়ে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। তারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপায় ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। আমার ছেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অজ্ঞান অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাগেরহাটে চাঞ্চল্যকর দুর্র্ধষ ডাকাতি ও ধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে চাঞ্চল্যকর দুর্র্ধষ ডাকাতি ও ধর্ষণ মামলার অন্যতম আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শুক্রবার লবনচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি হল মোঃ সুজন খলিফা।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ২৬ ডিসেম্বর রাতে আসামিরা ভিকটিমের বসত ঘরের জানালা ভেঙ্গে সু-কৌশলে ঘরের ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরে অবস্থানরত ভিকটিম ও তার স্ত্রীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রান নাশের ভয় দেখিয়ে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ আনুষাঙ্গিক মালামাল লুটপাট করে। ডাকাতি শেষে আসামীরা ভিকটিমের স্ত্রীকে খাটের সাথে বেঁধে পাশবিক নির্যাতন চালায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। উল্লেখিত ঘটনা কারো কাছে প্রকাশ করলে মেরে ফেলার হুমকি প্রদান করে আসামীরা পালিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় ঘটনার সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে একটি ডাকাতি ও ধর্ষণ মামলা রুজু করেন। ঘটনাটি তখন বিভিন্ন মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং ডাকাতি ও ধর্ষণের সাথে জড়িত আসামীদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা সূত্র জানতে পারে উক্ত মামালার অন্যতম আসামী সুজন খলিফা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে থাকার পর কিছুদিন পূর্বে বাংলাদেশে এসেছে। উক্ত পলাতক আসামির কারণে মামলার তদন্ত কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মামলার অন্যতম আসামি মো: সুজন খলিফা লবনচরা থানাধীন মাথাভাঙ্গ এলাকায় অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আসামিকে তারা গ্রেপ্তার করে। পরে তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
খানজাহান আলী থানা ওসির মাদক বিরোধী অভিযান ৭ শ” পিচ ইয়াবা সহ আটক ১
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান এর নেতৃত্বে থানা এলাকাতে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মাদক উদ্ধার অভিযানে ১৭ মার্চ শুক্রবার বেলা সাড়ে ৩ টায় পথেরবাজার পুলিশ চেকপোস্টের সামনে পায়ে হেটে এক যুবক চেকপোস্ট অতিক্রম করাকালে পথের বাজার পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোঃ কামরুল হুদা নাঈম সংগীয় অফিসার ও ফোর্সসহ এক যুবকের গতিবিধি সন্দেহজনক হলে তার দেহ তল্লাশী চালিয়ে ৭ শ” পিচ অ্যামফিটামিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটককৃত ব্যক্তি চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার ছদাহ ইউনিয়নের সিরাজুল ইসলামের পুত্র মোঃ জহির উদ্দীন (৩৯) । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।
কপিলমুনিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনির পার্শ্ববর্তী ৫ নং সলুয়া গোলাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুরর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পঞ্চম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
ইউপি মেম্বর বিষ্ণুপদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী হাজরা, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জিএম আসলাম হোসেন, প্রভাষক আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষিকা হাসিনা সুলতানা, গুনীজন স্মৃতি সংসদের সাঃ সম্পাদক পলাশ কর্মকার, অভিভাবক সদস্য শেখ আবু হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর কবিতা আবৃতি, বক্তব্য প্রদান, ও সংগীত পরিবেশন করে। বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী আনিকা কর্মকার প্রাপ্তি, রায়ানুল আহমেদ অভি, ঐশী ও হুমায়া খাতুনকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ ভাগে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ কামরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শিবাজী বিশ্বাস।
কয়রায় আন্তর্জাতিক নারী ও বিশ্ব পানি দিবন পালন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় আন্তর্জাতিক নারী দিবস ও বিশ্ব পানি দিবস বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে পালিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় সিএনআরএসের আয়োজনে এ উপলক্ষে আমাদী কিনুকাটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে র্যালী, বিভিন্ন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিনুকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পানি ব্যাবস্থাপনা কমিটির সভাপতি জগদানন্দ ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আমাদী ইউনিয়নের সংরক্ষিক মহিলা সদস্য মাহমুদা খাতুন, ৭নং ওর্য়াডের ইউপি সদস্য মোঃ মামুন সানা, ইউএনডিপির প্রতিনিধি শামীম আহম্মেদ, উপজেলা প্রকল্প ব্যবস্থাপক সরোয়ার হোসেন,অমলিন্দু বাছাড়,ঝরনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক নারী ও পানি দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন। এ ছাড়া মানুষের মাঝে সাড়া জাগাতে পুরুষরা পানি আনার কাজের পাশাপাশি শাক সবজি কাটার প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
মহেশপুরে নব-গঠিত জাতীয় শ্রমিক লীগের পকেট কমিটির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে সদ্য দেওয়া জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গতকাল শনিবার দুপুরে মহেশপুর ডাকবাংলোর হল রুমে সাংবাদিক সম্মেলন করেছেন মহেশপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক কমিটির নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে মহেশপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক আহবায়ক মীর সাহেব আলী বলেন, মহেশপুরে উপজেলা জাতীয় শ্রমিক লীগের কমিটির এক বছর মেয়াদ থাকা অবস্থায় গোপনে ভেঙ্গে দিয়ে কোন রকমের নিয়মনীতির তোয়ায়া না করে অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক ভাবে সকল বেসিক ইউনিয়নের সদস্যদের ছাড়া কিছু অশ্রমিকদের নিয়ে খন্দকার আবু জাফরকে আহবায়ক ও যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকের বিরুদ্ধে নির্বাচন করেছিলেন সেই নাজমুল হুদা জিন্টুকে যুগ্ন আহবায়ক করে গত ৯/৩/২০২৩ তারিখে ২৩ সদস্য বিশিষ্ঠ একটি আহবায়ক কমিটি গঠন করেছেন।
তিনি জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির উদ্যোশ্য করে বলেন অনতিবিলম্বে এই অবৈধ পকেট কমিটি বিলুপ্ত ঘোষনা করে গণতান্ত্রিক ও গঠনতান্ত্রিক নিময় অনুসরণ করে সম্মেলনের মাধ্যমে গঠন মুলক কমিটি প্রদানের দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ সরকার,সহ সভাপতি আবুল আজিজ, সিরাজুল ইসলাম,শিক্ষা বিষয়ক সম্পাদক শাহাজান আলী, পান্তাপাড়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল আজিজ,সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
ডুমুরিয়ায় ৬০পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
ডুমুরিয়া প্রতিনিধিঃ
ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৬০পিচ ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দুধবাজার এলাকা থেকে সে আটক হয়।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, থানা পুলিশের একটি টীম ডুমুরিয়া বাজার এলাকায় টহলরত ছিল। শনিবার ভোর রাতে দুধবাজার এলাকায় একজন সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে ছিল। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে ৬০পিচ ইয়াবা পাওয়া যায়। আটক সাইফুল উপজেলা সদরের আব্দুল লতিফ শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
ডুমুরিয়ায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধিঃ
ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল শনিবার বেলা ১১টায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শহীদ স্মৃতি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এমপি। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনাওয়াজ হোসেন জোয়ার্দ্দারের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তব্যদেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিএমএ সালাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগের জামিল খান, আজগর হোসেন বিশ্বাস তারা, শিউলি সরোয়ার, সরদার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের আবু সাইদ সরদার, শেখ নাজিবুর রহমান নাজু, প্রভাষক জিএস ফারুক হোসেন, মোল্ল্যা সোহেল রানা, মোল্লা জাহিদুল ইসলাম, এম এম সুলতান আহমেদ, সরদার আব্দুল গণি, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, ইউনিয়ন আওয়ামী লীগের শেখ আব্দুল কুদ্দুস, ডাঃ মনিন্দ্রনাথ মল্লিক, খান শাকুর উদ্দিন, রেজাউল গোলদার প্রমুখ। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মতে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়ন, সন্মেলনের মধ্যে দিয়ে নতুন নেতৃত্ব গঠন ও দলীয় বিভেদ নিরাসনসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।
ইন্দুরকানীতে ৩৭ মাস পর আওয়ামী লীগ এর বর্ধিত সভা
ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা ঃ
ইন্দুরকানীতে ৩৭ মাস পর উপজেলা আওয়ামী লীগ এর বর্ধিত সভা করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজলো আওয়ামীলীগের সভাপতি এ্যাড.এম মতিউর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান সেলিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম.এ আউয়াল। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজ আহমেদ, এ্যাড. মোস্তফা কামাল, মোঃ শহিদুল হক খান পান্না, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, মৃধা মনিরুজ্জামান, উপজেলা আওয়াম লীগ যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান খসরু, মোঃ মুনিরুজ্জামান সিকদার, সাইদুর রহমান সাঈদ, উপজেলা আওয়ামী মহিলালীগ সভানেত্রী দিলরুবা মিলন নাহার, এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতারা বর্ধিত সভায় বক্তব্য রাখেন।
ইন্দুরকানীতে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং
ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা ঃ
ইন্দুরকানীতে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন অনুষ্ঠান নিয়ে শনিবার সকালে সাংবাদিকদের সাথে মত বিনিময় ও প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম।
বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকেবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ শে মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন উপকারভোগী পরিবারের নিকট জমির দলিল ও সনদ হস্তান্তর করবেন।
জাতীয় পর্যায়ে ট্রিপল জাম্পে খুলনার মেয়ে তমার সাফল্য
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
জাতীয় পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০২৩ এ তারিন জামান তমা দারুন সাফল্য অর্জন করেছে। ১৩ মার্চ ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে খুলনা বিভাগ থেকে এ্যাথলেটিকস প্রতিযোগিতায় ট্রিপল জাম্পে ৩য় হয়েছে। সে খুলনা জেলার পাইকগাছার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। এ্যাথলেটিকস এ সে অভুতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, ম্যানেজিং কমিটি, অভিভাবকসহ এলাকাবাসী দারুন ভাবে উৎসাহিত হয়েছে।
তারিন জামান তমা ২০২৩ সালের শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতায় হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প ও ১০০ মিটার দৌড়ে ১ম স্থান অধিকার করে। ৮ ফেব্রুয়ারী উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় হাই জাম্প ১ম, লং জাম্প ২য়, ট্রিপল জাম্পে ১ম ও ১০০ মিটার দৌড়ে ২য় স্থান অধিকার করে। ১৫ ফেব্রুয়ারী জেলা পর্যায়ে অনুষ্ঠিত এ্যাথলেটিকস প্রতিযোগিতায় হাই জাম্প, ট্রিপল জাম্পে ১ম ও লং জাম্পে ৩য় স্থান অধিকার করে। ২৫ ফেব্রুয়ারী ভুলনা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ট্রিপল জাম্পে ১ম স্থান ও হাই জাম্পে ৩য় স্থান অধিকার করে। তারিন জামান তমা জানান, শখের বসে এ বছরই প্রথম এ্যাথলেটিকস প্রতিযোগিতায় নাম লেখায় ও ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতায় সবগুলো ইভেন্টে ১ম স্থান অধিকার করে। এ ব্যাপারে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল বলেন, তমার সাফল্যে আমরা খুবই আনন্দিত। জাতীয় পর্যায়ে থেলার জন্য আমরা তাকে সবরকম সহযোগিতা করছি। সে আমাদের বিদ্যালয়ের জন্য সুনাম বয়ে এনেছে। তার সাফল্যে পিতা সিরাজুল গোলদার ও মাতা মোছাঃ পারুল বেগমের উৎসাহে তার অনুপ্রেরণা আরও বেড়ে যায়। কোন অনুশীলন ছাড়াই চুড়ান্ত পর্যায়ে সে এ্যাথলেটিকস প্রতিযোগিতায় ৩য় স্থান লাভ করেছে। সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, ইউএনও মমতাজ বেগম ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল তার সাফল্য অর্জনে উৎসাহ, অনুপ্রেরণা যোগানোসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
জাতীর জনকের স্মরনে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও কেক কাটা অনুষ্ঠান অনুস্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ২০টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল শেডে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুল থেকে আগত কোমলমতি খুদে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চুয়াডাঙ্গা, মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, এম এ আব্দুর রাজ্জাক খান, চেয়ারম্যান, মিনিস্টার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), আতিয়ার রহমান, জেলা শিক্ষা অফিসার, মোঃ তবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চুয়াডাঙ্গা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স, জেলার বিভিন্ন স্কুল থেকে আশা কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিভাবক বৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরবর্তীতে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
রূপসায় কৃষকলীগের সমাবেশ অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা কৃষকলীগ আয়োজিত কৃষক সমাবেশ ১৬ মার্চ বিকালে রূপসা ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোছাঃ হালিমা রহমান। রূপসা উপজেলা কৃষকলীগের সভাপতি আঃ মান্নান শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক,রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।
কেন্দ্রীয় কৃষকলীগ প্রস্তাবিত রূপসা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান আরমান মিয়ার পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ফ,ম সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল,জেলা কৃষকলীগ নেতা নিরন্জন সরদার,আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম মোল্যা, ইমদাদুল ইসলাম,এসএম হাবিব,স,ম জাহাঙ্গীর,সেলিম মোল্যা,প্রভাষক ওয়াহদিুজ্জামান, মোস্তাফিজুর রহমান মোস্তাক,কামাল হোসেন বুলবুল, আসাদ শেখ,ফরিদ শেখ,যুব মহিলালীগ নেত্রী আকলিমা খাতুন তুলি,সারমিন সুলতানা রুনা, মহসিন হোসেন পাইক,নাজির শেখ, যুবলীগ নেতা হারুন মোল্যা,আশিষ রায়,বাদশা মিয়া,সুব্রত বাকচী, সরদার জসীম উদ্দীন,তারেক আজিজ,সাইফুল ইসলাম শাওন,রবিউল ইসলাম, কৃষকলীগ নেতা আজিজুল মোল্যা,মাহমুদুল হাসান শামীম,জিয়াউর রহমান,আকরাম হোসেন,এসএম তারেক,হূমায়ূন কবীর রাজ,হারুনার রশিদ,আশিক ইকবাল,আবদুল্লাহ আল মামুন, ওয়ায়েসকুরুনী বাবু,ইউসুফ,মারুফ গোলদার,মোঃ আরিফ,আলম বিশ্বাস, মোঃ মনির,মোঃ তুষার,রবিউল ইসলাম রবি,নাসির, আকবর, শম্পা,হেনা খাতুন,মোঃ মনিরুল ইসলাম,ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম কাজল,নাজমুল হুদা অঞ্জন,হুমায়ূন কবীর,রাসেল শেখ প্রমূখ।
শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে অভাবনীয় উন্নয়ন দেশের মানুষ ভালো থাকে: এমপি সালাম মূর্শেদী
খবর বিজ্ঞপ্তি
সুস্থ ও সবল দেহ গঠনে খেলাধূলার কোনো বিকল্প নেই।খেলাধূলা দেহ মনকে সতেজ করে তোলে। আর এ কারণেই পড়ালেখার পাশাপাশি খেলারধূলার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে।
শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে অভাবনীয় উন্নয়ন দেশের দেশের মানুষ ভালো থাকে। সাধারণ মানুষ বুঝে গেছে দেশের সার্বিক উন্নয়নে শেখ হাসিনা’র সরকারের কোনো বিকল্প নেই। আর এ জন্য আমজনতার ভালোবাসা নিয়েই আওয়ামী লীগ আবারো রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন, রূপসা কলেজের অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, খুলনা জেলা আওয়ামী লীগ সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল। দু’দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।
স্বাগত বক্তৃতা করেন নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার পাল ও মোঃ দিদার আলী’র যৌথ পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা পারভিন রিনা, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ, জেলা যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নাসির উদ্দিন শেখ, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম, সাবেক জেলা যুব লীগ নেতা মোঃ হারুন মোল্লা, উপজেলা যুবলীগ সদস্য সরদার জসীম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মঈনুদ্দিন শেখ, নৈহাটী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবণ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ হারুন শেখ, সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, আইচগাতি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ, নৈহাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ তারেক আজিজ, নৈহাটী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া বেগম, উপজেলা যুবলীগ নেতা শফিকুর রহমান ইমন, নৈহাটী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাহমুদুল হাসান শামীম, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন জিয়া।
বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক যথাক্রমে মোঃ হায়দার আলী, মনতেজ আলী, হালিমা খানম, ফরিদা ইয়াসমিন পপি, মোকারব বিললাহ, যুবলীগ নেতা আশিক ইকবাল, মোঃ রবিউল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আলী হোসেন প্রমুখ।
এরআগে বিকেলে এমপি আব্দুস সালাম মূর্শেদী গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন এনভয় গ্রুপের চেয়ারম্যান ও এমপির সহধর্মিণী সারমিন সালাম।
প্রধান শিক্ষক আজিজা সুলতানার সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ.ম. সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আরিফুর রহমান মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান মোস্তাক, প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, মনিরুল ইসলাম,রিনা পারভিন, ইউপি সদস্য মোঃ মাসুম সরদার, সারমিন সুলতানা রুনা,আকলিমা খাতুন তুলি,সাইদুর রহমান ছগির,নোমান ওসমানী রিচি, সরদার জসীম উদ্দীন,আমির আলী শেখ,আঃ সালাম শেখ,আশিক ইকবাল,ওয়ায়েসকুরুনী বাবু, আশিকুজ্জামান তানভির, সাফিরুল ইসলাম হিমেল, রিয়াজ শেখ,তরিকুল ইসলাম,সিদ্দিক শেখ,আঃ রাজ্জাক হাওলাদার, কামরুজ্জামান কালু,সুমন কবীর, হাসান, আকরাম হোসেন,মহিদুল শেখ,শরিফ শেখ প্রমূখ।
মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে ছিল ৭০ ভরি স্বর্ণের বার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে ৭০ ভরি ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। পাচারকারীর ফেলে যাওয়া মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কায়দায় বারগুলো রাখা ছিল। শুক্রবার দুপুরে ছয়ঘরিয়া গ্রামের বাকা মোড় থেকে বারগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, স্বর্ণের বার পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ৬ বিজিবির একটি দল সীমান্তের ৭৭/৬ নং পিলার থেকে বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া গ্রামের বাকা মোড়ে অবস্থান নেয়। ওই মোড় দিয়ে সীমান্তের ঝাঁঝাডাঙ্গার দিকে যাচ্ছিল দ্রুতগতির একটি মোটরসাইকেল। বিজিবির টহল দল দাঁড়াতে বললে স্বর্ণ পাচারকারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
মোটরসাইকেল উদ্ধারের পর তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সেগুলোর ওজন ৭০ ভরি। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা করেছে বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমান। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
বিদেশিদের নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না বিএনপির: হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে বা তাদের নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না বিএনপির। তারা (বিএনপি) কখনো জনগণের দল ছিল না। এরা সবসময় বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। তাই ক্ষমতার বাইরে থাকলে তারা বিদেশিদের কাছে ধরনা দেয়। এটা নতুন নয়, তাই আওয়ামী লীগ এ নিয়ে বিচলিত নয়।
হানিফ বলেন, বিএনপি ১১ বছর ধরে একই কথা বলে আসছে, সরকারের পতন সময়ের ব্যাপার। যে কথার কোনো ফল নেই, সেই কথার কোনো গুরুত্বও নেই।
শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল বলেছেন তারা নাকি এই বাংলাদেশ চান না। এটাই ঠিক, রাজাকাররা তো বাংলাদেশই চায়নি। এটা নতুন করে আবারও প্রমাণ হলো।
কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নেছা সবুজের সভাপতিত্বে মতবিনিময় সভায় কুষ্টিয়া সদরের বেসরকারি মাধ্যমিক স্তরের কয়েকশ’ শিক্ষক অংশ নেন। এ সময় তারা বেতন-বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
পরকীয়া প্রেমিকাকে পাঠালেন টাকা, স্ত্রীকে মেরে রাখলেন সেচ পাইপে
চুয়াডাঙ্গা প্রতিনিধি
গৃহবধূ ডালিমা খাতুনকে নৃশংসভাবে হত্যার কথা স্বীকার করেছেন স্বামী ফন্টু মন্ডল। তিনি জানান, পরকীয়া প্রেমিকার সঙ্গে মেলামেশায় বাধা দেওয়ায় স্ত্রী ডালিমাকে হত্যা করেন তিনি। এরপর মরদেহ গুম করতে সোলার প্যানেলের সেচ পাম্পের পাইপের মধ্যে ফেলে দেন।
পরে গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে আলমডাঙ্গার রায়লক্ষ্মীপুর গাবতলার মাঠে সেচ পাম্পের পাইপের মধ্যে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় ফন্টু মন্ডলকে আটক করেছে পুলিশ। ফন্টু মন্ডল উপজেলার পোলবাগুন্দা গ্রামের মৃত ইসলাম মন্ডলের ছেলে।
জানা যায়, ৩৬ বছর আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওলামারি গ্রামের মনছেন আলির মেয়ে ডালিমা খাতুনের সঙ্গে বিয়ে হয় ফন্টু মন্ডলের। তাদের দুই সন্তান মেয়ে সারজিনা খাতুন ও ছেলে জামিরুল ইসলামকে কয়েক বছর আগে বিয়ে দিয়েছেন।
আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, পোলবাগুন্দা গ্রামের স্কুলপাড়ার শের আলির সাবেক স্ত্রী টগি খাতুনের সঙ্গে ফন্টুর দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক। বিষয়টি জানাজানি হলে প্রায় বছর খানেক আগে শের আলি তার স্ত্রী টগি খাতুনকে তালাক দেন। এরপর ফন্টু মণ্ডল তার স্ত্রী ডালিমার নামে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা লোন করে টগি খাতুনকে নিয়ে পালিয়ে যান। ৭ মাস আগে আবার বাড়ি ফেরেন ফন্টু। এরপর সব কিছু ঠিকঠাক চললেও গত মঙ্গলবার ফন্টু মণ্ডল বাড়ি থেকে ৭ হাজার টাকা নিয়ে বিকাশের মাধ্যমে পরকীয়া প্রেমিকা টগিকে টাকা পাঠান। পরে স্ত্রী ডালিমা খাতুন তাকে টাকার কথা বললে দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন স্বামী ফন্টু।
একপর্যায়ে গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে দিনমজুর ফন্টু মণ্ডল স্ত্রীকে সঙ্গে নিয়ে বের হন। তবে রাতে তিনি বাড়িতে ফিরলেও তার স্ত্রী বাড়িতে ফেরেননি। পরদিন তাকে সকালে কোদাল নিয়ে মাঠ থেকে ফিরতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। দুপুরের পর গা ঢাকা দেন ফন্টু ।
এরপর ছেলে জামিরুল গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তার মায়ের খোঁজ করতে থাকেন। বিকেলের দিকে পার্শ্ববর্তী রায় লক্ষ্মীপুর গ্রামের গাবতলার মাঠের একটি ভুট্টাক্ষেতে রক্ত ও চুল দেখতে পান গ্রামবাসী। ওই মাঠে সোলার প্যানেলের সেচ পাম্পের পাইপের ভেতরে একটি মরদেহের অংশ বিশেষও দেখা যাচ্ছিল। পাশেই রক্ত ও মাথার চুল পড়ে আছে। খবর পেয়ে আলমডাঙ্গা থাকা পুলিশ ঘটনাস্থলে আসেন। মরদেহ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের খবর দেওয়া হয়। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে পাইপের মধ্যে থেকে মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নেয়া হয়।
এদিকে বৃহস্পতিবার বিকেলে ফন্টু মণ্ডল তার স্ত্রীর গহনা বিক্রি করতে আসেন সরোজগঞ্জ বাজারে। বিষয়টি জানাজানি হওয়ার পরই সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ তাকে আটক করে।
আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীর হত্যার কথা স্বীকার করেছেন। পরকীয়া পেমিকার সঙ্গে মেলামেশায় বাধা দেওয়ায় কারণে স্ত্রীকে হত্যার পর সোলার প্যানেলের সেচ পাম্পের পাইপের মধ্যে ফেলে দেন। মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
ওসিসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা
যশোর অফিস
যশোরের মণিরামপুরে এক নারীকে হত্যার অভিযোগে তার স্বামী, শ্বশুরসহ ৯জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ওই মামলায় মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও এসআই আতিকুজ্জামানকেও আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) নিহতের বাবা যশোর সদর উপজেলার ভায়না গ্রামের বাসিন্দা মাহমুদুজ্জামান বাদী হয়ে যশোর আদালতে মামলাটি করেন।
বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু অভিযোগ আমলে নিয়ে আগামী ২১ মার্চ আদেশের দিন ধার্য করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, থানায় হত্যা মামলা দায়ের না করে আত্মহত্যা প্ররোচণা মামলা দায়ের করা হয়। হত্যার ঘটনায় সহযোগী হিসেবে ওসিসহ দুই পুলিশ কর্মকর্তাকে আসামি করেছেন নিহতের বাবা মাহমুদুজ্জামান।
মামলার অন্য আসামিরা হলেন- নিহত নাওয়াল জামান ওরফে বরিষার স্বামী মণিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামের আরশীল কবীর, তার বাবা আজমত হোসেন, মা আসমা বেগম, একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মনিরুল ইসলাম, মনিরুলের স্ত্রী শীল্পি বেগম, এনায়েত মোল্লার স্ত্রী হাসিনা বেগম ও উজ্জল আহম্মেদের স্ত্রী ইরানী ফারজানা।
মামলায় বাদী উল্লেখ করেন, নাওয়ালকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন কবীর। বিভিন্ন সময় নাওয়ালকে কবীরের পরিবার শারীরিক ও মানসিক নির্যাতন করতো। যা মোবাইল ফোনে পরিবারকে জানান নাওয়াল। গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টার দিকে বাদী পরিবারকে জানানো হয় নাওয়াল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। নওয়ালের মুখ ও থুতনীতেও জখমের চিহ্ন ছিলো। কিন্তু গলায় কোনো ফাঁসের দাগ ছিলো না। এছাড়া, আশপাশের লোকজনের কাছে শুনে অনুমান করেন নাওয়ালকে মারধর করে হত্যার পরে আত্মহত্যা বলে প্রচার করছেন কবীরের পরিবার। বিষয়টি বুঝতে পেরে নাওয়ালের মা নওশাবা তানবীন মণিরামপুর থানায় হত্যার অভিযোগে দায়ের করেন। যার তদন্তের দায়িত্ব পান এসআই আতিকুজ্জামান।
বাদীর অভিযোগ সুষ্ঠু তদন্ত না করেই আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে হত্যার পর্যাপ্ত তথ্য ও প্রমাণ থাকা সত্বেও থানায় হত্যা মামলা দায়ের না করে আত্মহত্যার প্ররোচণার মামলা নেওয়া হয়।
মামলায় আরও উল্লেখ করা হয়, এসআই আতিকুজ্জামান আগে আসামিদের এলাকা নেহালপুরের ক্যাম্প ইনচার্জ ছিলেন। শুধু তাই নয়, বাদীর মেয়েকে যখন প্রেমের ফাঁদে ফেলে অপরহরণ করে নিয়েছিলেন কবীর সেসময়ও এসআই আতিকুজ্জামান সহযোগিতা করেছিলেন। বর্তমানে আসামিরা ময়নাতদন্তের রিপোর্টকে হত্যার পরিবর্তে আত্মহত্যায় রূপান্তরিত করার চেষ্টা করছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মামলা হয়েছে বলে শুনেছি।