পদ্মা সেতুর সুফল করমজলে পর্যটকদের আগমন বাড়ছে

7
Spread the love

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
একদিকে পদ্মা সেতুর সুফল অন্যদিকে স্কুল-কলেজ শুক্র-শনি দুই দিন ছুটি হওয়াতে সুন্দরবনের পর্যটকদের সংখ্যা বিগত সময়ের তুলনা বেড়েছে। এই সুবিধায় সবচেয়ে বেশি ভিড় হচ্ছে সুন্দরবনের করমজলে। কারণ করমজল দূরত্বের দিক দিয়ে যেমন সবচেয়ে কাছাকাছি তেমনি করমজলে যেতে লাগেনা পূর্ব থেকে কোন অনুমতি। যে কোন সময়ে যাওয়া যায় করমজলে। তাই করমজলে ভিড় ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে বনবিভাগ।
পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির জানান, শীতকাল মুলত পর্যটন মৌসুম। এ মৌসুমে সুন্দরবনে সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটে থাকে। কারণ শীত মৌসুমে ঝড়-জলোচ্ছাস না থাকায় নদী-সাগরের পানি শান্ত থাকে। ফলে এ সময়টাতে পর্যটকদের ভ্রমণটা নিরাপদ ও আনন্দপ্রিয়। কিন্তু শীত মৌসুম শেষ হলেও এখন করমজলে পর্যটকদের আগমন চোখে পড়ার মতই। কারণ এখন না শীত না গরম। যার ফলে অনেকেই স্বাচ্ছন্দে এ সময়টাতে ভ্রমণে আসছেন। আরেকটি কারণ হলো স্কুল-কলেজ এখন শুক্র ও শনিবার পরপর দুইদিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের আগমন বাড়ছে। এখন যে সংখ্যক পর্যটকের আগমন ঘটছে তারমধ্যে শিক্ষার্থীদের সংখ্যা ৮০ভাগেরও বেশি। এছাড়া পদ্মা সেতুর সুফলের কারণে দেশের বিভিন্ন এলাকার দর্শনার্থীরা সহজেই দিনে দিনে সুন্দরবন ঘুরে বাড়ীতে ফিরতে পারছেন। এ কারণেও এখন সুন্দরবনে পর্যটকদের আনাগোনাও বেশি। তিনি আরো বলেন, করমজলে যে কেউ ইচ্ছা করলে যে কোন সময়ে ভ্রমণ করতে পারেন। কারণ করমজল ভ্রমণে আগে থেকে বনবিভাগের কাছ থেকে কোন পাসের (অনুমতি) প্রয়োজন হয়না। করমজল ছাড়া বিশেষ করে হিরণপয়েন্ট, কটকা, কচিখালী ও দুবলারচরে ভ্রমণে যেতে দর্শনার্থীদের আগে হাতে সময় নিয়ে এসে বনবিভাগের পাস নিয়েই তারপর ওই সকল কেন্দ্রে যেতে হয়। এছাড়া মোংলা থেকে দূরত্বের দিক দিয়ে করমজল পূর্ব সুন্দরবন বিভাগের সবচেয়ে কাছাকাছি অবস্থানে। মোংলার ফুয়েল জেটি, বন্দরের পানির জেটি কিংবা পিকনিক কর্ণার থেকে করমজলে যেতে নৌযানে সময় লাগে মাত্র আধা ঘন্টা। যার ফলে সহজে যাতায়াত করা সম্ভব। তিনি আরো বলেন, মুলত পদ্মা সেতুর সুফলেই এখন অসময় হলেও ভরা মৌসুমের মতই পর্যটক করমজলে আসছেন। শুক্রবার (১০ মার্চ) প্রায় আড়াই হাজার পর্যটক এসেছেন। তারমধ্যে শিক্ষার্থীর সংখ্যাই ৮০ভাগের বেশি। গত শুক্রবারও (৩ মার্চ) আড়াই হাজারের মত পর্যটক আসেন করমজলে। যা এ সময়টাতে বিগত বছরের তুলনায় পর্যটক বেশি বলেও জানান তিনি।