হুগলি দুর্ঘটনা: ডুবলো বাংলাদেশি জাহাজ

6
Spread the love

 

খুলনাঞ্চল ডেস্ক।।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার হুগলি জেলার কুলপি বন্দরের অদূরে দুই জাহাজে ধাক্কা লাগায়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে একটি জাহাজ আংশিকভাবে ডুবে যায়। যে জাহাজটি আংশিকভাবে ডুবে যায়, সেটি বাংলাদেশের। জাহাজটি ছাই নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল। এই ছাই থেকে ইট নির্মাণ করা হয়। খবর প্রথম কলকাতার।

পুলিশ জানিয়েছে, বাংলাদেশের জাহাজটি হুগলি নদী দিয়ে যাওয়ার সময় অপর একটি জাহাজ সেটিকে ধাক্কা মারে। জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় ও কিছুক্ষণের মধ্যেই ডুবতে শুরু করে। জাহাজটির ৩০-৪০ শতাংশ ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত জাহাজের নয়জন কর্মীকে উদ্ধার করে স্থানীয় কুলপি থানা হেফাজতে নেয়া হয়েছে।

জাহাজটি যেহেতু ধীরে ধীরে ডুবতে শুরু করে তাই স্থানীয় মানুষ অনেকটা সময় পেয়ে যান ও ছোট নৌকা নিয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ সূত্র জানিয়েছে, বন্দরের নিরাপত্তারক্ষীরাও তাদের সঙ্গে যোগ দেন ও উদ্ধারের কাজে অংশগ্রহণ করেন।