যশোর অফিস।।
পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে পুলিশ অতীতে যেভাবে দায়িত্ব পালন করেছে, আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। গতকাল মঙ্গলবার যশোর পুলিশ লাইনসে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি
সভায় সংশ্লিষ্ট রেঞ্জের সব জেলার পুলিশ সুপার, বিভিন্ন ইউনিটের প্রধান ও উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, ‘পুলিশের সেবা প্রদানের মূল কেন্দ্র থানা। সম্মানিত নাগরিকরা যাতে সহজে, নির্ভয়ে থানায় আসতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন এবং সেবাগ্রহণ করতে পারেন, সে জন্য আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, নিরীহ, গরিব- তাদের জন্য থানাকে আমি বিচার পাওয়ার স্থান হিসেবে দেখতে চাই। এর জন্য প্রধান ও প্রথম কাজ হবে- জনগণের সঙ্গে ভালো ব্যবহার ও তাদের কথা শোনা। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় গ্রহণযোগ্য হবে না।’
পুলিশপ্রধান বলেন, বাংলাদেশ পুলিশ এখন আগের চেয়ে অনেক এগিয়ে আছে। আগে তদন্ত ছিল সোর্সনির্ভর। এখন আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেশিরভাগ অপরাধের রহস্য উদ্ঘাটিত হচ্ছে।
সভায় এপিবিএনের অতিরিক্ত আইজিপি ড. হাসান উল হায়দার, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা ও যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বক্তব্য রাখেন।