মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের সমাধী সৌধে এ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলীর সাথে ছিলেন বন্দর কর্তৃপক্ষের মো: শাহীনুর আলম, পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম, সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালাচাঁদ সিংহ, প্রধান প্রকৌশলী (মেরিন) কমান্ডার মোমেন উল্লাহ মোহাম্মদ জিয়াউল ইসলাম ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী।
বঙ্গবন্ধুর সমাধী সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতাসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী গত ২৫ জানুয়ারী মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।