লোহাগড়ায় বালুবোঝাই ট্রলার ডুবিতে যুবকের লাশ উদ্ধার

5
Spread the love

মোঃ তাহের, নড়াইল ।।
নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে বালুবোঝাই ট্রলার ডুবিতে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা এলাকার মধুমতি নদীতে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুকবকের নাম নাজমুল মৃধা (৩৫) সে জেলার কালিয়া উপজেলার নওয়াগ্রামের আকবার মৃধার ছেলে। ঘটনার সময় ট্রলারে থাকা বায়জিদ বলেন, ট্রলারে আমরা ৪ জন ছিলাম পরে তলা ফেটে যাওয়ায় সবাই উপরে উঠে আসি কিন্তু নাজমুল ক্যাবিন থেকে টাকা আনতে যায় আমরা নিষেধ করলেও সে শোনেনি। পরে ট্রলারের সাথে সেও ডুবে যায়। এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ মাহাবুব আলম বলেন, সকাল ৮টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পরে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। উদ্ধার অভিযান চলাকালে দুপুর আড়াইটার দিকে নাজমুলের লাশ উদ্ধার করা হয়। লাশ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।