বিএনপি নেতার বিরুদ্ধে ৩৩ লাখ টাকা আত্মসাতের মামলা

0

যশোর অফিস।।

জমি বিক্রি করে লিখে না দিয়ে প্রতারণার মাধ্যমে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
আসামি বিএনপি নেতা ইকবাল হোসেন মণিরামপুরের থানা রোডের নারিকেলপট্টি এলাকার মৃত মহিউদ্দিন সরদারের ছেলে।

গত রোববার মণিরামপুরের খোজালীপুর গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে আব্দুল কাদের বাদী হয়ে এ মামলা করেছেন। তবে সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী বনি আমিন।

এদিকে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, ব্যবসায়ীক সূত্রে বিএনপি নেতা ইকবাল হোসেনের সঙ্গে আব্দুল কাদেরের পরিচয় হয়। ইকবাল হোসেন তার নিজের নামের মণিরামপুর মৌজার ১৩৫/২৯৭ দাগের ৯১ শতক জমির ওপর দালান ঘরসহ বিক্রির ঘোষণা দেন। বিষয়টি জানতে পেরে আব্দুল কাদের ৩৩ লাখ টাকায় এ জমি কেনার প্রস্তাব দেন ইকবালকে। তিনি রাজি হলে ২০২০ সালের ৩০ জানুয়ারি ইকবাল হোসেনকে পাঁচ লাখ দিয়ে একটি বায়নানামা করেন এবং ৩০ মে ২৫ লাখ টাকা দিলে জমি রেজিস্ট্রি করে দেবেন। একইসঙ্গে বাকি তিন লাখ টাকা আব্দুল কাদের ওই বছরের নভেম্বর মাসে পরিশোধ করবেন বলে উল্লেখ করা হয়।

এরপর বায়নানামা অনুযায়ী ইকবাল হোসেনকে টাকা পরিশোধ করে জমি রেজিস্ট্রি করে দিতে অনুরোধ করেন আব্দুল কাদের। কিন্তু ইকবাল হোসেন জমি রেজিস্ট্রি না করে দিয়ে ঘোরাতে থাকেন। একপর্যায়ে ২০২২ সালের ৮ নভেম্বর ইকবাল হোসেন জমি রেজিস্ট্রি করে দিতে অস্বীকার করলে ক্ষতিপূরণসহ টাকা ফেরত চান কাদের।

আব্দুল কাদের টাকা আদায়ে ব্যর্থ হয়ে ওই বছরের ২৯ ডিসেম্বর ১৪ দিনের সময় দিয়ে ক্ষতিসহ ৪১ লাখ ৯২ হাজার টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ দেন বিএনপি নেতা ইকবাল হোসেনকে। ইকবাল লিগ্যাল নোটিশ পেয়ে জমি রেজিস্ট্রি অথবা ক্ষতিসহ টাকা ফেরত না দেওয়ায় আব্দুল কাদের আদালতে এ মামলা করেছেন।