খুলনাঞ্চল রিপোর্ট।।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নব্য জঙ্গি সংগঠন ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র সামরিক শাখার প্রধান রণবীর ও তার সহযোগী ‘বোমা বিশেষজ্ঞ’ বাশারকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ। অভিযানের সময় দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।
সোমবার (২৩ জানুয়ারি) ভোর থেকেই কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় অভিযান চালায় র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারি সহকারি পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব।
র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে রোহিঙ্গা ক্যাম্পের আস্তানা থেকে নব্য জঙ্গি সংগঠন ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতা, শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করা হয়।
পরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয় র্যাবের পক্ষ থেকে। রণবীরের নেতৃত্বে বিভিন্ন স্থান থেকে তরুণদেরকে এই সংগঠনে নিযুক্ত করা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে সামরিক ও অস্ত্র প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানা গেছে।