খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ (২৪ জানুয়ারি)। দিবসটি উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, আজ ২৪ জানুয়ারি দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল। সাড়ে ১২টায় দলীয় কার্যালয়ের সামনে দুস্থদের মধ্যে খাবার বিতরণ।
বেলা ২টায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল। কর্মসুচিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যখা সময়ে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৫ বছর বয়সে মারা যান ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। পরে ২৮ জানুয়ারি তার লাশ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।