খবর বিজ্ঞপ্তি ।।
খুলনার ঐতিহ্যবাহী সংগঠন আড়ংঘাটা অনির্বাণ সংঘে সকল কার্যক্রম অগ্রসর করার ও যুব সমাজকে খেলাধুলার পাশে থাকার লক্ষ্যে কেরাম বোর্ড প্রদান করেন তরুণ সমাজসেবক ও সংগঠনের সাধারণ সম্পাদক রোটরিয়ান মোঃ মতলুবুর রহমান মিতুল। গতকাল সন্ধায় অনির্বাণ সংঘের নিজস্ব কার্যালয়ে গিয়ে তিনি কেরাম বোর্ড পদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগনর সিনিয়র সহ-সভাপতি শ ম শফি, লুৎফর রহমান, রাজাউর রহমান প্রিন্স, মফিজ মল্লিক, মদন শেখ, হাসান শেখ, জহিদুল শেখ, শাইন শেখ, কাজী নরুল ইসলাম, আকহির হোসেন রাজু, মিনা জহুল ইসলাম, মিনা মণিরূল ইসলাম, রীবউল ইসলম, ইসলাম মোড়ল, রনজিত তরফদার, হারুন মোড়ল, মিজানুর রহমান,ফরিদ মোড়ল, মফিজুর রহমান জয়, , মিনা জিল্লুর রহমান জিল্লু, ডা: জয়ন্ত, হেলাল আহমেদ, শাহারিয়ার হাসান রানা, প্রতাপ চন্দ্র মজুমদার প্রমুখ।
