স্পোর্টস ডেস্ক।।
ইফতেখার আহমেদ ও সাকিব আল হাসানের ব্যাটিং তাণ্ডবে বরিশালের টানা চতুর্থ জয়। পাঁচ ম্যাচে টানা চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান অক্ষুন্ন রাখল বরিশাল।
বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে বরিশালের পাকিস্তানি তারকা ব্যাটসম্যান ইফতেখার আহমেদের ৪৫ বলের অপরাজিত ১০০ এবং সাকিব আল হাসানের ৪৩ বলের ৮৯ রানের লড়াকু ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে বিপিএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ২৩৮ রান করে বরিশাল।
টার্গেট তাড়া করতে নেমে শামিম হোসেনের ২৪ বলের অপরাজিত ৪৪ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে রংপুর রাইডার্স। ৬৭ রানের জয় পায় বরিশাল।