নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট।।
বাগেরহাটের কচুয়ায় ফেসবুকে পোস্ট দেখে এক প্রতিবন্ধী কিশোরীকে হুইল চেয়ার ক্রয়ের জন্য নগদ টাকা দিয়েছেন প্রবাসী সাংবাদিক সিকদার মনজিলুর রহমান। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সাংবাদিক সিকদার মনজিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে কচুয়া বাজারস্থ ডাচবাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে ওই প্রতিবন্ধীর জন্য সাত হাজার টাকা পাঠান। শুক্রবার (৬ জানুয়ারি) ডাচবাংলা ব্যাংকের ম্যানেজার কৃপা সিন্ধু মন্ডল প্রতিবন্ধী কিশোরীর বাবা মোহাম্মদ বাকের খানের কাছে হুইল চেয়ার ক্রয়ের জন্য ৮ হাজার টাকা তুলে দেন। টাকা পেয়ে খুশি হয়েছেন কচুয়া উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ বাকের খান।
তিনি বলেন, টাকা পেয়ে আমার খুব উপকার হয়েছে। মেয়েকে একটি হুইল চেয়ার কিনে দিতে পারব।
সাংবাদিক সিকদার মনজিলুর রহমান কচুয়া উপজেলার টেংরাখালি গ্রামের মরহুম সিকদার আব্দুল খালেকের ছেলে। তিনি যুক্তরাষ্টের জর্জিয়া অঙ্গরাজ্যে বসবাস করেন । বিভিন্ন সময় তিনি এলাকার অসহায় মানুষকে সহযোগিতা করে থাকেন।
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বাগেরহাটের মোরেলগঞ্জে ট্রাকের ধাক্কায় রেজাউল ব্যাপারি (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুরে পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার বহরবৌলা নামক স্থানে পিরোজপুরগামী একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রেজাউল ব্যাপারি নিহত হন। খবর পেয়ে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ট্রাক ও চালক নিরোহীন মোল্লা (২৩)কে আটক করেছে পুলিশ।
নিহত রেজাউল ব্যাপারি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত সোহরাফ ব্যাপারির ছেলে। আটক ট্রাক চালক নিরোহীন মোল্লা নওগা জেলার মান্দা এলাকার আবুল হোসেনের ছেলে। পিরোজপুরের পাথরঘাটা এলাকা থেকে পন্য বোঝাই করে নওগা নিয়ে যাচ্ছিল নিরোহীন।
কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, দূর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলা দায়ের পূর্বক ট্রাক ও ট্রাক চালককে আদালতে সোপর্দ করা হবে।