বাগেরহাট প্রতিনিধি।।
হজরত খানজাহান আলী (রহ.)-এর ওফাত দিবস উপলক্ষে বাগেরহাটে তার মাজারে শুক্রবার (৯ ডিসেম্বর, বাংলা ২৪ অগ্রহায়ণ) থেকে শুরু হচ্ছে দু দিনব্যাপী বার্ষিক উরস মুবারক। এ উপলক্ষে বাগেরহাট শহরতলির মাজারে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বিকাল থেকে শুরু হয়ে এ উরস মোবারক শনিবার রাতে আখেরি মুনাজাত এবং তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হবে।
মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, ‘প্রায় সাড়ে ৫শ’ বছর ধরে বাগেরহাটের খানজাহান আলী মাজারে বাৎসরিক উরস মোবারক পালিত হয়। এ দুই দিনে লাখ লাখ ভক্ত ও দর্শনার্থী এখানে আসেন।’
প্রতি বছর বাংলা সালের ২৪ ও ২৫ অগ্রহায়ণ দুই দিনব্যাপী উরস হয় এ মাজারে।
এদিকে হজরত খানজাহান আলী (র.)-এর বার্ষিক উরস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১ ডিসেম্বর প্রস্তুতি সভা করা হয়েছে। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উরস অনুষ্ঠান পালন করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।