মোংলা (বাগেরহাট) প্রতিনিধি||
নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে দুইদিন বন্ধ থাকার পর শুরু হয়েছে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী বানিজ্যিক জাহাজের পণ্য খালাস ও পরিবহণের কাজ। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় রাতের পালা থেকেই কাজ শুরু হয়েছে হাড়বাড়ীয়ার ও ফেয়ারওয়েবয়ায় নোঙ্গরে/এ্যাংকোরেজে থাকা জাহাজগুলোতে।
মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর এসোসিয়েশনের সদস্য আলহাজ্ব এইচ এম দুলাল বলেন, নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় কোন কোন জাহাজে সন্ধ্যায় আর অন্যান্য জাহাজে রাতেই কাজ শুরু হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, নৌযান শ্রমিকদের কর্মবিরতির মধ্যেও বন্দর জেটি, কন্টেইনার ও কার ইয়ার্ডের কাজ কর্ম স্বাভাবিক ছিলো। কিন্তু বিকেলে নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের পর সন্ধ্যার পরপরই বিদেশী জাহাজগুলোতে পণ্য ওটানামা ও পরিবহণের কাজ শুরু হয়েছে।