মোংলায় মৃতদের উদ্দেশ্যে পবিত্র খ্রিষ্টযাগ, বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত ও খ্রিষ্ট প্রসাদ বিতরণ

3
Spread the love

 

মোংলা প্রতিনিধি।।
মোংলায় মৃত খ্রিষ্টান ব্যক্তিদের উদ্দেশ্যে খ্রিষ্টযাগ, বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত ও প্রসাদ বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর শহরের শেহলাবুনিয়ার এনিউপাড়ার খ্রিষ্টান কবরস্থান চত্বরে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর এ অনুষ্ঠান পরিচালনা করেন শেহলাবুনিয়া ক্যাথলিক চার্চের পালক পুরোহিত দানিয়েল মন্ডল। বিকেল থেকে এ কবরস্থান চত্বরে মৃতদের পরিবারের সদস্যরা ফুল, মোমবাতি ও আগরবাতি দিয়ে কবর সাজাতে শুরু করেন। তারা যে যার মত কবরের মৃতদের জন্য প্রার্থণা করেন। ধর্মীয় সকল অনুষ্ঠান শেষে পালক পুরোহিত দানিয়েল মন্ডল সকল মৃত পরিবারের স্বজনদের সাথে নিয়ে প্রার্থণা করেন। এ অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন এলাকার খ্রিষ্ট সম্প্রদায়ের লোকজন সমবেত হন। সকলেই এ আনুষ্ঠানিকতা শেষ করে খ্রিষ্ট প্রসাদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে খ্রিষ্ট গুরু দানিয়েল মন্ডল সকলের উদ্দেশ্যে বলেন, যারা পাতালে চলে গেছেন মৃত সে সকল ব্যক্তিদের জন্য আমরা প্রার্থণা করতে এসেছি। সেই সাথে আমাদেরকেও মৃত্যুর প্রস্তুতি নিতে হবে পাতালে ভাল থাকার জন্যই। তিনি বলেন, প্রতি বছর ২ নভেম্বর সকল মৃত লোকের পর্বদিন অর্থাৎ মৃত খ্রিস্টান ব্যক্তিদের জন্য যাগ, বিশেষ প্রার্থণার পাশাপাশি খ্রিষ্ট প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। এর আগে ১লা নভেম্বর সকল সাধু-সাধ্যিদের পর্ব পালন করা হয়েছে। তিনি আরো বলেন, সারা পৃথিবীতে এই দিনে মৃত খ্রিষ্টদের স্মরণে এই খৃষ্ট পর্বদিন পালিত হয়ে আসছে। #