ঢাকা অফিস।।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া, চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর।
শুক্রবার (২৬ অক্টোবর) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের ওপর মানুষের আস্থা আছে বলেই তিনবার ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবারও দেবে। কিন্তু যারা সন্ত্রাসী, খুনি, জনগণের অর্থ লুটপাটকারী, বোমা ও গ্রেনেড হামলাকারী এবং অর্থপাচারকারী জনগণ তাদের বিশ্বাস করে না, ভোটও দেবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় ব্যয় কমাতে হবে। এর জন্য সাদামাটা আয়োজন হবে। সম্মেলন প্রস্তুত কমিটি গঠনের নির্দেশ।
এর আগে ২০১৯ সালের ২০ ও ২১ তারিখ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সময় বেশ ঘটা করেই সম্মেলন করে দলটি। তবে এবার বৈশ্বিক কারণে সারা বিশ্বেই অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, যার ঢেউ লেগেছে বাংলাদেশেও। এ কারণে দলটি এবার সাদামাটাভাবেই সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।