মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় শরৎতের কাশফুলের বিশাল সমারোহের সৌন্দর্য্য দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। কেউ বন্ধুদের সাথে নিয়ে আবার কেউ আসছেন পরিবারসহ এ কাশবনে। কাশবনকে ঘিরে এখানে গড়ে উঠেছে মৌসুম ভিত্তিক এক অন্যরকম পর্যটন কেন্দ্র। কাশবনের আশপাশে বসছে বিভিন্ন ধরণের দোকানপাটও। প্রতিদিন দুরদুরান্ত থেকে আসা বিভিন্ন বয়সের মানুষের কোলাহলে মুখরিত মোংলার মেরিন ড্রাইভ সড়কের দুই পাশের এ কাশবন। কাশবনে ঘুরতে আসা দর্শনার্থীরা বাড়তি উপভোগ করছেন পশুর নদীতে সারি সারি জাহাজ, নদীটির পশ্চিম পাড়ে শেষ বিকেলের সূর্যাস্ত ও সুন্দরবনের অপরুপ সৌন্দর্য্যও। তবে দর্শনার্থীদের চলাচলের সুবিধার্থে মেরিন ড্রাইভ সড়কটি উচু ও টেকসই করে নির্মাণের নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ।
মোংলা পৌর শহরের মেরিন ড্রাইভ সড়কটি ফেরিঘাট থেকে চলে গেছে কাইনমারী স্লুইসগেইট পর্যন্ত। এ সড়কের একপাশে পশুর নদী আর অন্য পাশে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল। এই দুই নদীর পাড়েই ফেলা ড্রেজিংয়ের বালুর বিশাল এলাকা জুড়ে এখন কাশবনের হাতছানি। মেরিন ড্রাইভ সড়কের দুই পাশ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, নেভীর ক্যাম্পসহ আশপাশ এলাকা জুড়ে কাশফুলের এক বিশাল সমরোহের সৃষ্টি হয়েছে। আর কাশফুলের এ অপরুপ সৌন্দর্য্য দেখতে প্রতিদিন মোংলা ছাড়াও পাশের উপজেলা দাকোপ, রামপাল, মোড়েলগঞ্জের লোকজন ছুটে আসছেন এখানে। এ কাশবনে বেড়াতে ও ঘুরবে আসছেন বিভিন্ন বয়সেরই মানুষ। তাদের মধ্যে কেউ আসছেন বন্ধু-বান্ধবীদের নিয়ে, কেউ আবার পরিবার নিয়ে। যারাই আসছেন তারাই সেখানে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করছেন। সেই সাথে এ কাশবনে কেউ কেউ গাইছেন গান, কেউ করছেন টিকটক আবার কেউ তৈরি করছেন ভিডিও কনটেন্টও। আর কাশবনে এসে সেলফিসহ একে অপরের ছবি তুলে ফ্রেমবন্দি হচ্ছেন।
কাশবনকে ঘিরে এ জায়গা এখন এখানকার মানুষের কাছে বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ মেরিন ড্রাইভ সড়কে এসে একদিকে যেমন কাশবন, তেমনি অন্যদিকে পশুর ও মোংলা নদীতে সারি সারি জাহাজ এবং সুন্দরবনের দৃশ্য দেখার সুযোগ পাচ্ছেন। এযেন একের ভিতরে তিন। তাই প্রতিদিন লোকজনের ভিড় লেগে থাকলেও শুক্রবার ছুটির দিনে তা বেড়ে যায় আরো কয়েকগুণে। দর্শানার্থীদেরকে ঘিরে মেরিন ড্রাইভ সড়কের দুইপাশে গড়ে উঠেছে বিভিন্ন ধরণের খাবার ও খেলনার দোকানপাটও।
মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, মেরিন ড্রাইভ সড়কের শরৎতের কাশবনে আসা বিনোদন প্রিয় মানুষের নির্বিঘ্ন যাতায়াতের জন্য সড়কটি আরো উচু ও টেকসই করে নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, মেরিন ড্রাইভ সড়ক ও বিশাল কাশবন এখন এক অন্যরকম পর্যটন স্পট হিসেবে পরিণহ হয়েছে। তাই প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এ সড়কটি উচু ও সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। শীঘ্রই এর কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।
মোংলা এমনিতেই পর্যটন নগরী। এ মোংলাতেই রয়েছে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এছাড়া এ বন্দর ও পৌর শহরের চারপাশে রয়েছে সরকারের মেগা মেগা প্রজেক্ট, যা দেখার জন্যও দুরদুরান্ত থেকে প্রতিনিয়তই লোকজন এসে থাকেন এখানে। আর মোংলাতেও রয়েছে পার্কসহ মেরিন ড্রাইভের মত বিনোদন কেন্দ্র। আগামীতে এ পর্যটন নগরী আরো বেশি সমৃদ্ধি অর্জন করবে এমনি প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।