যশোর অফিস।।
যশোরে মো. রনি হোসেন (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮ টার দিকে শহরতলির চাচড়া ব্রম্মন পাড়া শ্মশানের পাশ থেকে লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত রনি চাচড়া হঠাৎপাড়া প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়র প্রকল্পের বাসিন্দা বাবু মিয়ার ছেলে।
নিহতের পরিবার এবং স্থানীয়রা খুলনাঞ্চলকে জানান, গতকাল সন্ধ্যায় আতিয়ার তার বাসা থেকে ডেকে নিয়ে যায়।এর পরে তাকে আর খুজে পাওয়া যায়নি। আজ রাতে শশ্মানের পাশে ডোবায় তার লাশ পাওয়া যায়।
অপর একটি সুত্র বলছে স্থানীয় নুরু মিয়া ওরফে মহুরী নুরুর নেতৃত্ব লিটন,কাজল, ইমরুল ও আতিয়ারের নেতৃত্ব কয়েক জন বাবুকে গলা কেটে লাশ শ্মশানে পাশে ফেলে রেখে যায়।
জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম খুলনাঞ্চলকে বলেন, ইমরুজ হত্যাকান্ডের প্রতিশোধ নিতে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে আছে।