পাইকগাছায় ১৫৪টি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় সভা 

17
Spread the love

 

খবর বিজ্ঞপ্তি।।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা শেষে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ উৎসবকে কেন্দ্র করে পাইকগাছা উপজেলায় ১৫৪ পূজামন্ডপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে বরাদ্দকৃত জিআর চাল বাবদ ১৮হাজার টাকা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু’র ব্যক্তিগত তহবিল থেকে মন্দির প্রতি নগদ ১হাজার টাকা ও উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু’র পক্ষ থেকে ১০হাজার টাকা প্রদান করা হয়। এ সময় প্রত্যেকটি পূজামন্ডপে একটি করে সিসি টিভি লাগানোর নির্দেশনা ও প্রদান করা হয়। পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন কুমার সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলার ১৫৪টি মন্দিরের সভাপতি /সম্পাদকের হাতে এ অনুদান তুলে দেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। অনুদান বিতরণকালে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, এ দেশে হাজার বছরের গড়ে ওঠা সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো অপশক্তি যাতে নস্যাৎ করতে না পারে সেজন্য সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। বর্তমান সরকার সকল সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও মানুষে মানুষে সৌহার্দে বিশ্বাসী। এ বিশ্বাসকে উপজীব্য করেই প্রতি বছর আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন এবং এর কোনরূপ বিঘ্ন যেন না ঘটে সে জন্য প্রশাসনের পাশাপাশি দায়িত্বশীল নাগরিকদেরও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, ওসি তদন্ত রফিকুল ইসলাম, এসময় আরও উপস্থিত ছিলেন ১০ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভাসহ ১০ ইউনিয়নের ১৫৪টি মন্দিরের সভাপতি, সম্পাদক এবং বিভিন্ন পূজামন্ডপের নেতৃবৃন্দ ও পূজারীবৃন্ধরা।