রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ ৬ ডাকাত আটক

2

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি) থেকে চুরি হওয়া লোহার পাইপসহ ৬ ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার ভোরে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মেসার্স রিমন ট্রেডার্স নামক রাইস মিলের পাশে একটি ইঞ্জিনচালিত নৌকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২২০ কেজি লোহার পাইপ, একটি ইঞ্জিনচালিত নৌকা, ৯টি মুঠোফোন ও পালিয়ে যাওয়া এক ব্যক্তির একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- কবির শেখ (৪২), বাবু শেখ (২৬), জাবের শেখ (২৫), মহসিন গাজী (২৪), মিকাইল শেখ (২২) ও আবু হুরাইরা মোল্লা (২৪)। আটককৃতদের বাড়ি খুলনার দাকোপ ও বাগেরহাটের রামপাল উপজেলায়।

এদিকে একই দিন ভোরে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড) থেকে চুরি হওয়া ৪৩টি জিআই পাইপ জব্দ করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে বিদ্যুৎ কেন্দ্রের ৩নং পোস্টের কাঁটাতারের বাইরের জঙ্গলের মধ্যে পাচারের উদ্দেশ্যে এসব পাইপ উদ্ধার করা হয়। উদ্ধার করা পাইপের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ পনেরো হাজার টাকা।

আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ৪৩টি জিআই পাইপ জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, শুক্রবার রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত গানাত্রা হেভি লিফটারস কোম্পানির ৫ নম্বর ইয়ার্ড থেকে ১ হাজার ২২০ কেজি ওজনের ২৯টি লোহার পাইপ চুরি হয়েছে বলে আমাদের জানানো হয়। র‌্যাবসহ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। বটিয়াঘাটা এলাকা থেকে চোরাইমালসহ ৬ ডাকাতকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।