বেনাপোল (যশোর) প্রতিনিধি।।
যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার নিজামপুর ইউনিয়নের কন্দপপুর গ্রামে দশম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়িতে একা পেয়ে এ গণধর্ষণের ঘটনা ঘটে।
ভিকটিম তরুণী আহতাবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করছে। পুলিশ এ ঘটনায় একই গ্রামের জাহান আলীর ছেলে মো. নাসিম (২৭), নিজাম চৌকিদারের ছেলে নুরুজ্জামান (২৬) ও ফটিকের ছেলে মো. সাকিবকে (২৫) গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় ভিকটিমকে বাড়িতে একা পেয়ে অভিযুক্তরা জোর করে বাড়িতে প্রবেশ করে তাকে গণধর্ষণ করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, দশম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে শার্শা থানায়।