খুলনাঞ্চল রিপোর্ট।।
প্রকাশ্য রাস্তায় গুলি করে এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাবনা সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়ী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম সাইদার মালিথা (৫০)। তিনি পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন। নিহত সাইদার হেমায়েতপুরের কাবলিপাড়ার মৃত হারান মালিথার ছেলে। পেশায় তিনি সোলার প্যানেলের ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার, এলাকাবাসী জানায়, জুম্মার নামাজের ঠিক কয়েক মিনিট আগে মসজিদের উদ্দেশে আসছিলেন সাইদার। এ সময় নজুর মোড়ের একটি চায়ের দোকানে কয়েকজনকে সঙ্গে নিয়ে বসেছিলেন। তখন কয়েকজন দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে। সাইদারের সঙ্গীরা দৌড় দিয়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গুলি করে চলে যায়।
পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় সাইদারকে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে নিহতের লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।