পি কে অলোক,ফকিরহাট।।
কৃষি মন্ত্রনালয়ের সাবেক মহা-পরিচালক কৃষিবিদ ড, আব্দুল হামিদ বলেছেন, সারা বাংলাদেশের মধ্যে ফকিরহাটের বেতাগা সত্যিই একটি রোল মডেল। তারা কৃষিতে বেতাগা গ্রামের যে পরির্বতন এনেছেন তা দেখে আমরা অভিভুত হয়েছি। এখানের নারী ও পুরুষেরা মিলে মিশে একসাথে কৃষি কাজ করে যে উন্নতি সাধন করেছেন তা বাংলাদেশ আর কোন জায়গায় আছে বলে আমার মনে হয়না। নারী ও পুরুষেরা মিলে-মিশে কৃষি কাজ করেছেন বলেই আজ আমাদের দেশ খাদ্যে সয়ংসম্পুর্নতা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বৃহস্পতিবার (৮ সেপ্টেরম্বর) দিনব্যাপী বাগেরহাটের ফকিরহাট উপজেলার অর্গানিক বেতাগায় এসএসিপি প্রকল্পের শতাধিক কৃষক/কৃষানীদের সাথে একান্ত মতবিনিময় সভা ও নিরাপদ সবজির ক্ষেত পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন সারা বাংলাদেশের মধ্যে বেতাগা সত্যিই একটি রোল মডেল। আর সেটির আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে মৎস্য ঘেরের ভেড়ীবাঁধের উপর নিরাপদ সবজি উৎপাদন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আমেরিকার ক্যান্টি ডিরেক্টর ও ট্রিম লিডার ড, ডন গ্রিনবাগ ও জাপানির ক্যান্টি ডিরেক্টর ড. সান্তুনু আবে। বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, এসএসিপি প্রকল্পের উপ-সচিব ড, রাজু আহম্মেদ, সিনিয়র সায়েন্টিফিক অফিসার (খুলনা অঞ্চল-বারী) মোঃ কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান, পিএসও কম্পোনেন্ট ডিরেক্টর কৃষিবিদ ড. পরিমল চন্দ্র সরকার, জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোতাহার হোসেন, বিএডিসির প্রকৌশলী রেজাউর রহমান, প্রধান বৈজ্ঞনিক কর্মকর্তা ড. মোঃ হারুনার রশিদ, এসএসিপির সিনিয়র মনিটরিং কর্মকর্তা হাবিবুর রহমান ও সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন। এর আগে অতিথিবৃন্দরা ভেড়ার খামারের সামনে অবিস্থত ড্রাগন বাগান, বেতাগার শান্তি রানী দাশের গ্রান্ট র্ভামি কম্পোষ্ট ও ধনপোতার খড়িবুনিয়া বিলের উচ্চ মুল্যের ফলনশীল বিভিন্ন সবজি চাষ প্রকল্প পরিদর্শন করেন এবং বিভিন্ন কৃষক/কৃষানীদের সাথে সরাসরি মতবিনিময় করে তারা সন্তোষ প্রকাশ করেন।