রওশন এরশাদকে সরাতে চায় জাতীয় পার্টি

1
Spread the love

 

ঢাকা অফিস।।

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার পদ থেকে রওশন এরশাদকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। তার পরিবর্তে গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে সংসদের বিরোধীদলীয় নেতা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিরোধীদলীয় নেতার পদে জি এম কাদেরকে মনোনয়ন দিতে সংসেদর স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ইতোমধ্যে চিঠি দিয়েছে জাপার সংসদীয় দল।

আজ বৃহস্পতিবার বিকেলে জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রওশন এরশাদ জাপার কাউন্সিল ডাকার এক দিনের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হলো।

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, বিরোধীদলীয় নেতা অনেকদিন ধরে অসুস্থ। তিনি স্বাস্থ্যগত কারণে সংসদেও ঠিকমতো আসতে পারছেন না। এ জন্য সংসদীয় দল এই সিদ্ধান্ত নিয়েছে।

চুন্নু বলেন, ‘পার্টির সংসদীয় দলের বৈঠক করেছি আমরা। সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্তের কথা স্পিকারকে জানিয়েছি। ওই বৈঠকে ২৬ জন এমপির মধ্যে ২৩ জন উপস্থিত ছিলেন এবং একজন টেলিফোনে তার সম্মতির কথা জানিয়েছেন।’

জাপা মহাসচিব জানিয়েছেন, আজ সংসদ অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির সময় তিনিসহ বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য সালমা ইসলাম, ফখরুল ইমামসহ ৬-৭ জন সংসদ সদস্য দলের সংসদীয় দলের সিদ্ধান্তের কথা স্পিকারকে জানান।

জাপার সংসদীয় দল রওশনকে সরিয়ে জি এম কাদেরকে বিরোধীলীয় নেতা করার সিদ্ধান্ত নিলেও তা অনুমোদন দেওয়ার এখতিয়ার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর। তবে দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য কোনো সিদ্ধান্ত নিলে স্পিকার সাধারণত সেটি অনুমোদন করেন।