নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে পুলিশের গুলি আহত শতাধিক, নিহত ১

0

ঢাকা অফিস।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ ক্লাবের সামনে থেকে র‍্যালি বের হওয়ার পর পুলিশের বাঁধার মুখে পড়ে। এসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় শহরের ২নং রেল গেইট এলাকা। পুলিশ টিয়ারসেল নিক্ষেপসহ গুলি চালায়। এই সংঘর্ষে শাওন (২০) নামে একজন নিহত হয়েছেন। শাওন যুবদলের রাজনীতি করতেন। এসময় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ফরিদ সিকদারসহ অনেকে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্য রুহুল আমিন সিকদার।

নগরীর চারিদিক দিয়ে বিএনপি’র নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছুঁড়ছে পুলিশ।

পুলিশ জানায়, বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভবে ইটের টুকরা বস্তায় করে নিয়ে আসে, যা ব্যবহৃত হচ্ছে শহরের প্রতিটি পয়েন্ট থেকে।

দুপুর পৌনে ১২টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলার খবর পাওয়া গেছে।