ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকার তিনদিন পর প্রাণে রক্ষা পেলো ১৩ জেলে

4
Spread the love

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব সুন্দরবন বিভাগের শ্যালা চর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ট্রলার থেকে ১৩ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান জানান, ইঞ্জিন বিকল হয়ে শ্যালার চরে ভাসতে থাকা এফ,বি ‘ছোট হুজুরের দোয়া’ ট্রলারের জেলেরা রবিবার রাত ১১টার দিকে ৯৯৯ নম্বরে কল দিয়ে তাদের বিপদের কথা জানান। এরপর ৯৯৯ নম্বর থেকে বার্তা আসে উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ডের কাছে। কোস্ট গার্ড এ বার্তা পাওয়ার পর সোমবার সকাল ৮টা ৫ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছে ওই ট্রলার থাকা ১৩ জেলে-মাঝিমাল্লাকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া জেলেদের উদ্ধৃতি দিয়ে কোস্ট গার্ড আরো জানান, ‘ছোট হুজুররে দোয়া’ নামের এ ফিশিং ট্রলারটি গত ১২ আগস্ট পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজলো থেকে ১৩ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে আসেন। এরপর ১৩ আগস্ট সকাল ৯টার দিকে তাদের ফিশিং ট্রলারটির ইঞ্জনি বিকল হয়ে পড়ে। এরপর ওই ট্রলারটি ভাসতে ভাসতে শ্যালার চর এলাকায় চলে আসে। তখনই তারা ৯৯৯ নম্বরে ফোন করে তাদরে ইঞ্জনি নষ্ট হয়ে ভাসমান অবস্থায় আছেন বলে জানান। তারপর খবর পেয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর সোমবার সকাল ৯টা ৫০ মিনিটের সময় অপর আরেকটি ট্রলারের সহায়হায় তাদেরকে শরণখোলায় পাঠানো হয়েছে। ওই ট্রলারের সকল জেলেরা সুস্থ রয়েছেন বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।