ফরিদপুরে গোখরা সাপের ৫০ বাচ্চা উদ্ধার

0

 

ফরিদপুর প্রতিনিধি।।

 

ফরিদপুরে ৫০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের টেপাখোলা এলাকা থেকে ওই বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, জেলা শহরের টেপাখোলা এলাকায় চাঁদপুর থেকে আসা এক যুবক সাপের বাচ্চাগুলো নিয়ে লোকজনের কাছ থেকে টাকা তুলছিল। বিষয়টি ভালো মনে হয়নি। এ কারণে বন বিভাগকে ফোন দিয়ে অভিযোগ করা হয়। পরে বনবিভাগের লোক এসে সাপগুলো নিয়ে যায়।

ফরিদপুর বন বিভাগের ফরেস্টার জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা ৫০টি সাপের বাচ্চা উদ্ধার করি। বাচ্চাগুলো গোখরা সাপের। আমরা বিষয়টি বন্যপ্রাণী বিভাগকে জানিয়েছি। আগামীকাল (বুধবার) বন্যপ্রাণীর লোক এসে নিয়ে যাবে। বর্তমানে সাপের ছানাগুলো আমাদের হেফাজতে রয়েছে।

তিনি জানান, যে যুবকের কাছ থেকে সাপের ছানাগুলো উদ্ধার করা হয়েছে, সে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার পরিবার সাপুরিয়া পেশার সাথে যুক্ত।