ইসলামী যুব আন্দোলনের আলোচনা সভা আজ: প্রধান অতিথি চরমোনাই পীর
খবর বিজ্ঞপ্তি
আজ সোমবার (৮ আগষ্ট) সকাল ৯ টায় খুলনা প্রেস ক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে মাদক ও সন্ত্রাস বিরোধী এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মাণে যুবকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন এর সেক্রেটারী জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, শেখ হাসান ওবায়দুল করিম, মুফতি গোলামুর রহমান, মুফতি রবিউল ইসলাম রাফে, এস এম আবুল কালাম আজাদ, মোঃ মঈন উদ্দীন। সভাপতিত্ব করবেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম। আজকের আলোচনা সভায় সকল যুবক ভাইদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শুক্রবার
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আগামী শুক্রবার সকাল ১০টায় ‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হবে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজক। ফাউন্ডেশনের নগর শাখার সভাপতি ও খুবি’র উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ গ্রন্থটি সম্পাদনা করেছেন। প্রকাশক ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী।
কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব এ অনুষ্ঠানের বিশেষ অতিথি।
গ্রন্থে তিন পর্বে ৫২টি প্রতিবেদন, নিবন্ধ ও সাক্ষাৎকার বা অভিমত প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য প্রবন্ধগুলো হচ্ছে : সম্ভাবনার নতুন অধ্যায়ে বাংলাদেশ, খুলে গেল দখিনের দুয়ার, বাঙালির অহঙ্কার পদ্মা সেতু : শুরু থেকে শেষ, পদ্মার আলোয় আলোকিত মাওয়া থেকে জাজিরা, পদ্মা সেতুতে গাড়ি চলাচলের গতিসীমা ৬০ কি.মি., নদীর নামেই পদ্মা সেতুর নামকরণ, উদ্বোধন ২৫ জুন, ভোমরা হবে আমদানী রপ্তানীর সিংহদ্বার, কলকাতা থেকে ঢাকা : কমেছে সময় ও দূরত্ব, দক্ষিণাঞ্চলের কৃষি উন্নয়নের সিড়ি পদ্মা সেতু, উন্নয়নের মাইলফলক পদ্মা সেতু, পদ্মা সেতু ও পর্যটন সম্ভাবনা : আমাদের সক্ষমতা, এবার স্বপ্ন পৌঁছে যাবে বাড়ি, পদ্মা সেতু বাংলাদেশের গর্ব, আমাদের অহংকার, যোগাযোগে পরিবর্তনের পাশাপাশি নিরসন হবে আঞ্চলিক বৈষম্য, রূপসা থেকে পদ্মা, স্বপ্নের পদ্মা সেতু আধুনিক বাংলাদেশের সক্ষমতার প্রতীক, পদ্মা সেতু ও দক্ষিণাঞ্চলের নারীজীবন, বঙ্গমাতা, রুবাইয়াতে পদ্মা সেতু ইত্যাদি।
গ্রন্থটিতে যাদের প্রবন্ধ, সাক্ষাৎকার বা অভিমত প্রকাশিত হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন : উপদেষ্টা ড. মসিউর রহমান, কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুস সালাম মূর্শেদী ও মোঃ আক্তারুজ্জামান বাবু, খুবি’র সাবেক উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান, খুবি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, কুয়েট উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন, খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শহীদুর রহমান খান, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: বজলার রহমান, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, খুবি প্রফেসর ড. মো: ওয়াসিউল ইসলাম, প্রফেসর ড. মো. নাসিফ আহসান, প্রফেসর ড. তুহিন রায় ও মামুন অর রশিদ, ড. খ. ম. রেজাউল করিম, অধ্যাপক জাফর ইমাম, অধ্যাপক ড. বামুদেব চন্দ্র ঘোষ, উপসচিব ও কনসালটেন্ট এটুআই জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা চেম্বার সভাপতি কাজী আমিনুল হক, সাংবাদিক কাজী মোতাহার রহমান, শেখ দিদারুল আলম, সানোয়ার পারভেজ ও মোহাম্মদ মিলন, খুলনা বারের সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, এ্যাডভোকেট ফরিদ আহমেদ, শিক্ষাবিদ গাজী আবদুল্লাহহেল বাকী, মিনু মমতাজ, এম এ মান্নান বাবলু, আসিফ আলতাফ প্রমুখ।
‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু’ গ্রন্থের সম্পাদক গাজী আলাউদ্দিন আহমদ ১৯৭৩ সালের ৩১ অক্টোরব ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। খুলনার একজন গণমাধ্যমসেবী হিসেবে তাঁর রয়েছে প্রায় তিন দশকের অভিজ্ঞতা। এ দীর্ঘ সময়ে তিনি কাজ করেছেন বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে। তাঁর একমাত্র বড় ভাই প্রফেসর জালাল উদ্দিন আহমদ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুখ্যাতির সাথে চাকুরি জীবন শেষে অবসর যাপন করছেন।
বইটির মুখবন্ধ লিখেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার মোহাম্মদ মাজহারুল হান্নান। সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু’ গ্র্রন্থটির প্রকাশনার উদ্যোগ গ্রহণ করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী ও বিশিষ্ট গণমাধ্যমসেবী গাজী আলাউদ্দিন আহমদ নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ করেছেন।
এতে পদ্মা সেতু নির্মাণের পটভূমি, ইতিহাস, পরিকল্পনা, পরিসংখ্যান, প্রযুক্তিগত বিষয়সমূহ ছাড়াও দেশের অবহেলিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে এর প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যসহ সচিত্র প্রতিবেদন থাকছে যা শিক্ষার্থী, শিক্ষক, অনুসন্ধানী গবেষক ও সাধারণ পাঠকদের তথ্য প্রাপ্তির উৎস্য হয়ে থাকবে।
সাংবাদিক গাজী মাকুলের বোনের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা (খুলনা) প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র কোষাধ্যক্ষ গাজী মাকুল উদ্দীনের ফুফাতো বোন এবং আটরা গিলাতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আনজিলা বেগম(৭০) শনিবার রাত সাড়ে ৮টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রবিবার সকাল ১০ টায় গিলাতলা গাজীপাড়ায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, জেলা তাঁতী লীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, শেখ জুলফিকার আলী ভুট্টো, আলহাজ্ব শেখ রুহুল আমিন, খানজাহান আলী থানা সংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ হাফেজ আহম্মেদ সরকার, সাইফুল্লাহ তারেক, গাজী সিরাজুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, শেখ হারুন অর রশিদ, মোল্লা হায়দার আলী, বিএনপি নেতা মিনা মুরাদ হোসেন, মোঃ ফরহাদ হোসেন, গাজী নাজিম উদ্দিন, মোল্লা সাইফুল ইসলাম, গাজী জিয়াউর রহমান,গাজী রিজাউল ইসলাম, শেখ কায়কোবাদ, গাজী আজিজুর রহমান, গাজী কামরুজ্জামান, গাজী ইমদাদুল হক পিন্টু, শেখ আমিন উদ্দিন, গিলাতলা গাজীপাড়া বায়তুন নাজাত জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ ইয়াসিন হুসাইন, গাজী জাকির হোসেন, গাজী সাজ্জাদ হোসেন সুজা, মোঃ লুৎফর রহমান,শেখ ইসলাম, খায়রুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজায় ইমামতি করেন মুফতি হাফেজ মোঃ আরিফুল ইসলাম।
কুয়েট ও এইচবিআরআই এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়ন সহযোগিতার জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এবং হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট রবিবার ঢাকায় অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। সভাপতিত্ব করেন এইচবিআরআই এর মাননীয় ডিরেক্টর জেনারেল মো. আশরাফুল আলম। এসময় কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ, প্রফেসর ড. কাজী আবু বকর মোহাম্মদ মহিউদ্দিন, প্রফেসর ড. সজল কুমার অধিকারী এবং এইচবিআরআই এর প্রিন্সিপাল রিসার্চ ইঞ্জিনিয়ার, সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার, রিসার্চ ইঞ্জিনিয়ার, রিসার্চ অফিসার, রিসার্চ এসোসিয়েট সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রূপসায় জাতীয় শোক দিবস পালনে নৈহাটি আ’লীগের প্রস্তুতি সভা
রূপসা প্রতিনিধ:
রূপসায় নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। গত ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় রূপসা বাস-মিনিবাস মালিক সমিতির সভা কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রকিব উদ্দিন, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দিন সজল, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান শেখ, শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রুহুল আমিন রবি। এ সময় উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল গফফার শেখ, যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, মাহফুজুর রহমান মাহফুজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ বেনজীর হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আফজালুল হক, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদকদের মধ্য থেকে ফ ম আইয়ুব আলী, মোঃ আব্দুস সালাম শেখ, মোঃ হারুন শেখ, মোঃ বাবর আলী, ইফতেখায়রুল আলম, মোঃ মামুন শেখ, সিদ্দিকুর রহমান সিদ্দিক, নাজির শেখ, জাকির হোসেন রাজু, ওলিয়ার রহমান, মোজাফফর হোসেন, কামাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার হাওলাদার, শ্রমিক লীগের সভাপতি জাহিদ হাসান, ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক আজিজ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাওন, ইউপি সদস্য মাসুম সরদার, আওয়ামী লীগ নেতা ইসরাফিল শেখ, মুস্তাক শেখ, শরিফুল ইসলাম, নুর ইসলাম, মন্টু হাওলাদার, আব্দুল আজিজ প্রমুখ।
পাটকেলঘাটায় দোকান বন্ধের নির্দেশ ছোট দোকানদাররা মানলেও গুরুত্ব দিচ্ছে না বড় ব্যবসায়ীরা
এস.এম মজনু, পাটকেলঘাটা
সরকার বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ের জন্য রাত ৮ টার পর দোকান পাট বন্ধ রাখার নির্দেশ দেন। এছাড়া তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস গত সপ্তাহে পাটকেলঘাটা বাজারে মাইকিং করে ঘোষনা দিলেও প্রভাবশালী ব্যবসায়ী ও কিছু পাতি নেতারা এই নির্দেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট খাট ব্যবসায়ীরা। কিছু বড় ব্যবসায়ীরা সামনের দরজা বন্ধ করলেও পিছনের দরজা দিয়ে বিক্রয় কার্যক্রম অব্যাহত রেখেছে। এদিকে ছোট চা স্টল ব্যবসায়ীদের পিছনে কোন দরজা না থাকায় তাদের দোকান বন্ধ রাখতে হয় অবধারিত। কারণ ছোট দোকান ব্যবসায়ীদের প্রশাসনের ভয় বেশী। আর বড় ব্যবসায়ীদের প্রশাসন কিছু বলতে সাহস করেন না। পাটকেলঘাটা বাজারে ছোট বড় মিলে প্রায় ২ হাজার দোকান রয়েছে। অধিকাংশ ছোট দোকান ব্যবসায়ীরা এই প্রতিনিধিকে বলেন বড় দোকানদাররা ৮টার পরও দোকান খুলে রাখছে। প্রশাসন তাদের কিছু বলেন না। অথচ আমাদের চা পানের দোকান এবং ছোট খাট দোকান বন্ধ করতে একটু দেরি হলে প্রশাসন আমাদের উপর ঝাপিয়ে পড়ে। বলফিল্ড বাস স্টান্ডের রনজিত সরকার নামের এক দোকানদার ক্ষোভ প্রকাশে বলেন বড় লোকদের পিছনে সবাই রয়েছে। আমাদের মত গরীবদের পিছনে কেও নেই।
পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের যাত্রী ছাউনিতে রাতভর চলছে নেশার আড্ডা
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের যাত্রী ছাউনের ভিতরে রাত ৯ টার পর বহিরাগত যুবকেরা ফেন্সিডিল ও ইয়াবা সেবন করে মাতলামি করে বলে এলাকাবাসী জানান।
জানাগেছে প্রতিদিন রাত ৯ টার পর বহিরাগত যুবক সহ এলাকার কিছু আলালের দুলালেরা একযোগে পালসার, এ্যাপাসি, এফজেড মটরসাইকেল চড়ে এসে এরা মরন নেশা সেবন করে। পাশে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পুলিশ ডিউটিরত থাকলেও এদিকে কোনো খেয়াল রাখেন না। এলাকার দোকানদাররা এদের কিছু বলতে সাহস পায়না। কারন এরা সংখ্যায় বেশি। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
বাগেরহাটে দুই কোটি টাকা ব্যায়ে নির্মাণাধীন ব্রিজ হুমকির মুখে
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জের খাউলিয়া ও সদর ইউনিয়নের সিমান্তবর্তী দুই কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজটি হুমকির মুখে। ব্রিজের এপ্রোজ রোড (ইউং ওয়াল) ৬ মাসের ব্যবধানে আবারও ভেঙ্গে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। একাধিকবার সংস্কার করেও অর্থ বরাদ্দ আসছে না কোন কাজে। ঝুঁকি নিয়ে চলছে নানা যানবাহন। যে কোন সময় ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিনে জানা গেছে, ২০০৮-২০০৯ অর্থ বছরে আর ডিআইপি-২৫ প্রকল্পের মাধ্যমে প্রায় ২ কোটি টাকা ব্যায়ে নির্মিত হয় উপজেলার মোড়েলগঞ্জ সদর ও খাউলিয়া দুটি ইউনিয়নের সীমান্তবর্তী জনগুরুত্বপূর্ন সংযোগ ব্রিজ। গত ২ বছর পূর্বে দুই পারের সংযোগে একবার অর্থ বরাদ্দে সংস্কার হয়। পরবর্তীতে গাবতলা অংশের সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় পুনরায় চলতি বছরের মার্চ মাসে উপজেলা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক এডিপির বরাদ্দে ১ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে সড়কটির এপ্রোজ রোড মেরামত করা হলেও ৪ মাসের ব্যবধানে নতুন করে এক সপ্তাহ পূর্বে বড় ফাটল সৃষ্টি হয়ে ভেঙ্গে পড়েছে সদর ইউনিয়নের গাবতলা পাড়ের একটি অংশ। চলাচলের অনুপযোগী হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত পথচারি ও পরিবহন। ভারি যান বাহন চলাচল নিষিদ্ধ সাইনবোর্ড টানিয়েছেন কর্তৃপক্ষ।
ব্রিজের দু’পাড়ের স্থানীয় গ্রামবাসিরা জানান, পানগুছি নদীর অব্যাহত ভাঙ্গন ও পূর্ণিমার জোয়ারের অতিরিক্ত স্রোতে রাস্তাটির মাটি ভেঙ্গে পড়ে। চলাচলের অনুপযোগী হওয়ায় স্থানীয় ভ্যান ও ভাড়ায় চালিত মটর সাইকেল ড্রাইভাররা কিছু মাটি ও ইট ভাংগা দিয়ে কোন মতে চলাচল করছে। রাস্তা সংস্কারের নামে ধুলোবালি দিয়ে তার ওপর আনুমানিক ৫ শ’র মতো ইট দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হোসেন জানান, সংস্কারের কাজটি তার ওয়াডের্র হলেও তিনি এ কাজ সম্পর্কে কিছু জানেন না। সদরইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, এ কাজের বিষয় তার কিছু জানা নেই।
উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, রাস্তা সংস্কারের জন্য এডিপির ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্ধ ছিল। সংস্কার কাজটি উপজেলা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন পর্যায়ে পিআইসির কমিটি কাজটি করেন। নতুন ভাঙ্গনের বিষয়ে ইতোপূর্বে জেলা নির্বাহী প্রকৌশলী ও বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল দু’ দফায় সরেজমিন পরিদর্শন করেছেন। আগামি সপ্তাহে উর্দ্ধতন কর্তৃপক্ষের আরও একটি প্রতিনিধি দল সরেজমিনে আসার কথা রয়েছে।
বাগেরহাটে মাছে কৃত্তিম রং, দুই ব্যবসায়ীকে জরিমানা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে সামুদ্রিক মাছে মানব দেহের জন্য ক্ষতিকর রং মেশানোর অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (০৭ আগস্ট) সকালে বাগেরহাট শহরের কেবি বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন।এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাগেরহাটের নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং বাগেরহাট জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, বাগেরহাটের মৎস্য ব্যবসায়ী মোঃ আবুল কালাম ও এমাদুল সরদার।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ক্ষতিকর রাসায়নিক রং মিশিয়ে মাছ রঙ্গিন করে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগে কেবি বাজারে অভিযান চালানো হয়। এসময় দুই ব্যবসায়ী সামুদ্রিক মৎস্য আড়ত কেবি থেকে মাছ ক্রয় করে রাস্তার পাশে বসে সাদা রঙের জাভা, ভোলা ও তুলার ডাটি মাছে ক্ষতিকর রাসায়নিক রং মেশাতে দেখা যায়। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এই অপরাধে ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
আন্তর্জাতিক জনসেবা দিবসে বাগেরহাটে আলোচনা সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে আলোচনাসভা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার সকালে দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থার বাস্তবায়নে দশানীস্থ বাধন মানব উন্নয়ন সংস্থার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আজগর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এ সময় বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বখসি, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন, বাঁধনের নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন, এ্যাকশন এইড বাংলাদেশ এর প্রতিনিধি ওবায়দুল্লাহ আল ইমন, বাঁধনের প্রকল্প সমন্বয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম রিতুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পাঠশালা বিদ্যালয়ের অপসারিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্যায়ভাবে পদ গ্রহণের অভিযোগ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট শিশু কল্যান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (পাঠশালা)-এর সাবেক প্রধান শিক্ষক অসীম কুমার ভট্টাচার্যের বিরুদ্ধে অন্যায়ভাবে পদ গ্রহনের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে অতিদ্রুত বহিস্কৃত এই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রহিমা খাতুন।
লিখিত বক্তব্যে সহকারি শিক্ষক রহিমা খাতুন বলেন, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ পরিচালিত শিশু কল্যান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেন অসীম কুমার ভট্টাচার্য । কিন্তু বিদ্যালয়ের একজন অভিভাবকের অভিযোগের ভিত্তিতে ২০২০ সালের ৩০ এপ্রিল তৎকালীন কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম প্রধান শিক্ষক অসীম কুমার ভট্টাচার্যকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেন। তারপর থেকে আমি (রহিমা খাতুন) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু গেল ৩০ জুলাই হঠাৎ করে কাড়াপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহিতুর রহমান পল্টন বহিস্কৃত প্রধান শিক্ষক অসীম কুমার ভট্টাচার্যকে প্রধান শিক্ষকের চেয়ারে বসিয়ে দেন। অসীম কুমার ভট্টাচার্য কোন প্রকার প্রত্যায়ন ছাড়াই আমার কাছ থেকে বিদ্যালয়ের সবল কাগজপত্র বুঝে নেন। পরবর্তীতে অসীম কুমার ভট্টাচার্য আরও তিনজন লোক এনে তাদেরকে সহকারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে বলেন। এ বিষয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কোন সভা হয়নি। বিদ্যালয়ের সকল হিসাব, হাজিরা ও রেজিষ্ট্রার খাতা এখন অসীম কুমারের হেফাজতে রয়েছে। এসব নথি সরিয়ে আমাকে বিপদে ফেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে পূর্বের দায়িত্ব প্রদান করায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এই পরিস্থিতিতে বিদ্যালয় ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানান এই সহকারি শিক্ষক।
প্রধান শিক্ষক অসীম কুমার ভট্টাচার্য বলেন, রমিহা খাতুনের করা সব ধরণের অভিযোগ মিথ্যা। নিয়মকানুন মেনেই আমাকে প্রধান শিক্ষক হিসেবে পদায়ন করা হয়েছে।
কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান পল্টন বলেন, সব ধরণের নিয়ম মেনেই অসীম কুমার ভট্টাচার্যকে প্রধান শিক্ষক হিসেবে পদায়ন করা হয়েছে। এ সংক্রান্ত সব ধরণের রেজুলেশন ও নথি রয়েছে। রহিমা খাতুনের অভিযোগের সত্যতা নেই।
বাগেরহাটে পিটিয়ে হোটেল মালিকের হাত ভেঙ্গে দিলো ভোক্তা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে ২০ টাকা খেয়ে ১ হাজার টাকার নোট দেয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বৃদ্ধা হোটেল মালিক পারুল বেগম (৫৫)কে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে এক গ্রাহকের বিরুদ্ধে। শুক্রবার (৫ আগষ্ট) বাগেরহাট সদর উপজেলার দড়াটানা ব্রিজের নিচে মেরিন ইনস্টিটিউট এর সামনে “আন্টির হোটেল” নামের একটি খাবার হোটেলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পারুল বেগম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।
বৃদ্ধা পারুল বেগম বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে বেমরতা ইউনিয়নের বৈটপুর এলাকার বাসিন্দা ছোট খাঁ’র ছেলে উজ্জল খাঁ আমার হোটেলে ভাত খেতে আসে। এসময় ২০ টাকার ডাল ভাত খেয়ে উজ্জল ১ হাজার টাকার একটি নোট দেয়। খুচরা টাকা দিতে বললে উজ্জল আমার উপর ক্ষিপ্ত হয়ে হোটেলের পাশে থাকা লোহার রড দিয়ে আমাকে পিটাতে থাকে। এসময় আমি হাত দিয়ে ঠেকাতে গেলে পিটুনির আঘাতে আমার ডান হাত ভেঙ্গে যায়। এসময় আমার হোটেলে থাকা কর্মচারী কহিনুর বেগম ঠেকাতে আসলে তাকেও পিটিয়ে আহত করে উজ্জল। পরে গুরুত্বর আহত অবস্থায় আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আমি সন্ত্রাসী উজ্জলের বিচার চাই।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম বলেন, হোটেল মালিককে মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুয়া, ইভটিজিং ও মাদক থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার প্রয়োজন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত আন্ত ওয়ার্ড ফুটবল প্রতিযোগিতার খেলা প্রতিদিনের ন্যায় আজও অনুষ্ঠিত হয়েছে।বিকাল ৪ টায় বাজুয়া এস এন কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।বাজুয়া ইউপি চেয়ারম্যাব মানস কুমার রায় বলেন মাদক মুক্ত দাকোপ গড়তে হলে তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। জুয়া, ইভটিজিং ও মাদকের কবল থেকে রক্ষা করতে যুব সমাজের রক্ষায় বিভিন্ন বিনোদন ফুটবল খেলা সহ নানান ধরনের খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শরীরিক ও মানসিক বিকাশ ঘটে, লেখাপড়ায় অগ্রাধিকার দিয়ে খেলাধুলার প্রতি সকলের মনোযোগী হওয়া প্রয়োজন। খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্থ করে তুলে। খেলার মাধ্যমে ভাল খেলোয়াড় তৈরি হলে তারা দেশে বিদেশে সুনাম বয়ে আনতে পারবে। তাই লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে ফুটবল খেলা শুরু হওয়ার আগে তিনি যুবকদের উদ্দেশ্য এসব মন্তব্য করে। তিনি আরো বলেন, একটি সুস্থ জাতি দেশের উন্নয়নের অন্যতম নিয়ামক। সুস্থতা রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীসহ যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। এ জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে দুরে রাঘতে এই প্রচেষ্টা। আজকের খেলায় বাজুয়া ১ ও ৩ নং ওয়ার্ড এবং ৭ নং ওয়ার্ডের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩-২ গোলে ৭ নং ওয়ার্ডকে পরাজিত করে ১ ও ৩ নং ওয়ার্ড জয়লাভ করে।
ডুমুরিয়ায় গলায় রশি দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় গলায় রশি দিয়ে পিন্টু বসু নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার মালতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মালতিয়া এলাকার মৃত নারায়ণ বসুর ছেলে পিন্টু বসু (৪৫) পারিবারিক কলহের জের ধরে ঘটনার দিন দুপুরে সকলের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দেয়। এরপর পরিবারের সদস্যরা মৃত অব¯’ায় তাকে দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। ঘটনার সঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
ডুমুরিয়ায় কুখিয়া প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের খাবার বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় কুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী কে দুপুরে খাবার বিতরণ করেছেন সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা শেখ এয়াকুব আলী। গতকাল রবিবার দুপুরে নিজস্ব অর্থায়নে স্কুলের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে স্বা¯’্য সম্মত খাবার বিতরণ করা হয়। তিনি প্রতি দুই মাস অন্তর অন্তর এ খাবার বিতরণ অব্যাহত রাখবেন বলে সকলকে আশ্ব¯’ করেন। খাবার বিতরণী অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষক দেবাশীষ চন্দ। উল্লেখ্য গত ৩১ জুন ওই বিদ্যালয়ের ভোজনাগারের উদ্বোধন করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
ডুমুরিয়ায় মাগুরখালী ইউপিতে উন্নয়ন সমন্বয় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারি উন্নয়ন সং¯’া রূপান্তরের অপরাজিতা প্রকলপের সহযোগিতায় মাগুরখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। ইউপি সচিব আবদুল হালিম শিকদারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র গাইন, মুক্তা রানী সরকার, ইউপি সদস্য লাভলী বিশ্বাস, স্বরসতি মন্ডল, প্রমিলা মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডল, আহম্মদ সরদার,এফ পি আই তুহিন চন্দ্র মল্লিক, এইচ এন্ড এফ ডব্লিউ সি ডাঃ সুদাস কুমার মন্ডল, আনসার দলনেতা সোনালী মন্ডল, মৎস্য লীফ অজয় কুমার রায় প্রমূখ।
মধ্যরাতের ভোটে নির্বাচিত সরকার মধ্যরাতে তেলের দাম বাড়িয়েছে: বকুল
।। খবর বিজ্ঞপ্তি।।
অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশন গঠন করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বর্তমান সরকারকে অতীত ইতিহাস থেকে শিক্ষা নেবার আহবান জানিয়ে বলেন, কোন স্বৈরশাসক চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি, আপনারাও পারবেন না। রহিম ও আলমের রক্তের ওপর দাড়িয়ে জনগণ ফুঁসে উঠেছে; জনরোষের মুখে সরকার পালানোর পথ খুঁজে পাবে না। তিনি বলেন, সরকারের তথাকথিত উন্নয়নের মিথ্যা ও কল্পকাহিনীর ফিরিস্তি শুনতে শুনতে দেশের মানুষ এখন ক্লান্ত ও বিরক্ত। এমনিতে দ্রব্যমূল্যের বেসামাল ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা, তার ওপর শুক্রবার মধ্যরাত থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ খেয়ে-পড়ে বেঁচে থাকার অধিকারটুকুও হারাতে বসেছে।
ভোলায় বিএনপি’র বিক্ষোভে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম এবং ছাত্রদল নেতা নূরে আলম নিহতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে রবিবার (৭ আগস্ট) বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল শেষে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বকুল আরো বলেন, মধ্যরাতের ভোটে নির্বাচিত সরকার মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগনের সামান্য খেয়ে পড়ে বেঁচে থাকার অধিকার টুকু কেড়ে নিয়েছে। ইতোমধ্যে কৃষকের সারের দাম বাড়িয়েছে। নিহত রহিম ও আলমের হত্যার বিচার বাংলার মাটিতেই হবে। খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, আবু হোসেন বাবু। মো. আবু সাঈদ শেখ ও আদনান ইসলাম দিপের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আজিজুল হাসান দুলু, শেখ সাদি, শেখ তৈয়েবুর রহমান, আশরাফুল আলম নান্নু, কাজী আফসার উদ্দিন মাষ্টার, মোল্লা ফরিদ আহমেদ, নাজমুল হুদা চৌধুরী সাগর, এস এম এনামুল হক, আজিজা খানম এলিজা, আক্তারুজ্জামান সজীব তালুকদার, ইসতিয়াক আহমেদ ইস্তি, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, বিএম আইয়ুব আহমেদ, শেখ মনিরুজ্জামান, মেছের আলী সানা, মো. সোহেল, লিটন শেখ, আমির মো. মেহেদী হাসান, আবুল হোসেন, মো. মাহফুজ খান, শফিকুল ইসলাম, মো. মফিজ, সোহাগ শিকদার, এস এম মুরাদ হোসেন প্রমূখ।
বিকাল সাড়ে ৪টায় রেলস্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। মিছিল চলাকালে রাস্তার দুইপাশে দাড়িয়ে শত শত সাধারন জনগন করতালি দিয়ে মিছিলের প্রতি সমর্থন জানান। মিছিলে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
পাইকগাছায় ব্যটারী চালিত ভ্যানসহ দুই চোর আটক
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় ব্যটারী চালিত ভ্যানসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় চুরি মামলা হয়েছে। আটক ওই চোরদের রবিবার সকালে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গত শনিবার রাতে পৌরসভার বাতিখালীর মৃত্যু জালাল সানার ছেলে ফরহাদ সানা(২৭), ও উপজেলার লতা ইউনিয়নের হাড়িয়া গুচ্ছ গ্রামের নজরুল গাজীর ছেলে খায়রুল ইসলাম (১৯) লস্কর ইউনিয়নের স্বরখোলা শফিকুল সরদারের ব্যাটারী চালিত ভ্যান চুরি করে। চোরেরা ভ্যান নিয়ে উপজেলার কাশিম নগরস্থ একটি ওয়ার্কশফের সামনে থেকে রাতে আটক করা হয়। চোর ফরাদ সানার নামে থানায় মাদক,চুরিসহ ৯ টি মামলা রয়েছে। পাইকগাছা থানার পুলিশ পরির্শক(তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ফরাদ ও শফিকুল দির্ঘদিন চুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে আসছিলো। গত শনিবার চুরির মালামাল সহ তাদের দুইজনকে আটা করা হয়। রবিবার সকালে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে খুলনাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চাই: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নাগরিক সেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে খুলনাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চাই। বর্তমান যুগে সেবাদানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য্য হয়ে পড়েছে। তাই অধিকতর নাগরিক সেবা প্রদানের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার একচল্লিশ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে চান। সেই লক্ষ্যে নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সিটি মেয়র রবিবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘‘ডিজাইন এন্ড ডেভেলপ স্মার্ট সিটি সার্ভিসেস ইউজিং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এন্ড লট ঃ কেসিসি পারসপেকটিভ’’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সবাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিষয়বস্তুর ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন মদীনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড’ মোঃ আব্দুর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র ডিজিটাল বাংলাদেশের প্রবর্তক। তিনি দেশকে উন্নয়নের মহসড়কের পথে এগিয়ে নিতে এই সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেন।
কেসিসি’র অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মোহাম্মদ গাউসুল আজম, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, নগর পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম ও স্টোর এন্ড প্রোপার্টি স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ গোলাম মাওলা শানু প্রমুখ কর্মশালায় মতামত তুলে ধরেন। অন্যান্যের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবিএম মামুনুর রশীদ, কেসিসি’র প্রধান প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান ও মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন শেখ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী মোঃ সাহাবুল আলম, শেখ মোঃ মাসুদ করিম, স্থপতি রেজবিনা খানম, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সি অফিসার মোঃ আব্দুর রকীব ও নুরুন্নাহার এ্যানি, সহকারী প্রকৌশলী ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী মোঃ নাজুমল হুদা, মোঃ মনিরুজ্জামান, সহকারী নগর পরিকল্পনাবিদ নিশাত তাসনিম, সহকারী এস্টেট অফিসার শেখ মাসুদ আলী প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন।
ফকিরহাটের শুভদিয়ায় প্রধান শিক্ষক লাঞ্চিত: শিক্ষার্থীদের বিক্ষোভ
পি কে অলোক,ফকিরহাট।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শহীদুল ইসলামকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, রোবার (৭ই আগষ্ট) সকাল ৭টার দিকে শুভদিয়ার মোল্লাবাজার এলাকায় দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও শুভদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ শহীদুল ইসলাম শহীদের সাথে প্রধান শিক্ষক শেখ শহীদুল ইসলামের অর্থ লেন-দেন বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাবেক সভাপতি অকথ্য ভাষায় গালি-গালাজ ও লাঞ্চিত করে। ঘটনাটি ছড়িয়ে পড়লে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবোদে এদিন সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল সহকারে শুভদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বিচার দাবী করে। এর পর তারা সেখান থেকে ফিরে গিয়ে পুনঃরায় বিদ্যালয় চত্তরে গিয়েও অনুরুপ বিক্ষোভ প্রদর্শন করে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক শেখ শহীদুল ইসলাম জানান, সাবেক সভাপতির নিকট বিদ্যালয়ের টাকা পাওয়া যাবে তাই চাওয়াকে কেন্দ্র করে তাকে অকথ্য ভাসায় গালি-গালাজ সহ লাঞ্চিত করেন। এদিকে বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ শহীদুল ইসলাম উল্টো কথা জানিয়েছেন। তিনি বলেন ওই প্রধান শিক্ষকের নিকট তিনি টাকা পাবেন। যা হিসাব-নিকাশের মাধ্যমে সমাধানের কথা বলেন। এ ব্যাপারে শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম ওমর স্থানীয়দের বরাত দিয়ে বলেন, দেয়াপাড়া প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির মধ্যে এদিন সকালে টাকা লেন-দেনকে কেন্দ্র করে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালি-গালাজ করা হয়েছে বলেও তিনি জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস বলেন, এ ধরনের ঘটনা তিনি জানেনা। তাকে এ বিষয়ে কেউ অবহিত করেননী বলেও তিনি জানান।
জলবায়ূ পরিবর্তনের প্রভাবে কালিগঞ্জে জ্বরের সঙ্গে চোখ রাঙাচ্ছে ডায়রিয়া
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
ভ্যাপসা গরমের সঙ্গে প্রখর রোদ। মাঝে মধ্যে দু এক পসলা বৃষ্টিতে কিছুক্ষনের জন্য ঠান্ডা হচ্ছে। তবে স্থায়িত্ব বেশি সময়ের জন্য নয়। বাতাসে জলীয়বাষ্প আধিক্যের কারনে তাপমাত্রা পৌছে যাচ্ছে আগের স্থানে। এ সবই জলবায়ু পরিবর্তনের প্রভাব। আর প্রকৃতির এমন খামখেয়ালী আবহাওয়ায় সারাদেশের মত ঝিনাইদহ কালীগঞ্জের বাড়ি বাড়িতে কিছুদিন ধরে জ¦র,সর্দি, ঠান্ডাকাঁশি দেখা যাচ্ছে। এরমধ্যে আবার প্রকোপ বাড়ছে ডায়রিয়ার। এমন চিত্র শহরের মত প্রত্যন্তাঞ্চালেও। কোন পরিবারের একজন আক্রান্ত হলেই পর্যায়ক্রমে সকলেই আক্রান্ত হচ্ছেন। তাদের মধ্যে বেশি অসুস্থরা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হচ্ছেন। তবে তাদের অনেকের মধ্যে করোনা উপস্বর্গ থাকলেও নমুনা পরীক্ষায় তেমন একটা আগ্রহ নেই। চিকিৎসকেরা বলছেন এতে আতংকিত হওয়ার কিছু নেই। এটি সাধারনত ভাইরাল ফেভার। ঠিকমত ব্যবস্থাপত্র ও বিশ্রাম নিলেই তারাতাড়ি সুস্থ হওয়া সম্ভব।
বুধবার বিকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দেখা যায়, অতীতের যে কোন সময়ের চেয়ে হাসপাতালে অধিক রোগী ভর্তি রয়েছেন। শয্যা সংকটের কারনে হাসপাতালের মেঝেতে শুয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে বেশির ভাগই জ¦র সর্দি কাঁশি ও ডায়রিয়ায় আক্রান্ত রোগী।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসূত্রে জানাগেছে, সম্প্রতি সময়ে বিভিন্ন রোগ ব্যাধি বেড়েছে। এরমধ্যে জ¦র সর্দির রোগীই বেশি হাসপাতালটির পরিসংখ্যান অফিস বলছে, চলতি মাসের ৮ থেকে ১৫ তারিখ পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মোট ৩৩৫ জনরোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬২ জন ভর্তি হয়েছে জ¦র সর্দি কাঁশি নিয়ে। সাথে সাথে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ৩৯ জন। এর পরের এক সপ্তাহ বাদ দিয়ে গত ২১ থেকে ৩০ তারিখ পর্যন্ত মাসের শেষ সপ্তাহে অর্থাৎ গত ২১ থেকে ৩০ তারিখ পর্যন্ত এক সপ্তাহে বেশ জ¦রের রোগী এসেছে ১০৮ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হন ৩৮ জন। আর ডায়রিয়ার রোগী এসেছে মোট ৫২ জন। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৪৩ জন। অর্থাৎ চলতি মাসের ২য় ও ৪র্থ সপ্তাহে মোট ১৫ দিনে জ¦র ঠান্ডা কাঁশির রোগী এসেছে ১৭০ জন। আর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এসেছে ৯২ জন। সব ধরনের রোগী মিলে এসেছে ৬৮২ জন।
অফিসসূত্রে আরও জানাগেছে, গত ২ মাস ধরে হাসপাতালে রোগীর সংখ্যা অতীতের যে কোন সময়ের চেয়ে বেড়েছে। তাদের মধ্যে জ¦র সর্দি কাঁশি ও ডায়রিয়ার রোগীই বেশি। তাছাড়া অনেকের মধ্যে করোনার উপসর্গ থাকলেও করোনা পরীক্ষায় তাদের কোন আগ্রহ নেই। তারা সাধারন জ¦র সর্দি ভেবে হাসপাতালের বহির্বিভাগ থেকে ব্যবস্থাপত্র নিয়ে বাড়ি ফিরছেন। অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
হাসপাতালে ভর্তি উপজেলার ফরাসপুর গ্রামের আশাদুল ইসলাম ও তত্বিপুর গ্রামের মতিয়ার রহমান জানান, তারাও জ¦র ডায়রিয়া আক্রান্ত হয়ে গত ৪ দিন ধরে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রথমে ঘনঘন বমি ও পাতলা পায়খানা হচ্ছে পরে প্রচন্ড জ¦রে আক্রমন করে আক্রান্তদের শয্যাশায়ী করছে। তারা বলেন সম্প্রতি সময়ে ছড়িয়ে পড়েছে জ¦র সর্দি কাঁশি তবে এখন আবার জ¦রের সঙ্গে ডায়রিয়া রোগী বাড়ছে।
উপজেলার মনোহরপুর গ্রামের ছবিরন নেছা জানান, গত ৩ দিন ধরে জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জ¦র এখন কিছুটা কম হলেও দুর্বলতা কাটছে না। তিনি বলেন, তার গ্রামের বেশির ভাগ বাড়িতে এখন জ¦র সর্দিকাঁশির রোগী রয়েছে।
নিয়ামতপুর গ্রামের রোগী সাহেব আলী জানান, গত ৩ দিন আগে রাতে প্রচন্ড জ¦র আসে। শেষ রাতের দিকে বমি ও পাতলা পায়খানা।
অবস্থা খারাপের দিকে যাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন গ্রামের অন্য বাড়িগুলোর মতো তার পরিবারেও এখন মোট ৪ জন জ¦র সর্দি কাঁশির রোগী রয়েছে। তারা বাজার থেকে ঔষধ এনে খেয়ে সুস্থতার পথে।
জ¦রে আক্রান্ত হাসপাতালে ভর্তি ২ মাস বয়সী শিশু তাসকিনের মা সাদিয়া খাতুন জানান, তাসকিন গত সপ্তাহ খানেক আগে থেকে জ¦রে আক্রান্ত। হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেয়ার পর এখন একটু ভালো।
মাত্র ৯ মাসের শিশু খালিদ হাসানের মা নরেন্দ্রপুর গ্রামের রোজিনা খাতুন জানান,খালিদ গত ৬ দিন জুড়ে জ¦র ঠান্ডায় আক্রান্ত। গতকাল বিকালে খালিদকে ভর্তি করেছেন।
তালিয়ান গ্রামের সাইফা রহমান জানান, বিগত ১৫ দিন ধরে জ¦রে ভ’গছি। কোন রকমে জ¦র কমছে না। বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গত ৩ দিন চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, খাবারের প্রতি রুচি না থাকায় অধিকমাত্রায় দূর্বল হয়ে পড়েছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন জানান, আবহাওয়া পরিবর্তনের কারনে কোন কোন সময়ে কিছু রোগব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয়। সম্প্রতি সময়ে জ¦র সর্দি কাঁশির রোগী হাসপাতালে বৃদ্ধি পেয়েছে। আবার জ¦রের সঙ্গে ডায়রিয়ার রোগীও পাল্লা দিয়ে বাড়ছে। তিনি আরও বলেন, সাধারনত জ¦র ঠান্ডা কাঁশি নির্দিষ্ট কিছু ঔষধ সেবনের পর সুস্থ হয়ে যায়। তবে করোনা জ¦র দীর্ঘ সময় ও তীব্র হলে নমুনা পরীক্ষার নির্দেশনা দেয়া হচ্ছে। তবে ডায়রিয়াটা সাধারনত আবহাওয়া জনিত বলে তারা মনে করছেন। রোগীরা কয়েকদিনে স্বাভাবিক হচ্ছেন। ফলে ভয়ের কিছু নেই।
এনইউবিটি খুলনাতে ফল সেমিস্টার ২০২২- এর এ্যাডমিশন ফেয়ার শুরু
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে ফল -২০২২ সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। রবিবার ৭ আগস্ট,২০২২ থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ২১ আগস্ট রবিবার, ২০২২ পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে ও একই সাথে অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে।
আজ রবিবার ৭ আগস্ট,এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.এটি.এম জহিরউদ্দীন, এ সময় আরো উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার ড. মো: শাহ আলম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মকর্তাবৃন্দ।
ফেয়ার চলাকালীন সময় টিউশনফির উপর অতিরিক্ত ১০% ছাড় সহ ভর্তি ফির উপর ৬০% ছাড় থাকবে। উল্লেখ্য এনইউবিটি খুলনাএইচ এসসি ও সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ১০০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিবিএ, ইংরেজী, সি.এস.ই, ই.ই.ই, সিভিল,আর্কিটেকচার, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি ও বাংলা বিষয়ে অর্নাস কোর্স চাল ুআছে। এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজী)ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে।
ফেয়ার চলাকালীন সময় ভর্তি ফির উপর ৬০%সহ টিউশনফির উপর ১০%-১০০% পর্যন্ত ছাড় থাকবে।
ফকিরহাটে নারীকে ধর্ষণের চেষ্টা অভিযাগে আটক: মামলা দায়ের
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকুরীজীবি এক নারী (৪০)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই নারী নিজ বাদী হয়ে একজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ মামলায় অভিযুক্ত একমাত্র আসামী প্রাইভেট শিক্ষক তারক কুমার বিশ্বাস (৩৪)কে আটক করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম মামলার সংক্ষিপ্ত বিবরণে জানান, গত ২৭শে জুলাই বিকেল ৪টার দিকে তারক বিশ্বাস ওই নারীর ভাড়া বাসায় তার মেয়েকে প্রাইভেট পড়ানোর উদ্দ্যেশে আসেন। এসময় বাসায় কেউ না থাকায় নারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মডেল থানায় একটি মামলা করেন। ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরী করার সুবাদে ফকিরহাট এলাকায় একটি ভাড়া বাড়িতে তার মেয়েকে নিয়ে বসবাস করে আসছেন। পুলিশ অভিযুক্ত তারক কুমার বিশ্বাসকে শনিবার দুপুর ১টার দিকে যাত্রাপুরের লাউপালা গ্রামের নিজবাড়ী থেকে আটক করেন। সে উক্ত গ্রামের নারায়ন কুমার বিশ্বাসের ছেলে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন এক নারীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। মামলার আসামীকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে #
ফকিরহাটে নারীর স্বর্ণেরচেইন ছিনতাই: জনমনে আতংক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে মটর-সাইকেলে ছিনতাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে একটি চক্র মটর সাইকেলে করে উপজেলার মফস্বল রাস্তা থেকে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে বিভিন্ন মানুষের নিকট থেকে ছিনতাই করে আসছে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে থেকে স্মৃতি রানী রায় নামের এক অভিভাবকের গলাই থাকা অনুমানিক এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারী। ভুক্তভোগী জানায়, তিনি তার মেয়েকে নিয়ে স্কুলে আসেন। স্কুল চলাকালীন সময়ে একটি মটরসাইকেলে দুই যুবক এসে তার গলা থেকে চেইন ছিনতাই করে পালিয়ে যায়। তার স্বামী পিরোজপুর জেলার কাইখালীর বড়ভদ্রপুর গ্রামের বিকাশ রায় ফকিরহাটে পল্লী বিদ্যুৎ অফিসে চাকুরী করার সুবাদে পরিবার নিয়ে আট্টাকা একটি ভাড়া বাড়িতে বসবাস বরে আসছেন। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে খবর পাওয়া যাচ্ছে। #
ফকিরহাটে করোনা সহিষ্ণু খাদ্যাভ্যাস গঠনে চাষাবাদ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ: বীজ ও চারা বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ৬০ জন কিষাণ-কিষাণীকে করোনা সহিষ্ণু খাদ্যাভ্যাস গঠনে পরিবর্তিত চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে কিষাণ-কিষানীদের করোনায় ইউমিনিটি বৃদ্ধি করে এমন ফলজ চারা ও সবজি বীজ প্রদান করা হয়েছে। রোববার (৭ আগস্ট) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা পরিষদের আয়োজনে, জাইকা ও স্থানীয় সরকার বিভাগের সহায়তায় প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণের কোর্স সমন্বয়কারী ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাত। এসময় উপস্থিত ছিলেন জাইকার ইউডিএস নুরজাহান খাতুন উপ-সহকরী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীল রতন রায়, মুহা, ইকরামুল কবির, প্রদীপ কুমার মন্ডল, বিপুল মজুমদার ও বিপুল পাল প্রমূখ। উপজেলার ৮টি ইউনিয়নের ৬০ জন কিষাণ-কিষাণীকে প্রশিক্ষণ শেষে করোনাকালীন সময়ে শরীরে ইউমিনিটি বৃদ্ধি করে এমন বিচিবিহীন (সিডলেস) কাগজি লেবুর চারা, আম, মালটা, সজনে, আমড়ার চারা এবং পেঁপে, পুঁইশাক, লাউ, ঢ়েড়স, চাল কুমড়া, লালশাক ও পালন শাকের বীজ প্রদান করা হয়।
রামপাল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র অর্ধকোটি টাকার অনিয়ম
রামপাল প্রতিনিধি
বাগেরহাটের রামপাল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক সাইদুর রহমানের বিরুদ্ধে প্রায় অর্ধকোটি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেবেকা সুলতানা সংশ্লিষ্ট উধ্বর্তন কর্তৃপক্ষ বরাবর বিষয়টি অবহিত করণসহ লিখিত অভিযোগ করেছেন। বরং বহল তবিয়তে রয়েছেন অভিযুক্ত সহকারী অধ্যাপক সাইদুর রহমান।
অভিযোগের পরেও কোন প্রতিকার মিলছে না ? কেন মিলছে না ? তার খুঁটির জোর কোথায় এ নিয়ে ভাবিয়ে তুলেছে ঐতিহ্যেবাহী ওই শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। কোনভাবেই যেন হিসাব মেলানো যাচ্ছে না ! এ সংক্রান্তে বেশ কিছু সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নাড়েনি।
অভিযোগে জানা গেছে, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ৪ জন সিনিয়র সহকারী অধ্যাপককে ডিংগিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বনে যান ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। অভিযোগ রয়েছে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম ভাঙ্গিয়ে ও তার ছত্রছায়ায় থেকে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে বাগিয়ে নেন। এভাবে তিনি গত ২৮/১১/২০১৬ তারিখ থেকে ৩০/০৬/২০১৯ তারিখ পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন।
এরপর এ বিষয় নিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধমে লেখালেখি হলে তিনি জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক দ্বীনবন্ধু পালের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। তার সময় কালের মধ্যে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ উঠলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বীনবন্ধু পাল খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর নির্দেশে একটি অভ্যন্তরীন নিরীক্ষা প্রতিবেদন তৈরি করা হয়। এজন্য ওই কলেজের সহকারি অধ্যাপক শেখ ইসরাফিল হোসেনকে আহবায়ক করে এবং প্রভাষক সঞ্জয় কুমার পাল, নিরুপম কুমার পাল ও জীবনদ্যূতি চক্রবর্ত্তীসহ ৪ সদস্যের কমিটি দীর্ঘ সময়ধরে অভ্যন্তরীন অডিট সম্পন্ন করেন।
অডিট প্রতিবেদনে দেখা যায় ওই কলেজ শিক্ষক সাইদুর রহমান বেশ কয়েকটি খাত থেকে ৪৪ লক্ষ ৮৮ হাজার ৮৯৪ টাকা আত্মসাত করেন। ০১ থেকে ২২ নং রশিদ বইয়ের মাধ্যমে টাকা আদায় করা হয় ৫১ লক্ষ ২ হাজার ৮৮২ টাকা। টাকা গ্রহন করা হয়েছে কিন্তু রশিদ পাওয়া যায়নি যথাক্রমে ক- অংশ- এইচএসসি সাধারণ শাখা-৩ লক্ষ ৭৪ হাজার ৭১৫ টাকা, খ-অংশ এইচএসসি (বিএম) শাখা ৮ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা ও গ-অংশ স্মাতক পাশ শাখার ৪ লক্ষ ৪০ হাজার ৫৪৩ টাকা। তার সময়কালের মধ্যে কলেজের আয় হয়েছে মোট ৬৭ লক্ষ ৫৩ হাজার ৪০ টাকা। ব্যায়ের পরিমান মোট ২২ লক্ষ ৬৪ হাজার ১৪৬ টাকা। তিনি ৪৪ লক্ষ ৮৮ হাজার ৮৯৪ টাকার কোন হিসাব দিতে পারেননি যা নিরিক্ষা প্রতিবেদনে উঠে এসেছে।
ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদনের বাইরেও তিনি ব্যাপক আর্থিক অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে কয়েক দফায় টিউশন ফি’র প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা ও অন্যান্য ফি বাবদ ৩ লক্ষ ৫০ হাজার টাকার কোন হদিস মিলছে না।
এ ছাড়াও হিসাব বহির্ভূত ভাবে ৮ থেকে ১০ লক্ষ আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওই কলেজের দায়িত্বশীল শিক্ষকগণ জানান, এই কলেজটি একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ । কলেজ প্রতিষ্ঠার পর থেকে বেশ সুনামের সাথে অন্যান্য অধ্যক্ষরা দায়িত্ব পালন করেন, কিন্তু সাইদুর রহমান দায়িত্ব গ্রহনের পর থেকে আর্থিক অনিয়ম হওয়ায় সকলে হতাশা প্রকাশ করেন। তারা দাবী করেন সরকারি প্রতিষ্ঠানের স্বার্থে যথাযথ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হোক।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাইদুর রহমানের সাথে কথা বলার জন্য তার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তার স্বাক্ষাত পাওয়া যায়নি। তার ব্যবহৃত ০১৭২১৭৫৮৪১৭ নং মুঠোফোনে একাধিকবার যোগাযোগের পর তিনি বলেন আমি ব্যস্ত আছি পরে ফোনে কথা বলবো। এরপরও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেবেকা সুলতানার সাথে কথা হলে তিনি সাইদুর রহমানের আর্থিক অনিয়মের বিষয়টি স্বীকার কলে বলেন, তার দায়িত্ব পালনের সময়ে যে আর্থিক অনিয়ম হয়েছে তার দায় কলেজ কর্তৃপক্ষ নিবে না। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছি। কিন্তু এখনও কোন প্রতিকার মিলছে না।
এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অভিযোগ প্রাপ্তির বিষটি নিশ্চিত করে বলেন, বাগেরহাট জেলা প্রশাসক এর দপ্তরের অনুমতি ছাড়া ওই বিষয়ে কোন বক্তব্য দেওয়া যাবে না বলে সাংবাদিকদের জানান।
ডুমুরিয়ার এস কে বাকার কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির নামে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সভা
খুলনার ডুমুরিয়ার ধামালিয়ার জমিদার বাড়ির কৃতি সন্তান ড. শামসুল করিম বাকার ও তার সহযোগী সমাজ সেবক ডঃ হরিদাস মন্ডল এর বিরুদ্ধে হয়রানি মূলক মামলা, মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে রোববার এসে কে বাকার কলেজের মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মোঃ আঃ হালিমের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আমেরিকা প্রবাসী বিশিষ্ট ফার্মাসিটিক্যালস বিজ্ঞানী ড. শামসুল করিম বাকর ও তার সহযোগী আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা ডাঃ হরিদাস মন্ডল এই দুইজনই ডুমুরিয়ার ধামালিয়া এলাকার কৃতি সন্তান।
সমাজসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং চিকিৎসা সেবায় তাদের অন্যবদ্য অবদান রয়েছে। একটি কুচক্রী মহল এসব সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তাদের বিরুদ্ধে নানাবিধ কার্যকলাপে লিপ্ত রয়েছে।
আমরা এর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, শিক্ষকদের দুর্দিনে বাকের ভাই ও হরিদাস বাবু সব সময় আমাদের পাশে ছিলেন। এখনো নিরলসভাবে আমাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
সভায় অন্যনদের মধ্যে বক্তব্য দেন ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ওয়াজেদ আলী, লিটিল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন পরিচালক মাসুদুর রহমান, শিক্ষক হাফিজুর রহমান, শিক্ষিকা হালিকা বেগম, শিক্ষক প্রতিনিধি কবির হোসেন মোল্লা, মাজহারুল আনসারী, মাহমুদা খাতুন, মোল্লা শহিদুল ইসলাম, বিএম আশিকুর রহমান সাগর, টি এম তারেক প্রমুখ।
দুর্যোগ কবলিত শরণখোলা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
দুর্যোগ কবলিত ও সিডর বিধ্বস্ত শরণখোলায় পর্যাপ্ত পরিমানে সাইক্লোন শেল্টার, মুজিব কিল্লা, প্রতিবন্ধীদের জন্য গৃহ নির্মান সামগ্রী ও জলাবদ্ধতা দূরীকরনে যুগোপযোগী স্লুইজ গেট নির্মানের আশ^াস দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ৭ আগষ্ট দুপুরে বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সূধীজনের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে তিনি একথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, সভায় বক্তব্য রাখেন বেসরকারী উন্নয়ন সংস্থা সিডিডির নির্বাহী পরিচালক এএইচ নোমান খাঁন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস-চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম খোকন, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম টিপু।
পরে বিকাল ৩টায় রায়েন্দা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় সূধী সমাবেশে মিলিত হন প্রধান অতিথি। এসময় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডিডির অর্থায়নে উপজেলার ৪০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষনের জন্য পানির ট্যাংকি বিতরণ করা হয়। এছাড়া বিকাল ৫টায় উপজেলার সাউথখালী ইউনিয়নের খূড়িয়াখালী গ্রামে প্রদীপন সাইক্লোন শ্লেটারে উন্নয়ন সংস্থা সিডিডির আয়োজনে প্রতিবন্ধীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
নোলক ফাউন্ডেশন ইন ইউএসএ’র সহযোগিতায় ও রোটারি ক্লাব অব খুলনা সিটির তত্ত্বাবধানে হুইল চেয়ার বিতরণ
খবর বিজ্ঞপ্তি:
খুলনায় যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত সংস্থা নোলক ওমেন ফর বাংলাদেশী ওমেন এর সার্বিক সহযোগিতায় ও রোটারি ক্লাব অব খুলনা সিটির ব্যবস্থাপনায় দুঃস্থ পঙ্গু অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। রবিবার(৭ই আগস্ট) সকাল ১১’টায় খুলনা প্রেসক্লাব চত্তরে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট রোটারি লিডার আবু সাঈদ চন্দন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, রোটারি লিডার কামরুল করিম বাবু, বেগ রফিকুল ইসলাম,চৌধুরী রায়হান ফরিদ, নাজমুল হুদা চৌধুরি সাগর, হাবিবুর রহমান, বনানী দাস, মীর বরকত আলী, রোটারিয়ান শেখ মোঃ আবু হানিফ, রোটারি ক্লাব প্রেসিডেন্ট শামীমা মালেক নিপা, এম এ জামান, আজিজুল হক, লিটন জামান, হাদিউজ্জামান বিশ্বাস, প্রেসিডেন্ট ইলেক্ট নাসরিন ইসলাম, রোটারিয়ান সাখাওয়াত হোসেন, জে. বি মুন্না, জসিম জিতু, রোটারি ক্লাব অব খুলনা সিটির সহযোগী সংগঠন রোটারেক্ট ক্লাব অব নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি পার্স্ট প্রেসিডেন্ট চয়নিকা, রোটারেক্ট ক্লাব অব খুলনা ফোট এর পাস্ট প্রেসিডেন্ট নিশা, ইন্টারেক্ট ক্লাব খুলনা সিটির পাস্ট প্রেসিডেন্ট সামির সকির ও ইন্টারেক্ট ক্লাব অব সিম্ফনির পাস্ট প্রেসিডেন্ট জুনায়েদ ও এনামুল প্রমুখ।
উক্ত কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাস্ট লেফটেন্যান্ট গভর্নর রোটারিয়ান আশীষ দে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব খুলনা সিটির প্রেসিডেন্ট ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
ছোট প্রতিযোগিতা থেকে বৃহৎ পরিসরে রিসার্চের আইডিয়া বের হয় : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
আইইওএম কেইউ স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ৭ আগস্ট (রবিবার) বেলা সাড়ে ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনোভেশন আইডিয়া কনটেস্ট অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সিএসই মাল্টিপারপাস রুমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বিশ্বব্রহ্মান্ডের দিকে তাকালে, সৃষ্টির দিকে খেয়াল করলে সর্বক্ষেত্রে আমরা গণিতের উপস্থিতি বুঝতে পারি। আমরা যেদিকে তাকাই সবকিছুতে গণিত। বিজ্ঞানের সকল অঙ্গনেই গণিতের ব্যবহার রয়েছে। তবে আমরা যতো দিন যাচ্ছে ততোই বেসিক সায়েন্স ভুলে অ্যাপ্লাইড সায়েন্স এর দিকে ঝুঁকে পড়ছি। এই কনটেস্টে গণিতকে যেভাবে ব্যবহার করা হয়েছে তার জন্য তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, ছোট ছোট প্রতিযোগিতা থেকে বড় বড় রিসার্চের আইডিয়া বের হয়ে আসে। তবে বিজ্ঞানের পাশাপাশি দর্শন না থাকলে ইনোভেশন হবে না বলেও তিনি মন্তব্য করেন এবং তিনি আগামীতে এ ধরনের প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ব্যাপী আয়োজনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সাথে এই প্রতিযোগিতা প্রতিবছর আয়োজন করা যায় কি না সে ব্যাপারে ভেবে দেখা উচিত বলে উল্লেখ করেন। এ ব্যাপারে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সম্ভব সহযোগিতার আশ্বাস দেন।
আইইওএম কেইউ স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি এডভাইজর প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরা ও আইইওএম সোসাইটি ইন্টারন্যাশনাল এর নির্বাহী পরিচালক ড. আহাদ আলী।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ইনোভেশন আইডিয়া কনটেস্ট এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বেস্ট আইডিয়া শেয়ারের জন্য তিনজনকে পুরস্কৃত করা হয়। কনটেস্টে প্রথম স্থান অর্জন করেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী সৈয়দ শাহাজালাল উদ্দিন, দ্বিতীয় স্থান অর্জন করেন ৩য় বর্ষের শিক্ষার্থী রিফা তাসনিয়া এবং যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী রমা রানাী দাস ও পুলক মন্ডল।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, আইইওএম সোসাইটি ইন্টারন্যাশনাল এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবির অর্থনীতি ডিসিপ্লিনের ওবিই কারিকুলা’র বিভিন্ন দিক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর গাইডলাইন অনুসরণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিনে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের জন্য কোর্স কারিকুলা প্রণীত হচ্ছে। ডিসিপ্লিনসমূহের মধ্যে এবার আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছে অর্থনীতি ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের তৈরিকৃত এ কারিকুলার বিভিন্ন দিক নিয়ে ৭ আগস্ট (রবিবার) সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, আমাদের একটি লক্ষ্য ছিলো ২০২২ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কারিকুলা মানসম্মত করা। তারই অংশ হিসেবে ৪-৫টি ডিসিপ্লিনের ওবিই কারিকুলা ইতোমধ্যে অনুমোদন হয়েছে। চলতি মাসের মধ্যেই আমাদের ২৯টি ডিসিপ্লিনেরই ওবিই কারিকুলা অনুমোদন পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গুণগতমানে পরিবর্তন আনার চেষ্টা চলছে। ইতোমধ্যে একাডেমিক কার্যক্রমে পরিবর্তন এসেছে। বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে যে ডেভেলপমেন্ট হয়েছে তা ক্লাসে শিক্ষার্থীদের ওপর প্রয়োগ করতে হবে। যাতে আগামীতে শিক্ষার্থীরা যথাযথভাবে এসব বিষয় প্রয়োগ করতে পারে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যাপারে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। হতাশা থেকে শিক্ষার্থীদের বের করে আনতে হবে। বিশেষ করে তাদেরকে বাঙালি সংস্কৃতিতে ফিরিয়ে আনতে হবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ফিডব্যাক চালু করা হয়েছে। এটি আমাদের জন্য একটি মাইলফলক বলে উপাচার্য উল্লেখ করেন।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিভিন্ন উন্নয়নে তাঁরা সকল কিছুর উর্ধ্বে এসে একমত পোষণ করেন। ডিসিপ্লিনের শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় ওবিই কারিকুলা চূড়ান্ত পর্যায়ে উপনীত করায় তিনি তাদেরকে ধন্যবাদ জানান। তিনি এই কারিকুলা প্রণয়নকাজে মতামত ও পরামর্শ দিয়ে সহযোগিতার জন্য বিশেষজ্ঞ সদস্যদেরও ধন্যবাদ জানান।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খান মেহেদী হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। এসময় আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। বক্তারা প্রণীত ওবিই কারিকুলা’র বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রভাষক ফাহমিদা আক্তার অনি।
এসময় বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. কাজী মোস্তফা আরিফ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আমজাদ হোসেনসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, আইকিউএসির অতিরিক্ত পরিচালক এবং অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের আয়োজনে ৭ আগস্ট (রবিবার) বিকাল ৩টায় সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করা হয়। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, শিক্ষা, গবেষণার পাশাপাশি ব্যক্তিমানসের পরিপূর্ণ বিকাশের জন্য সাংস্কৃতিক চর্চা প্রয়োজন। করোনাকাল কাটিয়ে উঠে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করছি। এতে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ মিলবে।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. ইয়ামিন কবির। এসময় ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার প্রথম দিনে বাংলা কবিতা আবৃত্তি, সঙ্গীত (দেশাত্মবোধক ও আধুনিক) এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বেনাপোলে ঘোষণা বহির্ভূত ফল আমদানি করায় জরিমানা
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল স্থলবন্দরে ১২ আমদানিকার ঘোষণা বহির্ভূত ফল আমদানি করায় রবিবার জরিমানা সহ অতিরিক্ত ৪৫ লাখ ৪৫ হাজার ৬ শ ৮৮ টাকা রাজস্ব আদায় হয়। আমদানানিকৃত ফলের মধ্যে ছিল, আনার, আপেল, মাল্টা ও টমেটো।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যদের গোপন তথ্য ও অভিযানে গত ৪ আগস্ট স্থলবন্দরের ৩১ নম্বর শেড থেকে এসব পণ্য আমদানি করা হয়।
আমদানিকারকরা হলেন, এনি এন্টারপ্রাইজ, হাসান হোসেন এন্টার প্রাইজ, সাব্বির ট্রেড ইন্টার ন্যাশনাল, বিকে ফুড লি ঢাকা, মেসার্স আল্লাহ দান ঢাকা, জেএইচ ট্রেড ইন্টার ন্যাশনাল চাপাইনবাবগঞ্জ, আরাফাত ট্রেড ইন্টারন্যাশনাল, হাসান হোসেন ট্রেড ইন্টার ন্যাশনাল, সোনালী ট্রেড ইন্টার ন্যাশনাল, ফারিয়া ট্রেড ইন্টার ন্যাশনাল, আনাস ফুড ও গাজী ইন্টার ন্যাশনাল।
ওইসব পণ্য খালাসের দায়িত্বে ছিল বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট রয়েল এন্টারপ্রাইজ। এর মধ্যে ৬ জন আমদানিকারক এর পণ্য খালাসের দায়িত্বে ছিলেন বহুল আলোচিত সরকারি শুল্ক ফাঁকির মহানায়ক রয়েল এন্টারপ্রাইজের রয়েল।এর আগে আমদানিকৃত ৩৯ টি পণ্য বোঝাই ট্রাক নিয়ে শুল্ক ফাকি দিয়ে ওই শেড থেকে বের হয়েছিল রয়েল। ইতিপূর্বে রাজস্ব ফাঁকির অভিযোগে একাধিকবার তার লাইসেন্স বাতিল হয়েছে এবং কাস্টমসের যোগসাজসে আবার লাইসেন্স পেয়েছেন। রয়েল এভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।
বেনাপোলে আমদানি নিষিদ্ধ ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ঔষুধ উদ্ধার
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দরে আমদানিকৃত পন্যচালানে মিললো আমদানি নিষিদ্ধ ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ঔষুধ।
ঢাকার আমদানি কারক প্রতিষ্ঠান স্মার্ট লাইফ ফুটওয়ার ইন্ডাস্ট্রিজ ৭ আগষ্ট মাইক্রোসেল পিটি নামে একটি পন্য আমদানি করেন। যার আমদানি মুল্য ৩৭ হাজার মার্কিন ডলার। পন্যচালানটির আমদানি কারক প্রতিষ্ঠান নাহিদ ফুট ওয়্যার ইন্টারন্যাশনাল, ঢাকা। রপ্তানি প্রতিষ্ঠানের নাম এসএস ব্লুকেম ইন্ডাস্টিজ্র রাজস্থান ভারত।
যার ভারতীয় ট্রাক নং ডাব্লিউ বি ৪১-ই ০৯১৮ গাড়ি রোববার সকালে বেনাপোল বন্দরে প্রবেশের পর বিশেষ গোপন খবর পেয়ে কাস্টমস কর্মকর্তারা ট্রাকটি বন্দর থেকে কাস্টম হাউজে এনে বিভিন্ন সংস্থার সামনে ট্রাকটির ত্রিপোল খোলা হয়। পরে ট্রাক থেকে ৬শ বোতল ফেনসিডিল এবং বিভিন্ন ধরনের নিষিদ্ধ ঔষধ জব্দ করে। সুঁজুতি এন্টারপ্রাইজ নামক একটি সিএন্ডএফ এজেন্ট পন্যচালানটি খালাশের আগেই কাস্টম কার্গো শাখায় ট্রাকটি এন্ট্রি করে চোরাই পণ্য ভর্তি ট্রাকটি জব্দ করে।
বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র আমদানি পন্যবাহি বৈধ ট্রাকে চোরাচালানের মালামাল পাচার করছে। গত ৩ মাসে এ ধরনের বিপুল পরিমান অবৈধ পন্য বৈধ ট্রাকের চালানে আসার পর কাস্টমস কর্মকর্তারা তা আটক করে। ট্রাকের চালক আমদানিকারক এবং সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলা করা হয়।
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেলের সুস্থতা কামনায় যুবলীগ নেতার উদ্যোগে দোয়া মাহফিল
কয়রা (খুলনা) প্রতিনিধি
বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল উদ্দীন এর সুস্থতা কামনায় কয়রায় যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার আসরবাদ কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবকলীগ নেতা আঃ রকিব, আকতারুল ইসলাম সৌরভ, যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক ও নাজমুল হুদা, উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রাহমাতুল্লাহ উজ্জল, উত্তর বেদকাশি সাবেক ছাত্রলীগ নেতা হিমাদ্রী সরকার, জয়দেব, বিল্লাল, যুবলীগ নেতা গোলাম মোস্তফা, মাষ্টার রিপন হোসেন, বাসারুল ইসলাম, সাহেব আলী, আমাদী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা, নজরুল ইসলাম, , ছাত্রলীগ নেতা বাকি বিল্লাহ জাকির হোসেন, মায়নুল হোসেন নিলয় প্রমুখ। মিলাদ শেষে শেখ সোহেলের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওঃ আব্দুল কাদের।
মহেশপুরে ১৬০জন মুক্তিযোদ্ধা পেলেন ডিজিটাল সনদ ও স্মাট কার্ড
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে এই সনদ ও কার্ড বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক ডিজি আব্দুল আজিজ,উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ। এছাড়া যুদ্ধকালীন সেক্টর কমান্ডার ফয়জুর রহমান চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান বিশ্বাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,কৃষি কর্মকর্তা হাসান আলীসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৬০জন মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও স্মাট আইডি কার্ড এবং মৃত্যুবরণকারী ৪৩ জন মুক্তিযোদ্ধা পরিবারের হাতে সনদ প্রদান করা হয়।
আমদানীকৃত রিকন্ডিশন্ড গাড়ী নিয়ে বিদেশী জাহাজ সরাসরি মোংলা বন্দরে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রথমবারের মত জাপান থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছে একটি বিদেশী গাড়ীর জাহাজ। রবিবার (৭ আগষ্ট) সকাল সাড়ে ৭ টার দিকে মালেশিয়ান পতাকাবাহী জাহাজ এম,ভি মালয়েশিয়া স্টার বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়েছে ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, রবিবার এই জাহাজটিতে ১২৮০ টি রিকন্ডিশন্ড গাড়ী এসেছে। জাপান থেকে আমদানী করা গাড়ী নিয়ে জাহাজটি সরাসরি এ বন্দরে ভিড়েছে। এর আগে জাপান থেকে আমদানীকৃত গাড়ী চট্টগ্রাম বন্দরে কিছু খালাস করে মোংলা বন্দরে আসতো। সে সময়ের জাহাজগুলোতে ৫০০ থেকে সর্বোচ্চ ৭০০ গাড়ী আমদানি হয়েছে। কিন্তু পদ্মা সেতুর কারণে খরচ কম ও দূরত্ব কমায় আমদানীকারকেরা এখন সরাসরি মোংলা বন্দরে গাড়ী আমদানি করছেন।
গাড়িবাহী এম, ভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শীপের খুলনার ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, জাপান থেকে ১২৮০ টি গাড়ী নিয়ে এ জাহাজটি সরাসরি মোংলা বন্দরে এসেছে। এর আগে চট্টগ্রাম বন্দরে গাড়ী নামিয়ে মোংলায় বাকী গাড়ি নিয়ে আসতো জাহাজগুলো। কিন্তু পদ্মা সেতুর পরে এই প্রথম এতো বেশি গাড়ী নিয়ে বন্দরে আগমন করেছে এ বিদেশী জাহাজটি। রবিবারই ওই জাহাজ থেকে সকল গাড়ী খালাস করা হবে বলেও জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানী ঢাকা থেকে সড়ক পথে দূরত্ব কমে যাওয়ায় আমদানী-রপ্তানীকারকদের পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের মালিকদের নজর এখন মোংলা বন্দরের দিকে। এছাড়া সম্প্রতি চট্টগ্রাম বন্দরকে পেছনে ফেলে রিকন্ডিশন্ড গাড়ী আমদানীতে মোংলা বন্দর রেকর্ড গড়েছে। এখন বিদেশ থেকে গাড়ী নিয়ে সরাসরি জাহাজ আসছে এ বন্দরে। এখানে গাড়ী খালাস করে কম সময়ের মধ্যে পদ্মা সেতু দিয়ে দ্রত ঢাকায় পৌঁছে যাবে মোংলা বন্দরে আমদানী হওয়া গাড়ীগুলো।
মোংলায় মন্দিরে প্রতিমা ভাংচুর, আটক ৩
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় একটি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মন্দিরের সামনের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে শনিবারের হট্টগোল থেকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ জানায়, শনিবার দিবাগত গভীর রাতে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর সার্বজনীন মন্দিরে থাকা দুইটি প্রতিমার অঙ্গপ্রত্যঙ্গের আংশিক ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে মন্দির মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ওই মন্দিরটির সামনের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে মন্দির সংশ্লিষ্ট লোকজনের সাথে খেলতে আসা শিশু কিশোরদের মধ্যে বাকবিতন্ডায় হয়ে আসছিলো কয়েকদিন ধরেই। মন্দির কমিটির লোকজন মন্দিরের সামনের মাঠে ফুটবল খেলতে নিষেধ করে এলাকার ছেলেদেরকে। শনিবার বিকেল ৪টার দিকে স্থানীয় ছেলেরা ওই মাঠে খেলতে গেলে তাদের উপর চড়াও হয় মন্দির সংশ্লিষ্টরা। এনিয়ে সেখানে অনেক উচ্চবাক্য ও বাকবিতণ্ডা হয়। এ সময় উভয়পক্ষই একে অপরকে হুমকিধামকি দেন। পরে খেলতে আসা ছেলেরা সেখান থেকে চলে যায়। এরপর গত গভীর রাতে ওই মন্দিরটিতে থাকা কালি ও গণেশ মূর্তির অঙ্গপ্রত্যঙ্গের আংশিক অংশ ভাংচুর হয়েছে। খেলস ছাড়াও অন্য কোন কারণে এ ঘটনা ঘটেছে কিনা তার অনুসন্ধান চলছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ মজুমদার বলেন, শুনেছি শনিবার বিকেলে কানাইনগর মন্দিরের সামনের মাঠে ফুটবল খেলা নিয়ে মন্দির কমিটি ও খেলাতে আসা ছেলেদের মাঝে ঝগড়াঝাটি হয়েছিলো। সেই কারণে কিংবা অন্য কারণেও এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে থাকতে পারে। এ এলাকায় এমন ঘটনা এই প্রথম বলেও জানান তিনি।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ সময় ঘটনাস্থল পরিদর্শনে ছিলেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবালও। ওসি মনিরুল আরো বলেন, মন্দিরের সামনের মাঠে ফুটবল খেলতে নিষেধ করলে শনিবার বিকেলে দুইপক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। খেলতে গিয়ে বাকবিতন্ডায় জড়ানো তিনজনকে জিজ্ঞেসাবাদের পর আটক দেখানো হয়েছে। তারা হলেন কানাইনগর গ্রামের শহিদ চৌধুরীর ছেলে রাহাত চৌধুরী (২০), মৃত হাবিব মুন্সীর ছেলে নয়ন মল্লিক (২৪) ও জাহাঙ্গীর আলমের ছেলে আসিফ খান (২২) । প্রতিমা ভাংচুরের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। তাছাড়া অন্য কোন কারণ থাকতে পারে কিনা তা নিয়েও পুলিশের অনুসন্ধান চলছে।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি এবং তাঁর রাজনৈতিক অনুপ্রেরণা, আওয়ামী রাজনীতির নেপথ্যে কুশীলব, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার মাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী সোমবার (০৮ আগস্ট)। জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী এবং নির্বাচিত দলীয় সকল কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
খুলনার দাকোপে শিশুশ্রম বন্ধ করি বিষয়ক র্যালি ও সভা অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
“সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে শিশুশ্রম বন্ধ করি বিষয়ক বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের এপিসি প্রকল্প ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে রবিবার বিকাল সাড়ে ৩ টা চালনা পৌরসভার ৩ নং ওয়ার্ডে চালনা শিশু ও কিশোর-কিশোরী ক্লাব থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে একই স্থানে চালনা পৌরসভার কাউন্সিলর রোস্তম আলী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, কাউন্সিলর নাসিমা বেগম, চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর আফরোজা খাতুন, সাংবাদিক পারুল বেগম প্রমুখ। সভায় চালনা পৌরসভার শিশু ও কিশোর কিশোরী ক্লাবের সদস্য বৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
জেলা যুবদল নেতা সখাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশের ভোটারবিহীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের নামে দেশের মানুষের হাতে বিদ্যুৎতের নামে হারিকেন ধরিয়ে দিয়েছে। সারা দেশে বিদ্যুৎতের লোডশেডিং ও জ্বালানি খাতের দূর্নীতির প্রতিবাদে বিএনপি’র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন যে আন্দোলন গঠে তুলেছে সে আন্দোলন দমানোর জন্য খুন, গুম ও গ্রেফতারের পথ বেছে নিয়েছে।
তারই ধারাবাহিকতায় খুলনার পুলিশ লীগ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শেষে খুলনা জেলা যুবদলের বিপ্লবী সিঃ সহ সভাপতি,সাবেক মহানগর ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ হেল কাফি সখাকে গ্রেফতার করেছে। জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখার পক্ষ থেকে সখাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। নিশিরাতের অবৈধ সরকারের উদ্দেশ্য বলতে চাই খুন,গুম ও গ্রেফতারের ভয় দেখিয়ে যুবদলের নেতাকর্মীদের খুলনার রাজপথে দমানো সম্ভব না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখার বিপ্লবী সভাপতি এস এম শামীম কবির ও সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ অবিলম্বে যুবনেতা সখার মুক্তির দাবি জানাচ্ছে।
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মো. আব্দুল মজিদ বিশ্বাস (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আটুলিয়া ক্লাবমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোটকুপোট গ্রামের মৃত জোনাব আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য অহিদুল ইসলাম জানান, সকালে নওয়াবেঁকী মাছের সেটে বেঁচাকেনা শেষে আব্দুল মজিদ তার স্ত্রীকে নেওয়ার জন্য আবাদচন্ডিপুর গ্রামে শ্বশুর বাড়ির দিকে রওনা হয়। একপর্যায়ে ক্লাবমোড় এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় পাশের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাসপাতালের চিকিৎসক খলিল হোসেন জানান, চলন্ত অবস্থায় চালকের আসনে থাকা আব্দুল মজিদ হৃদরোগে আক্রান্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়েন। ক্লিনিকে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।