মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি||
ঝিনাইদহের মহেশপুরে ৬টি সোনার বারসহ রাসেল(২৫)নামের একজন কে আটক করেছে ৫৮ বিজিবি। সোমবার সন্ধ্যায় উপজেলার বড়বাড়ি গ্রামের বাহার ইটভাটার নিকট পাকা রাস্তায় ইজিবাইক চালক রাসেলের পকেট থেকে ৬টি সোনার বারসহ তাকে আটক করে ৫৮ বিজিবি। ধৃত রাসেল উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মৃত রুবেলের ছেলে।
৫৮বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক প্রেস ব্রিফিং-এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির নায়েব সুবেদার মাহাবুব হোসেনের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে ৬টি সোনার বারসহ রাসেল(২৫)কে আটক করে। ধৃত রাসেল কানাইডাঙ্গা গ্রামের মৃত রুবেলের ছেলে। তার সাথে কথা বলে জানা যায়, তার গ্রামের কালু মিয়ার ছেলে আতাউল হক তাকে যশোর পাঠায়। যশোর লালদিঘিরপাড় থেকে টেলিফোনে যোগাযোগর মাধ্যমে জনৈক ব্যক্তি তার কাছে একটি ছোট প্যাকেট দিলে সে বহন করে নিয়ে আসছিল পথিমধ্যে সে বিজিবির হাতে ধরা পড়ে। সে আরো জানায়, সোনা চোরাকারবারি আতাউল হক তাকে মাসে ১৬ হাজার টাকা দেয়। গত ২০ দিনের ব্যবধানে ১২ ক্ষেপের মাথায় সে ধরা পড়লো।
বিজিবি আরো জানায়, ৬টি বারের ওজন ৫৯৯.৮৫ গ্রাম যার মূল্য ৪১লাখ ৮১হাজার ১শ ৬টাকা। এ ব্যাপারে মহেশপুর থানায় চোরাচালান আইনে মামলা হয়েছে।