খবর বিজ্ঞপ্তি।।
ভোলায় ‘পুলিশের হামলায়’ স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহতের ঘটনায় কেন্দ্রীয় বিএনপির দুইদিনের কর্মসুচির অংশ হিসেবে আজ সোমবার (০১ আগস্ট) দুপুর ১২টায় খুলনা মহানগর ও জেলার বিএনপির উদ্যোগে কালো ব্যাচ ধারন ও কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (০২ আগস্ট) বিকাল ৪টায় একই স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান এবং খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি রবিবার (৩১ জুলাই) এক যৌথ বিবৃতিতে দুই দিনের কর্মসুচি সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মী ও খুলনাবাসির প্রতি আহবান জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশি হামলা ও গুলিবর্ষণের ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রের মুখোশ উন্মোচন হয়েছে। একদলীয় শাসন প্রতিষ্ঠা ব্যবস্থা, বিনা ভোটে সরকার গঠন করা এবং জনগণের ন্যায্য দাবিগুলো পদদলিত করা সেটা প্রস্ফুটিত হয়েছে।
