বিনোদন ডেস্ক।।
সম্প্রতি নেটিজেনদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব করেছিলেন জাহ্নবী। সেখানে বিভিন্ন প্রশ্ন করেন নেটিজেনরা। সেখানে একজন নায়িকাকে জিজ্ঞাসা করেন, তিনি কোন খাবার খেতে ভালোবাসেন? বিরিয়ানি না সম্বর? নায়িকা অবাক করে দিয়ে বলেন, তাকে ভারতের বাইরে এত শুট করতে হচ্ছে যে ভারতীয় খাবার পেলেই খুশি হয়ে যান। ভারতীয় কিছু পেলেই আর কোনো বাদ-বিচার করেন না।
