খবর বিজ্ঞপ্তি।।
খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ এ্যাড. শেখ মোঃ নুরুল হকের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৯ জুলাই) সকালে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আলহাজ¦ মাহবুবুল আলম, আওয়ামী লীগ নেতা সমীরণ সাধু, রশিদুজ্জামান, আব্দুর রাজ্জাক মলঙ্গী, জিএম ইকরামুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক এসএম রেজাউল হক, হেমেশ চন্দ্র মন্ডল, নির্মল অধিকারী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রইসুল ইসলাম।