বাগেরহাট সংবাদদাতা।।
৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে ট্রলারভর্তি মাছ নিয়ে উপকূলে ফিরতে শুরু করেছেন বাগেরহাটের জেলেরা। দুই দিনে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহত্তম সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র কেবি (খুলনা-বাগেরহাট) বাজারে ৫০ লাখ টাকা মূল্যের ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ বিক্রি হয়েছে।
মঙ্গলবার ভোরে দড়াটানা নদীর তীরে শহররক্ষা বাঁধসংলগ্ন বাজারটিতে জেলে, পাইকার, আড়তদার ও মাছ ক্রেতাদের হাঁকডাক দেখা যায়। কেউ ট্রলার থেকে ঝুড়ি দিয়ে মাছ আনছেন। কেউ পাইকার ডাকছেন, কেউ মাছ ক্রয় করে ফিরে যাচ্ছেন।
এক কেজি ওজনের ইলিশ ৮০০ থেকে ১ হাজার টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। এ ছাড়া ঢেলা মাছ ১৫০ থেকে ২০০ টাকা, লইট্যা ১০০ থেকে ১২০ টাকা, পোয়া ২৫০ থেকে ৩০০ টাকা, বেলে ২৫০ থেকে ৩০০ টাকা এবং রূপচাঁদা মাছ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা।
জেলে ইউনুস আলি বলেন, ‘ট্রলারভর্তি মাছ নিয়ে ফিরতে পেরে ভালো লাগছে। আজকে আমাদের প্রায় ৭ লাখ টাকার মাছ বিক্রি হয়েছে।’
কেবি মাছ বাজার আড়তদার সমিতির সভাপতি শেখ আবেদ আলী জানান, সামুদ্রিক মাছ আহরণ ও বিক্রির সঙ্গে জেলার লক্ষাধিক মানুষ জড়িত। গত দুই দিনে মাছ নিয়ে এ ঘাটে ১০টি ট্রলার ভিড়েছে। এর মধ্যে সোমবার সর্বোচ্চ ১৫ লাখ টাকার মাছ বিক্রি হয় একটি ট্রলার থেকে। সব মিলিয়ে ৫০ লাখ টাকার বেশি মাছ বিক্রি হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা এসএম রাসেল বলেন, জালে বেশ ভালো মাছ উঠছে বলে জানতে পেরেছেন তিনি। এবার জেলেরা তাঁদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন আশা তাঁর।