ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর দক্ষিনপাড়া (যতিনের মোড়) এলাকার একটি বাড়ীতে চেতনাশক ওষুধ খাইয়ে একই পরিবারের ৪জনকে অসুস্থ্য করে পালিয়েছে অজ্ঞাত দুবৃত্তরা। সোমবার গভীর রাতে তৈয়েব আলী মোল্লার পুত্র শরিফুল ইসলাম মোল্লার বাড়ীতে এঘটনা ঘটে। স্থানীয়রা অচেতন অবস্থায় বাড়ির সকলকে উর্দ্ধার করে খুমেকে ভর্তি করেছেন। তবে পরিবারের সকলে অচেতন থাকায় নগদ টাকা ও মালামাল খোয়া গেছে কি না তা সঠিক ভাবে জানা যায়নি।
প্রতিবেশী তরিকুল ইসলাম জানান, সোমবার রাতে বাড়ির সকলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এর আগে সম্ভাবত দুবৃত্তরা জালানার ফাঁকা দিয়ে সুকৌশলে খাবারের সাথে চেতনাশক ওষুধ প্রয়োগ করেন। সকালে স্থানীয়রা অচেতন অবস্থায় গৃহকর্তা শরিফুল মোল্লা (৪০), তার স্ত্রী কাজল বেগম (৩২), পুত্র সহিদুল (১২) ও আরিফুল-(৩)কে উদ্ধার করে খুমেকে ভর্তি করেছেন। বাড়ীর সকলে অচেতন থাকায় কি পরিমান মালামাল অজ্ঞাত দুবৃত্তরা নিয়েছেন তা সঠিক ভাবে জানা যায়নী।