বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ জুয়েল এমপি’র সাথে কেসিআরএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নব-নির্বাচিত নেতৃবৃন্দ। কেসিআরএ নেতৃবৃন্দ সাংসদের বাসভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় তিনি বলেন- জাতির জনকের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের উন্নয়নে সর্বদা আন্তরিক। পদ্মা সেতু বাস্তবায়নের কারণে ব্যবসায়ীরা খুলনাসহ দক্ষিণাঞ্চলে বিনিয়োগ শুরু করছেন। দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা লোকসান কাটিয়ে এখন লাভজনক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। আগামী দিনেও এঅঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকার যথাযথ ভূমিকা রাখবে বলে তিনি আশ^স্ত করেন। এছাড়া এই সংগঠনের তরুন সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য সোহাগ দেওয়ান, আউয়াল শেখ প্রমুখ।
সরকারী সহায়তা কাজে লাগিয়ে আমাদের অধিক মাছ উৎপাদনে অধিক মনযোগী হতে হবে: হুইপ পঞ্চানন বিশ্বাস
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
বর্তমান সরকার মৎস্য সম্পদের উন্নয়নে নানামূখী কর্মসূচী বাস্তবায়ন করে চলেছেন। এ অঞ্চলের নদীনালা ভরাট হয়ে পানির স্বাভাবিক চলাচল বাধাগ্রস্থ হওয়া এবং অসাধুদের নির্বিচারে মাছের পোনা নিধনের ফলে স্বাভাবিকভাবে মৎস্য উৎপাদন কমে গেছে। বর্তমান জনবান্ধব সরকার সেটা উপলব্ধি করে ব্যাপক খাল খনন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস্য চাষের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিশ্বে মাছ উৎপাদনে বর্তমান অবস্থা অচিরেই দ্বিতীয় পর্যায়ে উন্নতি হতে সরকারি সহায়তা কাজে লাগিয়ে আমাদের অধিক মাছ উৎপাদনে অধিক মনযোগী হতে হবে। “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এ কথা বলেন। রবিবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, নৌ পুলিশের ওসি আব্বাস মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ সরদার, ফিশারিজ এন্ড লাইভহুড স্পেশালিষ্ট অফিসার মাসুদুর রহমান, অধ্যক্ষ অসীম কুমার থান্দার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, মৎস্য চাষি নরেশ রায়, রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার বিপুল কুমার দাশ, সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা, ক্ষেত্র সহকারী তোফায়েল আহমেদ, আলমাস হোসেন, অফিস সহকারী আব্দুর রউফ প্রমুখ। সভা শেষে দল ভিত্তিক আধুনিক পদ্ধতির খাচায় মাছ চাষে বিশেষ সফালতার জন্য শ্রীমন্ত কাটাখালী মৎস্য চাষি সমিতি, মুক্তা চাষে মোস্তাফিজুর রহমান, চিংড়ী চাষে হিমাংশু সরদার, কাকড়া চাষে লাভলু গাজী এবং শিং মাগুর চাষে বিশেষ সফলতার স্বীকৃতি হিসাবে প্রধান অতিথি তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এর আগে বর্ণাঢ্য র্যালী চালনা বাজার প্রদক্ষিন শেষে উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সব শেষে মাছ চাষের উপর বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। অনুষ্ঠানে উপজেলার মৎস্য চাষি সমিতি, নৌ পুলিশ, কোষ্টগার্ড ও সুধীমহল অংশ গ্রহন করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্দোগে খুলনা জেলার আওতাধীন সকল ইউনিয়ন পর্যায়ে দক্ষ জনশক্তি এবং সংগঠননিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষে গত কাল বিকাল সাড়ে৪টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আসাদুল্লাহ আল গালিব এর পরিচালনায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা আঃ সত্তার, এসকে নাজমুল হাসান,মোঃ হুমায়ুন কবির, মোঃ মেহেদী হাসান,মুফতি আঃ জববার আজমী,মাওলানা ওমর ফারখ, ইঞ্জিঃ সরদার মোঃ গোলাম সরোয়ার,সৈয়দ মোঃ মুস্তফিজুর রহমান,মোঃ শহিদুল ইসলাম
মোঃ আঃ হালিম,মোঃ বোরহান উদ্দিন, মোঃ মোস্তাফিজুর রহমান রুমি,মোঃ নুরুল হদা সাজু মোঃ আশরাফুল ইসলাম,মোঃ জামাল উদ্দীন, মোঃ আবদুল হাফিজ শেখ,মোঃ আবদুস সামাদ গাজী, আলহাজ্ব জাহিদুল ইসলাম,মোঃ শফিকুল ইসলাম মোঃআরজান আলী প্রমুখ।
মহসেন জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনা আদায়ে জরুরী সভা কর্মসূচি ঘোষনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে এক জরুরী সভা গতকাল সন্ধায় গাফফারফুড মোড়ে অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা আমির মুন্সির সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সাইফুল্লাহ তারেক, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, মোঃ আইনউদ্দিন, সৈয়দ আলী প্রমুখ । সভা থেকে মহসেন জুট মিলের যে সকল শ্রমিকরা ইতিমধ্যে মৃত্যুবরন করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় আগামি ২৬ জুলাই বিকাল ৫ টায় মহসেন জুট মিলগেটে দোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া চলতি সপ্তাহের ভিতর শ্রমিক কর্মচারী চুড়ান্ত পাওনাদী পরিশোধ করা না কঠোর কর্মসূচি ঘোষনার হুশিয়ারী দেন শ্রমিক নেতারা।
জাব্দিপুর রেল লাইনের ২ পাশ জুড়ে অভিযানের মধ্যেই কৌশলে চলছে মাদকের ব্যবসা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
৬ নং যোগিপোল ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ডের মাঝখানে রেল লাইনের অবস্থান । নিম্ন আয়ের মানুষ বেশি হওয়ার কারনে রেল লাইনের পাশ জুড়ে গড়ে ওঠেছে ঘনবসতি অনেক বছর ধরে এই এলাকাতে জমজমাট মাদকের ব্যবসা গড়ে ওঠেছে প্রশাসনের হস্তক্ষেপের কারনে অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে আসলেও করোনা কালিন সময়ে স্কুল কলেজ বন্ধ থাকায় যুবসমাজ ও স্কুল কলেজের ছাত্ররা উক্ত মাদক ব্যবসায়িদের কবলে পড়ে যায়। বর্তমানে জাব্দিপুর মসজিদ থেকে যোগিপোল কবরস্থান মসজিদ পর্যন্ত রেললাইনের ২ পাশ জুড়ে মাদক ব্যবসায়িদের আনাগোনা বেড়েছে, এ অবস্থায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ না করলে যুবসমাজ ধংসের মুখে পতিত হবে বলে মনে করেন এলাকাবাসি।
বাগেরহাটে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার একটি পরিবারের নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড,হামলা, চাদাবাজি, নারী নির্যাতন, চুরি, মিথ্যা মামলাসহ একাধিক অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। গতকাল দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ কনফারেন্স রুমে এলাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার বাদে কাড়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম মিন্টু। এ সময় বাদে কাড়াপাড়ার শেখ জাহিদুর রহমান ও শেখ লোকমান হাকিম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, সদর উপজেলার বাদে কাড়াপাড়া গ্রামের হাবিব শেখ ও তার পরিবার এলাকায় সমাজ বিরোধী, আইনবিরোধী কার্যকলাপ করার জন্য গ্রামের জনগনকে জিম্মি করে। এলাকার জনগন তাদের সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ট হয়ে পড়েছে। হাবিব শেখ ও তার পরিবার এলাকার নিরীহ মানুষের সাথে প্রতারনা করে মিথ্যা মামলায় জড়ায় ও বিভিন্ন মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট। কোন আইন কানুনের তোয়াক্কা না করে সে তার অসামাজিক, অপরাধ মূলক কর্মকান্ড নিরবিছিন্ন ভাবে পরিচালনা করে যাচ্ছে। সে এলাকায় বিভিন্ন নারী নির্যাতন করে আসছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন, চুরিসহ একাধিক মামলা রয়েছে। লিখিত সংবাদ সম্মেলনে আরো জানান, সে সাধারন মানুষের নামে মিথ্যা মামলাসহ জোর পূর্বক সম্পত্তি দখল করে ও অত্যন্ত সু-কৌশলে অর্থ আদায় করে। এই হাবিব ও তার পরিবারের অত্যাচারের হাত থেকে বাচতে বাগেরহাট মডেল থানায় একাধিক অভিযোগ রয়েছে। তাদের এই অত্যাচার থেকে বাচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে হাবিব শেখ জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা,বানোয়াট । তারা নিজেদের স্বার্থস্বিদ্ধির জন্য আমার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ এনেছে।
জেলার চাহিদা মিটিয়ে বাগেরহাটের মাছ যায় সারা দেশে
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দিন দিন মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখন বাগেরহাটের মাছ যাচ্ছে সারা দেশে। চলতি অর্থ বছরে বাগেরহাটে ১ লক্ষ ২৭ হাজার ৬৪৭ মেট্রিকটন মাছ উৎপাদন হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৮৩৯ মেট্রিকটন চিংড়ি এবং ৮৯ হাজার ৮৩৯ মেট্রিক টন সাদা মাছ রয়েছে। উৎপাদনের দিক দিয়ে দেশের ৩২শতাংশ চিংড়ি উৎপাদন হয় বাগেরহাটে। এই উৎপাদনের পরিমান আরও বৃদ্ধি করতে নানা উদ্যোগ নিয়েছে জেলা মৎস্য বিভাগ। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে শনিবার (২৩ জুলাই) বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বাগেরহাট জেলা মৎস্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, বাগেরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি প্রমুখ। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলায় চিংড়ি ও সাদা মাছ চাষের সম্ভাবনা, চ্যালেঞ্জ, সুপারিশ ও মৎস্য অধিদপ্তরের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে বাগেরহাটের কর্মসূচির বিস্তারিত উল্লেখ করেন মৎস্য বিভাগ।
কর্মসূচির মধ্যে শনিবার (৩২ জুলাই) থেকে শুক্রবার (২৯ জুলাই) পর্যন্ত সাতদিন ভ্যাপি মাইকিং ও লিফলেট বিতরণ, রবিবার (২৪ জুলাই) সকালে র্যালী, মাছের পোনা অবমুক্ত করণ ও মৎস্য সেক্টরে সরকারের সাফল্য বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন, সোমবার (২৫ জুলাই) মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মঙ্গলবার (২৬ জুলাই) অবৈধ জাল ও নেটপাটার বিরুদ্ধে অভিযান, বুধবার (২৭ জুলাই) মাছচাষীদের সেবা প্রদান, মাটি ও পানি পরীক্ষা, বৃহস্পতিবার (২৮ জুলাই) সুফলভোগীদের প্রশিক্ষন ও উপকরণ বিতরণ, সর্বশেষ দিন শুক্রবার (২৯ জুলাই) মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
বাগেরহাটে বিধবাকে মারধর, আশ্রয়ন প্রকল্প থেকে উচ্ছেদের পায়তারা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে আশ্রয়ন প্রকল্প থেকে উচ্ছেদ করতে মহিতোন বেগম নামের এক বিধবাকে মারধর ও বসতঘর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ন্যায় বিচার পেতে শনিবার (২৩ জুলাই) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্থ মহিতোন বেগম।
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কলাবাড়িয়া আদর্শ গ্রামের বাসিন্দা মহিতোন বেগম বলেন, ১৭ বছর পূর্বে আদর্শ গ্রামের বাসিন্দা ছিদ্দিক শেখ ৫০ হাজার টাকার বিনিময়ে আদর্শ গ্রামে থাকা তার বসতঘরটি আমার অনুকূলে হস্তান্তর করে দেয়। সেই থেকে ওই ঘরে থেকে আমি জীয়ের কাজ করে সংসার চালাই, কারণ আমার কোন জমি ও ঘরবাড়ি নেই। কিন্তু মাস দুয়েক আগে হঠাৎ করে ছিদ্দিক ও তার স্ত্রী লাবনী এসে আমাকে ঘর ছেড়ে দিতে বলে। তখন আমি জানাই, আমারতো কোন ঘরবাড়ি নেই, আমি কোথায় যাব। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য সবুজ মুন্সি ও গোলাম কবিরকে জানালে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে জানান। কিন্তু এর দুইদিন পরে স্থানীয় মাদকসেবী ছুটুল শেখ ও লোকমান শেখ আমার কাছে আসেন। ছিদ্দিক ও তার স্ত্রীকে এলাকা ছাড়া করতে ২০ হাজার টাকা দাবি করে। আমি তাদেরকে বলি আমি খুব অসুস্থ্য কোথায় টাকা পাব। এটা বললে তারা আমাকে হুমকী দিয়ে চলে যায়। পরে তিনদিন পর বিকেল ৪টার দিকে ছুটুল শেখ, লোকমান, ছিদ্দিক ও তার স্ত্রী লাবনীসহ আরও ৫-৬জন আমার বাড়িতে আসে। আমার বাড়ি ঘর ভাংচুর করে এবং আমাকে মারপিট করে। পরবর্তীতে আমার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য সবুজ মুন্সি বলেন, মহিতোন বেগম খুবই অসহায় একজন নারী। তাকে অন্যায়ভাবে মারধর করেছে ছিদ্দিক, ছুটুল ও তাদের লোকজন। এর সঠিক বিচার হওয়া দরকার।
অভিযুক্ত ছুটুল শেখ বলেন, একটি মারামারির ঘটনা শুনেছি। তবে মারামারির সময় আমি সেখানে ছিলাম না। তার কাছে টাকাও চাইনি। বরং স্থানীয় ইউপি সদস্য সবুজ মুন্সি ও গোলাম কবির আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বাগেরহাট মডেল থানার এসআই আলমগীর মোড়ল বলেন, মহিতোন বেগম একটি অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাগেরহাটে বিদেশে নেওয়ার কথা ১৭ লক্ষ টাকা আত্মসাৎ
বাগেরহাট প্রতিনিধি
ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে বাগেরহাটের মোড়েলগঞ্জে এক ব্যক্তির কাছ থেকে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা সর্বস্ব হারিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন বিপাকে পড়েছেন। প্রতারণার শিকার সাব্বির হাওলাদার হলেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের রেজাউল হাওলাদারের ছেলে। রেজাউল হাওলাদার একজন প্রবাসী।
এলাকায় একাধিকবার গ্রাম্য সালিস হলেও কোনো সুরাহা হয়নি। পরে পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগীর পরিবার খুলনা খালিশপুরের মোঃ আব্দুল্লাহ আল মামুন(৩৭), হাসিনা মতিন (৫০) ও যশোর সদরের মোঃ আলাউদ্দিন মোল্লার বিরুদ্ধে ভুক্তভোগীর মাতা সালমা বেগম বাগেরহাট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছেন।
মামলার আরজি ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভালো বেতনের চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে পর্তুগাল পাঠানোর কথা বলে সাব্বির হাওলাদারের পরিবারের কাছ থেকে চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত কয়েক কিস্তিতে ১৭ লাখ টাকা নেন। তারা বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সকল টাকা নেয়। গত ২৪মে সাব্বির হাওলাদের প্লেনের টিকিট ও ভিসা নিশ্চিত হয়েছে বলে ঢাকায় যেতে বলে। সালমা বেগম তার ছেলেকে নিয়ে ঢাকা গেলে সকল আসামীদের মোবাইল বন্ধ পায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগীরা তাঁদের টাকা ফেরত চান। পরে পারিবারিকভাবে আসামীদের পরিবারকে অবহিত করা হয়। পরে এলাকায় একাধিকবার গ্রাম্য সালিস হলেও কোন সমাধান করেনি। এখন তারা বলছে আমরা বিদেশে নেওয়ার কথা বরিনি এমনকি কোন প্রকার লেনদেন হয নাই।
ভুক্তভোগীর মাতা সালমা বেগম বলেন, বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি ও বন্ধক রেখে এবং এনজিও থেকে সুদে টাকা নিয়ে তাদের দিয়েছেন। এখন সুদের টাকা পরিশোধ করতেই হিমশিম খেতে হচ্ছে। সন্তানদের নিয়ে সংসারের খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের ০১৭০১৬২২৬১৫ নম্বর বন্ধ পাওয়া যায়।
মৎস্য সপ্তাহে মোংলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়
মোংলা প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভা করেছে মোংলা উপজেলা মৎস্য অধিদপ্তর। রবিবার (২৪ জুলাই) দুপুরে মৎস্য অফিসে এই সভার আয়োজন করা হয়। সহকারী মৎস্য কর্মকর্তা এ জেড তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় মূল আলোচনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। এসময় তিনি বলেন, মৎস্য চাষীদের উদ্ভুদ্ধ করতে সরকারের নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। চাষীরা যাতে সঠিক নির্দেশনা পেয়ে মাছ চাষ করতে পারে সে লক্ষেই কাজ করা হচ্ছে। এসব সাংবাদিকদের মাধ্যমে তুলে ধরতে তিনি অনুরোধ করেন।
আগামী ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ এর মূল্যায়ন করতে সফল মৎস্যচাষী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হবে বলেও অনুষ্ঠিত সভায় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক আহসান হাবিব হাসান, আবু হোসাইন সুমন, আবুল হাসান, নুর আলম শেখ, এনমুল হক, মাহমুদ হাসান ও আমির হোসেন আমু।ং
দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
দাকোপ (খুলনা) প্রতিনিধি
দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্ত করন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ^াস সভায় সভাপতিত্ব করেন। সভায় স্বগত বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন. উপজেলা ভাইস চেয়ারম্যান গৌর পদ বাছাড়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জল দত্ত। বক্তৃতা করেন পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ সরদার, ফিশারিজ এন্ড লাইভহুড স্পেশালিষ্ট অফিসার মাসুদুর রহমান, অধ্যক্ষ অসীম কুমার থান্দার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, মৎস্য চাষি নরেশ রায়, রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার বিপুল কুমার দাশ, সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা, ক্ষেত্র সহকারী তোফায়েল আহমেদ, আলমাস হোসেন, অফিস সহকারী আব্দুর রউফ প্রমুখ। সভা শেষে দল ভিত্তিক আধুনিক পদ্ধতির খাচায় মাছ চাষে বিশেষ সফালতার জন্য শ্রীমন্ত কাটাখালী মৎস্য চাষি সমিতি, মুক্তা চাষে মোস্তাফিজুর রহমান, চিংড়ী চাষে হিমাংশু সরদার, কাকড়া চাষে লাভলু গাজী এবং শিং মাগুর চাষে বিশেষ সফলতার স্বীকৃতি হিসাবে প্রধান অতিথি তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। সব শেষে মাছ চাষের উপর বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। অনুষ্ঠানে উপজেলার মৎস্য চাষি সমিতি, নৌ পুলিশ, কোষ্টগার্ড ও সুধীমহল অংশ গ্রহন করেন।
সুন্দরবনের শ্যালী নদীতে পানি খেতে নেমে কুমিরের আক্রমণের শিকার গরু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় সুন্দরবনের শ্যালা নদীতে পানি খেতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়েছে একটি গরু। কুমির গরুটির পিছনের রান ও দুই পা কামড়ে জখম করে। পরে বনবিভাগ গরুটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছেন।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ের বোটম্যান মোঃ মিজানুর রহমান জানান, রবিবার বিকেল ৫টার দিকে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার চাঁদপাই ফরেস্ট লঞ্চ ঘাট সংলগ্ন শ্যালা নদীর তীরে একটি গাভী গরু পানি খেতে নামে। গরুটি পানি খেতে নামলেই শ্যালা নদীর ওই জায়গা থাকা একটি বিশাল কুমির গরুটির উপর আক্রমণ করে। কুমিরটি গরুর পিছনের ডান রানে কামড়ে ধরে টানতে থাকে। আর গরুটিও ছাড়িয়ে যাওয়ার জন্য উপরের দিকে উঠতে থাকে। গরুর রানে কামড়ে থাকা অবস্থায় কুমিরও প্রায় অর্ধেক পরিমাণ তীরে উঠে যায়। কুমির ও গরুর ধস্তাধস্তি এবং গরু ডাকে লঞ্চঘাটের লোকজন ছুটে আসে। পরে লোকজনের তাড়া ও শব্দে কুমির গরুটিকে ছেড়ে নদীতে চলে যায়। পরে গরুটি সেখান থেকে উদ্ধার করে এনে মালিকের কাছে দিয়েছি। মালিক গরুটির চিকিৎসার জন্য দ্রুতই পশু হাসপাতালে নিয়ে গেছেন।
বনবিভাগের বোটম্যান মিজান আরো বলেন, কুমিরে গরু ধরার খবর পেয়ে ষ্টেশনের অপর বোটম্যান সুলতান মাহমুদ ও বনপ্রহরী অসিম কুমার গিয়প গরুটি উদ্ধার করে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গরুর মালিকের কাছে হস্তান্তর করি। এ গরুর মালিক হলো জয়মনি এলাকার নাগেরপুকুর পাড়ের শ্যামল মজুমদার। তিনি আরো বলেন, কুমিরের আক্রমণে গরুটির পিছনের রান ও দুই পাসহ শিরায়ও মারাত্মক জখম হয়েছে। রান ও পায়ের কয়েক জায়গার মাংস কামড়ে থেতলে গেছে। ওই গাভী গরুটির পেটে ৫ মাসের বাচ্চা রয়েছে বলেও জানান তিনি।
ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহ উদযাপনে র্যালি ও আলোচনা সভা
ডুমুরিয়া প্রতিনিধি
“নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশথ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে ২য় দিনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ডুমুরিয়া উপজেলা সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার পুকুরে কার্প জাতীয় মাছ অবমুক্ত করা হয়। এরপর সকাল সাড়ে ১১ সময় ডুমুরিয়া উপজেলা প্রসাশনিক ভবনের সামনে থেকে বিশাল একটি র্যালি খুলনা সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, ওসি সেখ কনি মিয়া প্রমুখ।
ডুমুরিয়ায় ইউপি মেম্বর এসোসিয়েশন’র পক্ষ থেকে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ
ডুমুরিয়া প্রতিনিধি
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন ডুমুরিয়া উপজেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে রবিবার সকালে উপজেলা স্বাধীনতা স্মৃতি চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ভাইস-চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, শারমীনা পারভীন রুমা ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান কে ফুলেল শুভে”ছা জানান হয়। এ উপ¯ি’ত ছিলেন সংগঠনের আহ্বায়ক মেম্বর খান আবু বক্কার, সদস্য সচিব শেখ আব্দুল হালিম মুন্না, মুজাহিদুল হক, মোঃ মহিউদ্দিন আহমেদ, শেখ মাহবুর রহমান, মোঃ আয়ূব আলী, নাজমুল হাসান বকুল, মোক্তার হোসেন, আব্দুল গফফার, সরদার মাসুদ রানা, তরুণ কুমার মন্ডল, বাবলুর রহমান, মনিরুল ইসলাম,মনোজ সরকার, শফিকুল ইসলাম, নার্গিস খাতুন, আরজিনা বেগম, আসমা বেগম, হালিম সরদার, দেবব্রত সরদার,আলি আজম, মিলন, জিএম আছাবুর রহমান, মতিয়ার রহমান, পলাশ দাস প্রমুখ।
দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
নিরাপদ মাছে ভোরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় বর্নাঢ্য শুভযাত্রা, উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি। উপজেলা মহিলা কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায় এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ব, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, স্বাগত বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, অধক্ষ্য অসিম কুমার থানদারসহ মৎস্য চাষীবৃন্দ।
রামপালে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী আলোচনা
মেহেদী হাসান,রামপাল ।।
রামপালে মৎস্য সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মৎস্যপোনা অবমুক্ত কারা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ থেকে র্যালীটি বের করা হয়েছে।
উপজেলা পরিষদের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করা শেষে পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অন্জন বিশ্বাস, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, পিআইও মো. মতিউর রহমান, ওসি (তদন্ত) রাধেশ্যাম, সম্প্রসারণ কর্মকর্তা এইচ, বি, এ সাত্তার প্রমুখ।
বক্তাগণ বলেন রামপাল উপজেলা একটি মৎস্য সমৃদ্ধ উপজেলা। এখানে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি উৎপাদনে বিখ্যাত উপজেলা। এখানে বাগদাদ চিংড়ি, গলদা চিংড়ি, সাদা মাছ, কাকড়া, কুচিয়া ও কার্প জাতীয় মাছ বিপুল পরিমাণ চাষ হয়ে থাকে। এখান থেকে দেশের অভ্যন্তরে সরবরাহ ও বিদেশে কোটি কোটি টাকার মাছ রফতানি হয়। আমাদের চাষিরা যাতে আরও বেশি লাভবান হতে পারে সে জন্য আমরা সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। লোকবলের অভাবে আমাদের কাংখিত সেবা প্রদান কিছুটা ব্যাহত হচ্ছে।
আপনারা মৎস্যমান নিয়ন্ত্রণ আইন মেনে মৎস্য ক্রয় বিক্রয় করবেন। আর আধুনিক পদ্ধতিতে চাষ করলে আমরা এ খাতকে আরও বহুগুণ বৃদ্ধি করতে পারবো। এ জন্য নারী ও পুরুষে সকালের সহযোগীতা প্রয়োজন।
মহেশপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে কপোতাক্ষ নদে মাছের পোনা অবমুক্ত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালনে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার সকালে কপোতাক্ষ নদে মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খাঁন চঞ্চল।
উপজেলা মৎস্য বিভাগের কর্মসূচীর অংশ হিসেবে মিশ্র জাতের রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খাঁন চঞ্চল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার,পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম,থানা অফিসার ইনর্চাজ (ভারপ্রাপ্ত) ইসমাইল হোসেন,পৌর কাউন্সিলর শ্যামাপদ হালদার,সস্তা বাওড় সভাপতি আমজাদ হোসেন,নলপাতুয়া মৎস্যজীবি সমিতির সভাপতি হাবিবুর রহমান,নস্তী বাওড় সভাপতি নিত্যপদ হালদার প্রমুখ। অনুষ্ঠান শেষে সফল মাছ চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খাঁন চঞ্চল।
মোংলায় দিনে ৩/৪ বারের লোডশেডিংয়ে চরমভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় প্রতিদিন গড়ে ৩/৪ বারের লোডশেডিংয়ে অতিষ্ঠ ব্যবসায়ীরা। যখন তখন ঘন ঘন বিদ্যুৎ যাওয়ায় কারখানা ও দোকানের মালামাল নষ্টের পাশাপাশাশি কমে গেছে বেচা-কেনাও। আর সন্ধ্যায় লোডশেডিংয়ে পড়াশুনায় চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা।
রবিবার দুপুর ১২ টায় বিদ্যুৎ গিয়ে আসে টানা এক ঘন্টা পর দুপুর ১টায়। এভাবেই দুপুর, দুপুরের পর, বিকেলে, সন্ধ্যায়, রাতে ও ভোরে একাধারে চলছে লোডশেডিং। এক ঘন্টা, পৌনে এক ঘন্টা, আধা ঘন্টা করে ৩/৪ বার হচ্ছে লোডশেডিং। এতে চরম ক্ষতি ও ভোগান্তীতে পড়েছেন স্থানীয় কলকারখানা মালিক, ঘোষ ডেয়ারী, হোটেল-মোটেল, মুদি ও খাবারসহ বিভিন্ন দোকানীরা। মালামাল নষ্টসহ বেচা-কেনা কমে গেছে ব্যবসায়ীদের। লোডশেডিংয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে ভূতুরে অবস্থা। তারপরও বিদ্যুৎ না থাকায় লোকজনও আসছেন কেনাকাটা করতে। গরমে দোকানে বসে অসুস্থ হয়ে পড়ছেন দোকানী ও কারখানা সংশ্লিষ্টরা। লোডশেডিংয়ের সময় কেউ কেউ বিকল্প ব্যবস্থায় লাইটের ব্যবস্থাও করলেও তাতে ব্যয়ও বাড়ছে তাদের।
পৌর শহরের শেখ আঃ হাই সড়কে ভ্যারাইটিস পণ্যের দোকানী মোঃ জালাল হোসেন বলেন, দিনেই তিন চার বার বিদ্যুৎ যাচ্ছে। এতে দোকানের ফ্রিজে থাকা বিভিন্ন পণ্য নষ্ট হচ্ছে। অন্ধকারে দোকানের থাকের মাল নামানো যায়না, আর কাস্টমারেরাও আসেন না। তারওরও গরম রয়েছেই। বেচা কেনা অনেক কমে গেছে।
সুতা, ব্যাগ ও খেলনা পণ্যের দোকানী মোঃ বুলবুল বলেন, লোডশেডিং দিলে দোকান অন্ধকার হয়ে যায়। নিজেরাও বসা যায়না, ক্রেতারাও ঢুকেন না। আইপিএস লাগিয়ে আলোর ব্যবস্থা করেছি। বেচা-কেনা করতে গিয়ে খরচ ও কষ্ট বেশি হয়ে যাচ্ছে।
বরিশাল বেকারীর মালিক মোঃ সোহেল বলেন, লোডশেডিং নিয়ে বড় বিপদে আছি, কারখানার কাঁচামাল নষ্ট হচ্ছে প্রতিদিন। কারণ ঘোষণা ছাড়া যখন তখন লোডশেডিং দেয়ায় কারখানার ওভেন, ট্রে, সাচে তৈরির বিস্কুট, রুটি ও কেকসহ নানা খাবার নষ্ট হয়ে যাচ্ছে।
সার ও কীটনাশক দোকানী মোঃ আবুল হোসেন খান বলেন, লোডশেডিংয়ে ৩/৪ ঘন্টা বিদ্যুৎ থাকছে। এমনিতেই প্রচন্ড তাপমাত্রা গরমে আরো অসুস্থ হয়ে পড়ছি। দোকানের বেচা কেনা অর্ধেকে নেমে গেছে। কারণ বিদ্যুৎ না থাকলে অন্ধকার ও গরমে লোকজন আসেনা, আবার ৮টায় দোকান বন্ধ করে দিতে হয়। ভীষণ সমস্যায় আছি যা বলে শেষ করা যাবেনা।
সাতক্ষীরা ঘোষ ডেয়ারী মালিক উত্তম কুমার বলেন, লোডশেডিংয়ে ফ্রিজ ও ফ্যান চালাতে না পারায় গরমে মিষ্টিসহ বিভিন্ন খাবার নষ্ট হচ্ছে। কোন কাস্টমার লোডশেডিং চলাকালে দোকানে আসেনা। বিভিন্ন কাঁচামালও নষ্ট হচ্ছে।
এছাড়া সন্ধ্যায় বিদ্যুৎ যাওয়ায় শিক্ষার্থীদের পড়াশুনারও মারাত্মক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকেরা। এছাড়া বাড়ীঘরে রান্নাবান্নাসহ নানা ধরণের সমস্যা হচ্ছে প্রতিনিয়তই।
শেহলাবুনিয়ার দীনেশ সাহা, নিলিমা বিশ্বাস ও মাদ্রাসা রোডের তরুন চন্দ বলেন, সন্ধ্যায় লোডশেডিং হওয়ায় ছেলে-মেয়েদের পড়াশুনার ভিশন ক্ষতি হচ্ছে। সামনে স্কুলে পরীক্ষা, এভাবে চলতে থাকলে লেখাপড়ার বড় ধরণের ক্ষতি হয়ে যাবে।
কলেজ মোড়ের বাসিন্দা এমরান হোসেন বলেন, লোডশেডিংয়ে শুধু বাড়ীতে পড়াশুনার ক্ষতি হচ্ছেনা। স্কুলেও গরম ক্লাস করতে পারছেনা শিশু-কিশোরেরা। এতে তারা আরো অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থ হয়ে পড়লে ভালভাবে লেখাপড়া করবে কিভাবে।
এদিকে পূর্ব থেকে কোন ধরণের ঘোষণা ছাড়াই যখন তখন লোডশেডিং না দেয়া ও সন্ধ্যা ৮ টায় দোকান বন্ধের সময় আরো বাড়ানোর দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে স্থানীয় পিডিবি কর্তৃপক্ষ প্রতিদিন দুই ঘন্টার লোডশেডিং দেয়ার ঘোষণা দিলেও মুলত তা মানা হচ্ছেনা বলেও অভিযোগ স্থানীয়দের।
পিডিবির মোংলার আবাসিক প্রকৌশলী মোঃ ফরহাদ হোসেন বলেন, এখানে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎতের চাহিদার বিপরতীতে সরবরাহ রয়েছে ৩০ মেগাওয়াট, ঘাঠতি থাকছে ১৫ মেগাওয়াট। তারপরও সরকারের নির্দেশনা মোতাবেক দিনে-রাতে দুইবার লোডশেডিং দেয়া হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ ৩/৪ বার বিদ্যুৎ যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লোডশেডিং দুইবার আর বাকী সময় বৈদ্যুতিক ত্রুটির কারণে হচ্ছে।
ডুমুরিয়ায় ভান্ডারপাড়া ইঊপিতে উন্নয়ন সমন্বয় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারি উন্নয়ন সং¯’া রূপান্তরের অপরাজিতা প্রকলপের সহযোগিতায় ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ইউপি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে। ইউপি সচিব এস এম রেজাউল হকের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা হীরা ফৌজদার, সুধা রানী মন্ডল, ইউপি সদস্য বিনীতা মন্ডল , সুচিত্রা বিশ্বাস, পারুল আক্তার , সুবীর মন্ডল, মলয় মন্ডল, রঞ্জন বালা, সজ্ঞয় বিশ্বাস, প্রীতিশ বৈরাগী, মান্নান সরদার, আনসার কমান্ডার আলী আহম্মেদ, এফপি আই প্রতাপ চন্দ্র মন্ডল, এফডব্লুএ রেবা গোলদার, এএইচএ পঙ্কজ কান্তি সরকার, দি হাঙ্গার প্রজেক্টের মাসুদ রহমান, আনসার দলনেতা তনয় কুমার বৈরাগী প্রমূখ।
কুয়েটে “লেক এন্ড ল্যান্ডস্কেপ” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
খবর বিজ্ঞপ্তি
“খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় ২৪ জুলাই রবিবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ^বিদ্যালয়ের “লেক এন্ড ল্যান্ডস্কেপ” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিনি কাজের গুনগত মান ঠিক রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো সুসম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এ বি এম মহীউদ্দিন, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন এবং বিশ^বিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের পাবলিক রিলেশনস অফিসার মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানে কুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার ও বিভাগীয় প্রধানগণসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
মহেশপুরে অতিরিক্ত গরমে বাড়ছে রোগবালাই, হাসপাতালে বাড়ছে রোগী
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি,
মাঝে মাঝে বৃষ্টি আর তীব্র তাপমাত্রা বাড়ার কারনে ডায়রিয়া,নিউমোনিয়াসহ নানা রোগের প্রকোপ বেড়েছে সীমান্তবর্তী উপজেলা ঝিনাইদহের মহেশপুরে। আবহাওয়ার তারতম্যর কারণে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ডায়রিয়া নিউমোনিয়সহ নানা রোগে চিকিৎসা নিতে ভিড় করছেন হাসপাতালে। এ ছাড়াও গরমে পেটের সমস্যা জনিত নানা রোগে চিকিৎসা নিতে আসা যুবক-বৃদ্ধাদের সংখ্যাও যেন কম নয়।
এদিকে বাড়তি রোগীর ঢলে হাসপাতালে দেখা দিয়েছে শয্য সংকট। চিকিৎসকরা বলছেন বাড়তি রোগীর চাপ সামলাতে হিমসিম খেতে হচ্ছে তাদের।
রবিবার সকালে ৫০ শয্যার হাসপাতাল ঘুড়ে দেখা যায় শিশুসহ ১০২জন রোগী ভর্তি রয়েছে মহেশপুর উপজেলা হাসপাতালে। শয্যা না থাকায় অনেক রোগীর চিকিৎসা হচ্ছে মেঝেতে ও বারান্দায়।
হাসপাতালের সিনিয়র নার্স নমিতা বালা রায় জানান, হঠাৎ রোগী বাড়ায় চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। নার্সরা জানান, স্বল্প জনবল দিয়ে সাধ্যমতো চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
সিনিয়র স্টাফ(নার্স) রমিজ রাজ বলেন,আয়া,ক্লিনারসহ বেশ কয়েকটি পদে স্টাফ না থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। রোগীর স্বজনরা বলছেন, বাড়তি রোগীর কারণে খুব সমস্যা নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালে। বিশেষ করে বাথরুম সমস্যা প্রকট।
শ্বাসকষ্টও গ্যাসের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসা পৌর এলাকার বাহার আলী বলেন,গতকাল রাতে ভর্তি হয়েছি। বেড না পাওয়ায় মেঝেতে থাকতে হচ্ছে। নেপা থেকে আসা রহিম বলেন,জমা-জমি সংক্রান্ত মারামারিতে আহত হয়ে ২দিন ধরে বেড না পেয়ে হাসপাতালের মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছি।
মহেশপুর হাসপাতালের আর এম ও ডাঃ রাজু আহমেদ বলেন,শয্যা সংকটে বাড়তী রোগীদের চিকিৎসা সেবা প্রদানে কিছুটা সমস্যা হচ্ছে। তারপরও করার কিছুই নাই,কারণ আমাদের পেশাটাই রোগীদের সেবা প্রদানের পেশা। তিনি আরও বলে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি করণের জন্য উর্ধতন কর্তীপক্ষের সাথে চিঠি চালাচালি চলছে দেখা কি হয়।
উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারে জরুরী পদক্ষেপ গ্রহণের দাবি নাগরিক প্রতিনিধিদের
শ্যামনগর প্রতিনিধি, সাতক্ষীরা।
উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে সুন্দরবনের পাশ্ববর্তী দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে (খুলনা-সাতক্ষীরা-বাগেরহাট) জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। একের পর এক ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দূর্যোগে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেখানকার বেড়িবাঁধ। ফলে স্বাভাবিক জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হচ্ছে। সম্প্রতি সাতক্ষীরা জেলার শ্যামনগর ও খুলনা জেলার কয়রা উপজেলাসহ উপকূলের বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙ্গে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষ সীমাহীন দূর্ভোগে পড়েছে।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে লোনা পানির আগ্রাসনে উপকূলবাসীর দূর্ভোগের চিত্র তুলে ধরার লক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’, ওয়াটার কিপারস-বাংলাদেশ এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক শরীফ জামিল, খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মণ্ডল, নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে, স্ক্যান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভীন, শহীদ আলীম সাহিত্য সংসদের সম্পাদক সানজিদুল হাসান প্রমূখ।
সংবাদ সম্মেলনে বাপা সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, পাকিস্তান আমলে পোল্ডার নির্মাণের সিদ্ধান্ত ভুল ছিলো। পোল্ডারকে ঘিরে বাঁধই এখন ওই অঞ্চলের বিপর্যয়ের কারণ। বাঁধ নির্মাণ করে সুমুদ্র থেকে জনপদকে বিচ্ছিন্ন করলে টিকে থাকা যাবে না। সাগরের সঙ্গে বসবাস করা শিখতে হবে। এ জন্য ঝুঁকিতে থাকা জনপদকে রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। একইসঙ্গে উপকূলের উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা নিতে হবে। উপকূলের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামতকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে উপকূলের ঝুঁকির চিত্র তুলে ধরে মোহন কুমার মণ্ডল বলেন, চলতি জুলাই মাসে জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙে উপকুলের অনেক অঞ্চল লবন পানিতে তলিয়ে গেছে। ওই সময়ে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল ও চট্টগ্রামের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে লক্ষাধির মানুষ নানান ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এবং সহস্রাধিক পরিবার বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। ওই সকল এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। ।
মূল বক্তব্যে আরো বলা হয়, ভৌগলিক অবস্থান, ঘন ঘন প্রাকৃতিক দূর্যোগ, ভঙ্গুর অবকাঠামো, দারিদ্রতা, দীর্ঘমেয়াদী লবণাক্ততা, সংকটাপন্ন কৃষি, প্রভৃতির কারণে উপকূলীয় এলাকার মধ্যে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ওই অঞ্চলের মানুষ বাঁচার স্বপ্ন হারিয়ে ফেলছে। ওদেরকে সেই স্বপ্ন ফিরিয়ে দিতে হবে। ওই এলাকাকে বিশেষ ঝুঁকিপূর্ণ এলাকা বা জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে উত্থাপিত সুপারিশে বলা হয়, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে উপকূলে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুন:নির্মাণ করতে হবে। জনসংখ্যার অনুপাতে পর্যাপ্ত সাইক্লোন শেল্টারসহ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। উপকূলীয় মানুষের সুপেয় পানির টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের আদলে উপকূলে ‘একটি বাড়ি একটি সেল্টার’ নির্মাণ করতে হবে। নদীভাঙ্গন ও ভূমিক্ষয় ঠেকাতে উপকূলে ব্যাপকহারে বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। সুন্দরবনসহ আশপাশের এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। উপকুলের রক্ষাকবচ বিশ্বঐতিহ্য সুন্দরবন রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। টেকসই উন্নয়নের স্বার্থে উপকূল উন্নয়ন বোর্ড গঠন করতে হবে।
ইলাইপুর , রুপসা, খুলনা ৩ আনসার ব্যাটালিয়নের বৃক্ষরোপন কর্মসূচি পালন
খবর বিজ্ঞপ্তি
গাছ লাগান পরিবেশ বাচান ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গত ০৫ জুলাই/২০২২খ্রি. তারিখে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২’ উদ্বোধন করেছেন । মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ও মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের উদ্যেগে সকল ইউনিট ও জেলায় বৃক্ষ রোপন কর্মসূচি চলমান রয়েছে । এরই ধারাবাহিকতায় ৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপসা, খুলনায় ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ভোধন করেন । চলমান এই কর্মসূচীর অংশ হিসেবে ৩ আনসার ব্যাটালিয়নে বিভিন্ন প্রজাতির ১০০ টি বৃক্ষ রোপনসহ এক বর্ণাঢ্য র্যালী ব্যাটালিয়ন সদর হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ, সহকারী পরিচালক মোঃ তৌফিক আনোয়ার, কোম্পানী কমান্ডার মোহাম্মদ নুরুজ্জামান, কোম্পানী কমান্ডার রাজিব হোসাইন ও ব্যাটালিয়নের সকল পদবীর সদস্যগণ ।
বৃক্ষ রোপন কর্মসূচী শেষে ৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, ৩ আনসার ব্যাটালিয়নের রোপিত এ চারাসমূহ দেশের বনজ সম্পদ বৃদ্ধি করবে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ বৃক্ষরোপণ কর্মসূচী সকলকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে, একই সাথে বাংলাদেশের টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা সেটিও নিশ্চিতকরণে অনেক বেশি সহায়ক হবে। তিনি আরো বলেন একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় ২৫ ভাগ এলাকা বনভূমী থাকা প্রয়োজন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলাবায়ুর সমতা বজায় রাখা, জমির ক্ষয়রোধ, বনজ সম্পদে সমৃদ্ধ হওয়া সব কিছুর জন্য চাই বন । এ জন্য আমি ব্যক্তিগতভাবে বৃক্ষ রোপন কর্মসুচিতে আগ্রহী ।
এ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপসা, খুলনা ব্যাটালিয়ন সদরে বনজ, ফলজ ও ভেষজ মোট ৩ ধরনের ১০০টি চারা রোপণ করেন ।
পরিকল্পিতভাবে চিংড়ি মাছ চাষ করতে হবে: তালুকদার আব্দুল খালেক
তথ্য বিবরনী
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে রবিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ‘মাছে ভাতে বাঙালী’ আমাদের দেশের ঐতিহ্যবাহী শ্লোগান ছিলো। সাদা সোনা খ্যাত চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করে আমরা দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতাম। কিন্তু এই সেক্টরের সাথে জড়িত কিছু লোকের অতি লোভের কারণে বিদেশে আমাদের সুনাম নষ্ট হয়েছে। চিংড়িতে অপদ্রব্য প্রয়োগের কারণে রপ্তানি হওয়া মাছ অনেকবার দেশে ফেরত এসেছে। মৎস্য সম্পদ রক্ষায় সুন্দরবনের নদী-খালে অবৈধভাবে বিষ দিয়ে মাছ ধরা যে কোন মূল্যে বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, সরকার ৫৩১ কোটি টাকা ব্যয়ে ৮৬ টি খাল খননের উদ্যোগ নিয়েছে। মৎস্য সপ্তাহ পালনকালে মানুষকে মাছচাষে উদ্বুদ্ধ করতে হবে। পরিকল্পিতভাবে চিংড়ি মাছ চাষ করতে হবে। চিংড়ির উৎপাদন বৃদ্ধির জন্য নতুন প্রজাতির ভেনামি চিংড়ির চাষ পরিকল্পনা সফল হবে বলে আশা করা যায়।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টাস এ্যাসোসিয়েশন এর সিনিয়র সহসভাপতি এস হুমায়ুন কবির। স্বাগত জানান জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন খুলনা ফিস্ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, সফল চিংড়ি চাষি প্রফুল্ল কুমার রায় প্রমুখ।
অনুষ্ঠানে ১৫জন সফল মৎস্যচাষি, চিংড়িচাষি, মৎস্য উদ্যোক্তা ও শ্রেষ্ঠ মৎস্যজীবী সংগঠনের মাঝে সিটি মেয়র সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন। এর আগে মেয়র নগরীর শহিদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় “আইফা অ্যাওয়ার্ড” পেলেন ইডা পরিচালক আকতার
তরিকুল ইসলাম লাভলু
সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভারতের “আইফা অ্যাওয়ার্ড” পেলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার ইডা সংস্থার পরিচালক মোঃ আকতার হোসেন।
শনিবার (২৩ জুলাই) বেলা ১২ টায় কলকাতা দমদম পৌরসভার অডিটোরিয়ামে অল ইণ্ডিয়া মহাত্না গান্ধী ইন্সটিটিউট অফ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি এর ব্যবস্থাপনায় ইন্টারন্যাশনাল সাইন্স টেকনোলজি এন্ড এডুকেশন কনফারেন্স ২০২২ এ যোগদান করে তিনি এই সম্মাননা পান।
অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী শ্রী রাধীর ঘোষের উপস্থিতিতে তার হাতে সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সৈকত মিত্র। এছাড়াও অন্যান্য পুরষ্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালযয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর হামিদা খানম।
অনুষ্ঠানে বাংলাদেশ সহ ভারত মহাদেশের অনেক গুণী ব্যক্তি উপস্থিত ছিলেন। মোট সাতটি দেশের গুণী ব্যক্তিদের ঐ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।
এদিকে আন্তর্জাতিক পর্যায়ে সম্মাননা অর্জন করায় ইডা সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নির্বাহী পরিচালক মোঃ আকতার হোসেনকে অভিনন্দন জানান। এসময় তিনি বলেন, এটাই আমার প্রথম আন্তর্জাতিক অ্যাওয়ার্ড হওয়ায় অন্যরকম অনুভূতি লাগছে। আগামীতে এর চেয়ে বড় কিছু পাওয়ার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি।
যশোরে পুলিশের সচেতনতায় চুরি হওয়া দেড় বছরে শিশু ফিরে পেল তার মাকে
যশোর প্রতিনিধি
চুরি হওয়া ছেলে শিশু বাবু ঝিনাইদাহ জেলা শৈলকুপা উপজেলার চরগোলনগর গ্রামের কামাল হোসেন ও মা ববিতা বেগম। মা ববিতা জানান , গত ২২ জুলাই ( শুক্রবার) বেলা ১২ দিকে বাবু বাড়ির সামনে খেলা করছিল। আধা ঘন্টা পর থেকে তাকে আর খুজে পায়নি।আমি ও আমার পরিবার ছেলেকে না পেয়ে দিশে হারা। আজ ( গতকাল শনিবার) পুলিশ বাড়িতে খরর দেয় ছেলেকে যশোর কোতোয়ালি থানায় আছে। শৈলকুপাতে যশোর কোতোয়ালি থানায় আসতে আসতে দেরি হয়ে গেল।
রাত ১ টার দিকে থানা থেকে পুলিশ শিশুটি ছেলেটি কোলে ফিরিয়ে দিল।
কোতায়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, গোপন সুত্রে খবর পাই সদরের আরিচপুর গ্রামে রনি নামে এক মানশিক প্রতিবন্ধী দেড় বছরের শিশুকে নিয়ে এলোমেল চলাফেরা করছে।এস আই মাইদুল ইসলাম খানকে ছেলেটিকে থানায় এনে ব্যাবস্থা নিতে বলা হয়।
এসআই খান মাইদুল ইসলাম বলেন শিশুটিকে উদ্ধার করে থানায় আনি।পরে বিভিন্ন থানায় বেতার বার্তায় খবর নিয়ে ছেলেটির পরিচয় নিশ্চিত হই ঝিনাইদাহ শৈলকুপার ববিতা- কামাল দম্পত্তির ছেলে বাবু।পরে ছেলের মাকে খবর দিয়ে আনায় এনে রাতে শিশুটিকে তার মায়ের কাছে বুঝে দেই।
কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমগীর হোসেন,কেশবপুর(যশোর)প্রতিনিধি :
কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ২৪ জুলাই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ , মৎস্য চাষী প্রভাষক মুহাসিন হোসেন, মৎস্যজীবি মনোহর গাইন প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য সেক্টরে বিশেষ অবদান রাখায় ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
থানায় ‘বিচার না পেয়ে’ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে গোসলের ভিডিও ধারণের অভিযোগে শামীম হোসেন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক মাদ্রাসাছাত্রী। কিন্তু বিচার না পেয়ে ক্ষোভে-দুঃখে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।
গত শনিবার থানা থেকে বাসায় ফিরে আত্মহত্যার চেষ্টা করেন ভিকটিম। এ ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ওই ছাত্রী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযুক্ত শামীম হোসেন উপজেলার বাকোশপোল গ্রামের মৃত সুজায়েত হোসেনের ছেলে। ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ালেখা করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বছরখানেক আগে গভীর রাতে শামীম ওই ছাত্রীর ঘরে ঢুকে। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে শামীমকে ধরে মারধর করে। পরে সালিশি বৈঠকে ক্ষমা চেয়ে পার পেয়ে যায় শামীম।
ভুক্তভোগী ছাত্রী জানায়, গত বুধবার মাদ্রাসা থেকে ফিরে সে টিউবওয়েলে গোসল করছিল। ওই সময় শামীম গোপনে তার গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করে। বিষয়টি বুঝতে পেরে সে চিৎকার দিলে তার মা এগিয়ে আসেন। পরে শামীমের ভাইজি পিংকির কাছ থেকে জানতে পারে সেখানে শামীম ছিল।
ভিকটিমের মা জানান, তিনি তাৎক্ষণিক স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেনকে ডেকে ঘটনার বর্ণনা দেন। ইউপি সদস্য তাকে আইনি পদক্ষেপের জন্য থানায় যাওয়ার পরামর্শ দেন। তিনি ওই দিনই থানায় গিয়ে শামীম হোসেন ও তার বড়ভাই শাহ আলমের বিরুদ্ধে অভিযোগ করেন।
তিনি জানান, রাতে থানার এসআই আবু বক্কার সিদ্দিকী শামীমের বাড়িতে এসে থানায় যাওয়ার কথা বলে চলে যান। পরদিন বৃহস্পতিবার তাদের থানায় আসতে বলেন। থানায় গেলে আসামিপক্ষ হাজির না হওয়ায় পরদিন শুক্রবার সকালে ফের থানায় আসার কথা বলে তাদের চলে যেতে বলেন এসআই আবু বক্কার।
ভুক্তভোগীর মা আরও জানান, শুক্রবার থানায় গেলেও আসামিপক্ষ হাজির না হওয়ায় পরদিন শনিবার থানায় আসার কথা বলা হয়। শনিবার থানায় গেলে অভিযুক্ত শামীম গ্রামের বাইরের লোকজন নিয়ে থানায় হাজির হয়। একপর্যায়ে এসআই আবু বক্কারের উপস্থিতিতে তার ছেলেসহ স্বামীকে মারধর করে থানা থেকে বের করে দেয় শামীমের লোকজন। এ ঘটনার পর বাড়িতে এসে তার মেয়ে ক্ষোভে-দুঃখে আত্মহত্যার চেষ্টা চালায়।
তিনি জানান, পুলিশ এ ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা বিবাদীপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানতে চাইলে এসআই আবু বক্কার বলেন, দুইপক্ষকে থানায় ডেকে মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু তাদের গোলযোগের কারণে ভেস্তে যায়।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান জানান, বিষয়টি তিনি নিজে তদন্ত করে ব্যবস্থা নেবেন।
সাতক্ষীরায় গৃহবধূকে কুপিয়ে হত্যা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গৃহবধূ তাসলিমা খাতুন (৩০) একই গ্রামের ইসমাইল গাজীর স্ত্রী। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাবুরার ৯নং সোরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।
নিহতের স্বজন পারুল বেগম জানান, তাসলিমা খাতুন তার দেবরের স্ত্রী। শনিবার রাত ১টার দিকে তাসলিমার ছেলেমেয়ের কান্নাকাটির শব্দ শুনে গিয়ে দেখি সে উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
এলাকাবাসী জানিয়েছেন, তাসলিমার স্বামী ইসমাইল একজন সহজ-সরল মানুষ। তার সরলতার সুযোগে একই এলাকার সাহেব আলী (২৫) ইসমাইলের বাড়িতে আসা যাওয়া করত। ঘটনার পর থেকে সাহেব আলী পালাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, হত্যার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য সাহেব আলীর মা ফাতেমা বেগমকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার রহস্য বের হবে বলে জানান তিনি।
ফুটবল খেলাকে কেন্দ্র করে মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নবম শ্রেণির মাদ্রাসার ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত হাসিব উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের চর ঝামা গ্রামের মৃত শায়েখ মুন্সির ছেলে।
শনিবার বিকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হাসিব ঝামা বরকতুল উলুম ফাজিল মাদ্রাসার নবম শ্রেণিতে পড়া লেখা করত। তিন বোন দুই ভাই মধ্যে হাসিব সবার ছোট ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা গেছে, শনিবার বিকালে চর ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে একই লিয়াকত আলীর ছেলে সুমনের (১৫) মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনা সুমন বাড়িতে গিয়ে জানায়। পরে সুমন ২০-৩০ জন লোকজন ডাল, সরকি, রামদা, চ্যান্দাসহ দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যালয়ের সামনে একা বসা থাকা হাসিব উপর হামলা করে সরকি দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রতিবেশী ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের বেশ কিছু বাড়িঘরও ভাংচুর করা হয় এবং সাইফার (৬০), মনোয়ারা খাতুনসহ (৪০) বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে সাইফার ও মনোয়ারাকে গুরুতর অবস্থায় ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা।
এর আগে শুক্রবার মধুমতি নদীর পাড়ে তাস খেলা নিয়ে ওই গ্রামের লুৎফর মোল্যার ছেলে ইউসুফ ও আশরাফুল সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। অনেকের ধারনা ফুটবল খেলা নামমাত্র সে ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে হাসিবকে হত্যা করা হয়েছে।
রাত ৯টার দিকে হাসিবের মৃত্যুর খবর শুনার পর থেকে মধুমতি নদীর পূর্ব পাড়ে দুর্গম চর ঝামা গ্রামে রাতে হাসিবের বাড়িতে শোকের মাতম চলছে। মা মাজেদা খাতুন ভাই বোন ও প্রতিবেশীদের কান্না আহাজারি চলছে। পিতৃহারা বাড়ির নিরিহ ছোট ছেলেকে কি কারণে হত্যা করল তার কারণ খুঁজে পাচ্ছে না।
নিহত হাসিবের বড় ভাই আমানত মুন্সী কান্নাজড়িত কণ্ঠে বলেন, খেলা বা জমিজমা নিয়ে কিংবা ওই দুই পক্ষের কারও সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে তার নিরপরাধ ভাইকে খুন করল কেন? নিরপরাধ হাসিব হত্যাকারীদের গ্রেফতার করে ন্যায়বিচারের দাবি করেন।
হাসিবের নিহতের খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সলিমুল্লা ও সার্কেল মো. হাফিজুর রহমান।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, পূর্ব বিরোধ ও আজকের ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে হাসিব নিহত হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় দোষীদের আটকের চেষ্টা চলছে।
রাইস মিলের বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙার জীবননগরে একটা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে ফয়সাল হোসেন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল ১১ টায় উপজেলার পিয়ারাতলা মা-বাবা অটো এগ্রো ফুডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল হোসেন (২০) জীবননগর পৌর এলাকার লক্ষীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ওই অটো রাইস মিলে চাল প্রস্তুতের কাজ চলছিল। হঠাৎ করে বিকট শব্দ হওয়ায় তারা ছুটে যান ওই মিলে। বয়লারের পাশে ফয়সাল হোসেনের বিভৎস দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করেন তারা।
নিহত শ্রমিকের মা ফরিদা খাতুন কান্নারত অবস্থায় জানান, সংসারে একমাত্র ছেলে ছাড়া তার আর কেউ নেই এই পৃথিবীতে। ফরসালের বাবা সাত বছর আগে তাদের ফেলে বিদেশে কাজ করতে গিয়ে নিরুদ্দেশ হয়েছেন। ছেলেকে নিয়েই বেঁচেছিলেন।
নিহত শ্রমিকের সহযোগী পিয়ারাতলা গ্রামের রাকিব হাসান (১৯) জানান, বয়লারের হেড মিস্ত্রি ফয়সাল। তার সাথে তিনি,জুয়েল আর আজিজুল কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দের সাথে সাথে তারা দৌড় দেন। পরে এসে হেড মিস্ত্রি ফয়সালের দগ্ধ লাশ পড়ে থাকতে দেখেন।
স্থানীয়দের অভিযোগ, নিম্ন মানের মেশিন কিনে কাজ করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
এ এন জেএম অটো রাইস মিলের বয়লার মিস্ত্রি মোহাম্মদ মায়েনুদ্দীন জানান, বয়লারের পানি কম থাকা অথবা স্টিলের চাপের কারণে ভিতরের ব্যারেলটি বিস্ফোরিত হয়েছে। বয়লার বিস্ফোরণ ঘটলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতো।
অটো রাইস মিলের স্বত্বাধিকারী শাজাহান মিয়া বলেন, সম্ভবত বয়লারের চুলার ইট আগে থেকে ফাঁটা ছিল। যার কারণে চুলা বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে ওই শ্রমিক মারা গেছে।
তিনি আরও বলেন, ছয় মাস আগে মিলটিতে বয়লার কোম্পানির সবকিছু মেরামত করে গেছেন। আসলে এটা একটা দুর্ঘটনা।
জীবননগর থানার ওসি আব্দুল খালেক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।