খুলনাঞ্চল রিপোর্ট।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় আরও এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। তার নাম সাইফুল।তাকে নিয়ে এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হলো।
শনিবার নগরীর বহদ্দারহাট এলাকা থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার সাইফুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।
এর আগে রাউজান ও হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছিল।তাদের গ্রেফতারের খবর জানিয়ে শনিবার সংবাদ সম্মেলন করেছে র্যাব। এতে জানানো হয়, চবিতে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় মোট ছয়জনের জড়িত থাকার তথ্য মিলেছে।
গ্রেফতার বাকি চারজন হলেন- চবির ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আজিমকে (২৩), চবির নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র নূর হোসেন শাওন (২২) এবং হাটহাজারী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২)।
মোহাম্মদ আজিমের বাড়ি নোয়াখালীর হাতিয়ার চর ভারত সেনে। তার বাবার নাম আমির হোসেন। এখন হাটহাজারীর ফতেহপুরে থাকেন তারা।নুরুল আবছারের বাড়ি ফেনীর পরশুরামের বেড়াবাড়ির বাসিন্দা। তার বাবা বেলায়েত হোসেন। এখন থাকেন হাটহাজারীর ফতেহপুরে।
ফতেহপুরের জাবেদ হোসেনের ছেলে শাওন। আর মাসুদ রানা (২২) ঝালকাঠির আশিয়ার গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
গ্রেফতাররা নিজেদের ছাত্রলীগের কর্মী দাবি করলেও সংগঠনে তাদের কোনো পদ-পদবি নেই বলে জানিয়েছেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ।
প্রসঙ্গত, রোববার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তার বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে বিবস্ত্র করে যৌন নিপীড়ন করে পাঁচজন। ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ।
ঘটনার পরদিন সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ওই ছাত্রী লিখিত অভিযোগ দিতে গেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের বাধায় তা দিতে পারেননি বলে অভিযোগ করেছেন ওই ছাত্রীর এক বন্ধু।
তবে রুবেলের দাবি, তিনি ওই ছাত্রীকে অভিযোগ দিতে বাধা নয়, বরং সহযোগিতা করেছেন।
ইতোমধ্যে রুবেলকে ‘শৃঙ্খলা পরিপন্থী’ কাজ করায় শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।