রূপসার সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের নানাবিধ অভিযোগ
রূপসা প্রতিনিধি
রূপসার সরকারি বঙ্গবন্ধু কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল্লাহ হাবিবের বিরুদ্ধে আর্থিক দূর্নীতিসহ নানাবিধ অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কলেজের শিক্ষকবৃন্দের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগের পাশাপাশি এবার শিক্ষার্থীরা লিখিত অভিযোগ করেছেন।
শিক্ষার্থীদের পক্ষে জুয়েল সরদার স্বাক্ষরিত অভিযোগে বলা হয়েছে, বর্তমানে কলেজটিতে বিভিন্ন শাখায় ও স্তরে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অধ্যায়ন করছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল্লাহ হাবিব জামায়াত-শিবিরেরই পেতাত্ত্বা হয়ে বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ছাত্রলীগকে হেয় করে সর্বদা অসহযোগিতা করেন। আওয়ামীলীগকে ভালোবাসেন এমন শিক্ষকদের তিনি প্রতি নিয়ত বিভিন্নভাবে হেনস্থা করেন। বিভিন্ন জাতীয় দিবস পালনে বিশেষ করে বঙ্গবন্ধুর জন্ম দিবস, শেখ রাসেল দিবসসহ সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি পালনে অনিহা প্রকাশ করে থাকেন। বঙ্গবন্ধুকে কটাক্ষ ও তিরস্কার করে কথা বলেন। ইতিমধ্যে তিনি কলেজ থেকে বিভিন্ন খাত হতে টাকা আত্মসাত করেন। শিক্ষকরা সকলেই বিষয়টি জানেন। এছাড়াা তার আমলে সরকারি বাজেটের টাকা উত্তোলন করে মালামাল ক্রয় না করে তার নামে ব্যক্তিগত একাউন্টে টাকা রেখে ইচ্ছামত ব্যক্তিগত কাজে খরচ করে থাকেন। ২৮/০৩/২০২১ তারিখে সরকারি বাজেটের ২,০৩,৩১০/- টাকা উত্তোলন করে ০১/০৪/২০২১ তারিখে রূপালী ব্যাংক লিঃ রাজাপুর শাখায় নিজের নামে হিসাব নং-১২৫৭৮ একাউন্ট খুলে সেখানে ১,৮৮,০০০/- টাকা জমা রাখেন এবং পরবর্তীতে ১০/০৬/২০২১ তারিখ ও ০৯/০১/২০২২ তারিখে সরকারি বাজেটের ৪,৪০,৭৮৫/- টাকা ৬,২২,,২৭৮/- টাকা উত্তোলন করে এর মধ্য থেকে ৫,৫৬,৩৮০/- টাকা নিজের ঐ একাউন্টে জমা রাখেন। তিনি গত ১৭/০৪/২০২২ তারিখে ঐ একাউন্ট হতে এককালিন ২,৮১,৮২০/- টাকা উত্তোলন করেন এবং পরবর্তী মাসে বিদেশ সফর করেন। আমরা ধারণা করছি তিনি কলেজের সরকারি বরাদ্দের টাকা উত্তোলন করে বিদেশ সফর করেছেন। উনি বলেছেন যাবার সময় একাউন্টে যে টাকা থাকবে সে টাকা উনি তুলে নিয়ে যাবেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করে ব্যবস্থা নিতে জোর দাবী জানান সাধারণ শিক্ষার্থীরা।
এব্যাপারে ওই কলেজে অধ্যায়নরত এক ছাত্রলীগ কর্মী বলেন স্যার (অধ্যক্ষ) এক কোরআনের হাফেজ। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল্লাহ হাবিব মুঠো ফোনে বলেন সততাও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা। কলেজের সাবেক অফিসার ইনচার্জ সরদার ফেরদৌস সাহেব তার ভাই বর্তমান প্রভাষক কামরুল সরদারকে অধ্যক্ষের চেয়ারে বসানোর জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভায় সেখ জুয়েল এমপি
আওয়ামী লীগের নেতৃত্বে আমরা খুলনাকে উন্নত ও শান্তির শহরে পরিণত করবো
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগরীর ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নব-নির্বাচিত ওয়ার্ড কমিটির পরিচিতি ও কর্মীসভা বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর বয়রা বাস ষ্ট্যান্ড চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
সম্মানিত অতিথির বক্তৃতায় সেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের দিয়েছেন উন্নয়ন ও সমৃদ্ধি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। দেশের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তাহলেই আমরা খুলনাকে উন্নত ও শান্তির শহরে পরিণত করতে পারবো। তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদান করার জন্য খুলনাবাসীর প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথি তালুকদার আব্দুল খালেক তাঁর বক্তৃতায় বলেন, আওয়ামী লীগে কোন সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের স্থান নেই। তিনি প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এদের ব্যাপারে আওয়ামী লীগের কোন ছাড় নেই।
তিনি আরো বলেন, আধুনিক খুলনা গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এযাবতকালের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। খুলনার উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্¦িত করার লক্ষে জননেত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে হবে।
১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার চালুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্মা সাধারণ সম্পাদক মহিলা কাউন্সিলর আমেনা হালিম বেবী, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, নগর যুবলীগের সদস্য রোজী ইসলাম নদী, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল আলম রিয়াদ, দপ্তর সম্পাদক মো. আশরাফ আলী হাওলাদার শিপন, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রুম্মান আহমেদ।
এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর হোসেন খান, হাফেজ মো. শামীম, কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, মো. তরিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, কাউন্সিলর হাফিজুর রহমান, এস এম আকিল উদ্দিন, শ্রমিক লীগ নেতা মো. মোতালেব হোসেন, রনজিৎ কুমার ঘোষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, এম এম আজিজুর রহমান রাসেল, ছাত্রলীগ নেতা পারভেজ হাওলাদার, কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, জান্নাতুল ফেরদাউস পিকুল, শরীফ এনামুল কবীর, মো. মোক্তার হোসেন, মো. রুহুল আমিন খান, চ. ম মুজিবুর রহমান, ইউসুফ আলী খান, হাফিজুর রহমান হাফিজ, কাজী কামাল হোসেন, মো. শওকত হোসেন, মো. শহীদুল হাসান, জিলহজ্ব হাওলাদার, তাজদিকুর রহমান জয়, মো. আমিরুল ইসলাম, ছাত্রনেতা মাহমুদুর রহমান রাজেসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা আজ
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগরীর ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের নর্ব-নির্বাচিত কমিটির পরিচিতি ও কর্মী সভা আজ শুক্রবার। ৩১নং ওয়ার্ডের রূপসা ব্রীজ চত্ত্বরে বিকাল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মুন্সি মোস্তাফিজুর রহমান এবং পরিচালনা করবেন ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার।
ফকিরহাটে জমি ও পাকাঘর
পেল এবার ৩৫পরিবার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে এবার তৃতীয় পর্যায়ের ২য় ধাপে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৩৫পরিবার পেয়েছেন জমি, গৃহসহ বসবাসের বিভিন্ন সুযোগ-সুবিধা। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জমি ও গৃহ প্রদান এবং শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিক ভাবে ৩৫ পরিবারকে জমি ও গৃহের কাগজপত্র হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পরিবারের মাঝে জমি ও ঘরের কাগজপত্র হস্তান্তর করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম ওমর সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নিরাপদ আবাসন প্রকল্প নির্মানের পরিকল্পনা অনুয়ারী প্রধানমন্ত্রী কর্তৃক দেশের অন্যান্য স্থানের ন্যায় ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে ৩৫টি পাকাঘর নির্মান করা হয়। ##
ফকিরহাটে বিশ্ব জনসংখ্যা
দিবসের র্যালী আলোচনা
ফকিরহাট প্রতিনিধি।
সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি, এই স্লোগানকে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, স্যাকমো গোপাল চন্দ্র দাশ, সবুজ মিত্র, বিউটি খানম, লোটাস মজুমদার, শতরুপা মন্ডল সহ বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের স্যাকমো ও স্বাস্থ্য কর্মী উপস্থিত ছিলেন। #
ফকিরহাট সরকারি মহিলা
কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক কাউন্সিলের আয়োজনে বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টায় সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক কাউন্সিলের সভাপতি দেবদুলাল বসু চম্পক। শিক্ষক কাউন্সিলের সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্ট এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিমল কান্তি মন্ডল, সচীন্দ্রনাথ রায়, তাপস কুমার বিশ্বাস, মো. হায়দার আলী, কাজী ডেইজী আক্তার, সুকুমার বাগচী, শিক্ষার্থী জলি আক্তার প্রমূখ। অনুষ্ঠানে সাবেক গনপরিষেদ সদস্য শেখ আলী আহম্মদ সহ কলেজ প্রতিষ্ঠায় যারা অনন্য অবদান রেখেছেন। তাদের মধ্যে যারা বেচেঁ নেই তাদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া যারা এখনো বেচেঁ আছেন তাদের জন্য দীর্ঘায়ু কামনা করা হয়। এসময় কলেজের অন্যন্য শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়টি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে অত্যান্ত সুনামের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলে আসছে। যে কারনে বর্তমানে অত্র কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১হাজার ৫শত জন। #
বাগেরহাটে জমিসহ পাকা ঘর পেয়ে খুশি ভূমিহীন ৫০০ পরিবার
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট।।
বাগেরহাটে ৫০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা আশ্রয়ন প্রকল্পের মানুষের সাথে যুক্ত হন। সেখানে উপকার ভোগীদের সাথে কথা বলেন।
এসময়, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী ও বাগেরহাট ও বাগেরহাট ৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার, বাগেরহাট ৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান,পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ভূমিহীন হিসেবে ঘর পাওয়া স্বাভাবিক জীবনে ফেরা বনদস্যু আব্দুল হান্নান সরদার বলেন, খুবই বিপদজনক জীবনে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় উদ্বুদ্ধ হয়ে দস্যুতা ছেড়েছি। দস্যুতা ছাড়ার পরে আর্থিকভাবে খুবই কষ্টে দিন পাড় করতাম। খেয়ে না খেয়ে মানুষের বাড়িতে থেকে দিনকাটত স্ত্রী সন্তান নিয়ে। আজ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পেয়েছি। সেই সাথে প্রধানমন্ত্রী আমার সাথে কথা বলেছেন। এই আনন্দ প্রকাশের ভাষা আমার জানা নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলা হতদরিদ্র নিরোধ ঋষি বলেন, কখনও ভাবিনি দালানের ঘরে থাকব। আজ দালান ঘরও পেয়েছি। আবার প্রধানমন্ত্রী আমার সাথে কথা বলেছে। এমন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি। প্রধানমন্ত্রী যেন আমার মত আরও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারে সেই কামনা করি।
‘মুজিবর্ষ উপলক্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় সারাদেশের ন্যায় এবার বাগেরহাট জেলার ৯টি উপজেলায় ৫০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। দুই রুমের পাকা টিনসেডের প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা। বাগেরহাটে এবার ঘর পাওয়াদের মধ্যে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সুন্দরবনের আত্মসমর্পনকৃত ১৩ জন বনদস্যুকেও এই ঘর প্রদান করা হয়েছে।
বাগেরহাটে সন্তান হত্যার বিচার চেয়ে অঝোরে কাঁদলেন বৃদ্ধ আনোয়ার
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে সন্তান হতার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হতভাগা এক বাবা। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জেলার মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বৈদ্যমারি গ্রামের আনোয়ার ব্যাপারি। এসময়, নিহত গৃহবধুর ভাই হাফিজুর ব্যাপারি, দুলাভাই মাসুম শেখ ও চাচা ইউসুফ ব্যাপারি উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মেয়ের বিচার চেয়ে হাউ-মাউ করে কাঁদেন আনোয়ার ব্যাপারি।
কাঁদতে কাঁদতে আনোয়ার ব্যাপারি বলেন, প্রায় ১০ বছর আগে মোংলা উপজেলা সুন্দরবন ইউনিয়নের গোরাবাসতলা গ্রামের সেকেন্দার শেখের ছেলে মহিদুল শেখের (৩০) সাথে পারিবারিকভাবে আমার ছোট মেয়ে তাসলিমা বেগম (২৫) এর বিবাহ হয়। তাদের সংসারে সাব্বির (৭) ও সামিয়া (৩) দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় মহিদুল শেখ আমার মেয়েকে মারধর ও নানা ভাবে অত্যাচর করত।এসব বিষয় নিয়ে স্থানীয় ভাবে ও থানা পুলিশের মাধ্যমে কয়েকবার সালিস-বৈঠকও হয়েছে। তারপরও আমার জামাই ভালো হয়নি এবং পুনরায় সে আমার মেয়ের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যেতে থাকে। কিন্তু অবুজ দুটি সন্তানের কথা চিন্তা করে শত অত্যাচার নির্যাতন সয্য করে সংসার চালিয়ে যেতে থাকে আমার মেয়ে । এরই মধ্যে গত ১৪ জুলাই ২০২২ রাত ৮টার দিকে একই এলাকার “মহিত ব্যাপারি” এর মাধ্যমে জানতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি জানার পর আমি মোংলা হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে শুনতে পারি, আমার মেয়ের লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে। মোংলা থানায় গিয়ে দেখি আমার মেয়ের হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় মারপিট ও আঘাতের চিহ্ন রয়েছে। আমার মেয়েকে হত্যা করা হয়েছে দাবী করে থানা পুলিশকে জানাই। থানা পুলিশ আমার মেয়ের মরদেহ ময়না তদন্তের ব্যবস্থা করে। আমার জামাই মহিদুল শেখ আটক করার বিষয়ে বললে পুলিশ আমার কথার কোন গুরুত্ব দেয় না। এছাড়া পরবর্তিতে এলাকাবাসির মাধ্যমে জানতে পারি আমার মেয়েকে মারপিট করে হত্যা করেছে জামাই মহিদুল। হত্যা করে কাউকে কিছু না জানিয়ে কালক্ষেপন করে সন্ধ্যার দিকে মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায়।
আনোয়ার ব্যাপারি আরও বলেন, আমার জামাই একজন মাদকসেবী ও পেশাদার জুয়া খেলোয়ার। আমি তার কঠিন শাস্তি চাই।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহের ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাগেরহাটে পরিত্যক্ত ভবনের বারান্দায় শিক্ষার্থীদের পাঠদান
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যক্ত স্কুল ভবনের বারান্দায় দেওয়া হচ্ছে শিশু শিক্ষার্থীদের পাঠদান। ঝুঁকিপূর্ণ হওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠাতে অভিভাবকদের থাকতে হচ্ছে আতংকে। ভবনটি যে কোন সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকায় রয়েছে শিক্ষক ও অভিভাবকরা। চলতি বছরে বিদ্যালয়ে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দায় সেখানেই চলছে ক্লাশ। শ্রেনীকক্ষে পাঠদানকারি সহকারি শিক্ষক জেবুন্নেচ্ছা আক্তার, নীতিমালা হালদার বলেন, বৃষ্টি না থাকলে বিকল্প ব্যবস্থা হিসেবে প্রতিনিয়ত মাঠের মধ্যে তাবু টানিয়ে শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের ৯৩ নং ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থী রয়েছে ৯৫জন। পরিত্যক্ত ভবনের বারান্দায় ২য় শিফটে চলছে ৩টি শ্রেনীকক্ষের পাঠদান ৫ম শ্রেনীতে বাংলা বিষয়ে ক্লাশ তৃতীয় ও চুতুর্থ শ্রেণীতে বিজ্ঞান বিষয়ে পাঠদান দিচ্ছেন শ্রেনী শিক্ষকরা। বিদ্যালয়টি ১৯৫১ সালে স্থাপিত হলেও অফিস কক্ষসহ ৪ কক্ষ বিশিষ্ট নতুন ভবন নির্মাণ হয় ২০০১ সালে। পরবর্তীতে বিদ্যালয়ের ভবনটি অতিরিক্ত লবণাক্ততায় পলেস্তরা খসে খসে পড়ে বিভিন্ন অংশে দেখা দেয় ফাটল।
৫ম শ্রেনীর ছাত্র সৈকত মন্ডল, বর্নিতা মন্ডল, ৩য় শ্রেনীর শিক্ষার্থী ফাইজা আক্তার বলেন, আমাদের স্কুলে পাঠিয়ে দিয়ে প্রতিদিন পিতা মাতাকে থাকতে হয় দুশ্চিন্তায়। সহপাঠিরা অনেকেই ক্লাশে আসছে না।
এদিকে স্থানীয় একাধিক অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যরা জরুরিভাবে বিদ্যালটির নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ মন্ডল বলেন, বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণা করা হলেও ছাত্র-ছাত্রীদের শ্রেণী কক্ষের পাঠদানে বিকল্প কোন ব্যবস্থা না থাকায় ঝুঁকির মধ্যেও আমাদের ক্লাশ নিতে হচ্ছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে।
এ সর্ম্পকে উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন বলেন, ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ইতোমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিকল্প শ্রেনী কক্ষের ঘর নির্মাণের জন্য শিক্ষা কমিটিতে অনুমোদনে সুপারিশ পাঠানো হয়েছে। এ উপজেলায় ৭৩টি নতুন ভবনের বরাদ্দ হলেও ১০টি বিদ্যালয়ের কাজ চলমান রয়েছে।
বাগেরহাটে জোয়ারের চাপে রাস্তা বিলীন, ভোগান্তিতে ২০ হাজার মানুষ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সন্ন্যাসী-কেয়ার আঞ্চলিক সড়কের মোল্লা বাড়ীর সামনের সড়ক পূর্ণিমার জোয়ারের পানির চাপে ভেঙে বিলীন হয়ে গেছে। ফলে দশ গ্রামের প্রায় ২০হাজার মানুষ ভোগান্তিতে পড়ছে। ১৪ জুলাই বুধবার রাতে পানগুছি নদীর পানির চাপে প্রায় ২০ ফুট রাস্তা বিলিন হওয়ায় ওই দুর্ভোগ দেখা দিয়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে বিদ্যুৎ সংযোগ।
এদিকে রাস্তা ভেঙ্গে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে সড়ক পথে চালিতাবুনিয়া, সন্ন্যাসী বাজারসহ ১০ গ্রামের যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। ফলে কয়েক কিলোমিটার ঘুরে শহরের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করছেন তারা।বিলিন হওয়া সড়কের মাঝে একটি বিদ্যুতের পোষ্ট থাকায় ঘটনার পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
স্থানীয় মো. খলিলুর রহমান ফরাজী বলেন, হঠাৎ করে পূর্ণিমার তীথির প্রভাবে পানগুছি নদীর পানি অনেক বেশি বেড়ে গেছে। রাতের কোন এক সময় রাস্তার তল থেকে পানি লিক হতে হতে প্রায় ২০ফুট রাস্তা পানিতে বিলিন হয়ে যায়। এই রাস্তা দিয়ে উপজেলা সদরসহ মোংলা বন্দরে অনেক মানুষ চলাচল করেন। রাস্তাটি ভেঙে যাওয়ায় আমাদের অনেক সমস্যা হচ্ছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান জানান, জনগুরুত্বপূর্ণ এ সড়কটি মেরামতের জন্য মাননীয় এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে খুব দ্রুত সড়কটি মেরামতের ব্যবস্থা করা হবে।
বাগেরহাটে শসার দরপতনে হতাশ চাষিরা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে শসার দাম কমে গেছে। এখানে প্রতিকেজি শসা ১০ থেকে ১২ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ দশ থেকে বারো দিন আগে প্রতিকেজি শসা ৭৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। বৈরী আবহাওয়ার বহু কষ্টে উৎপাদিত শসার হঠাৎ দরপতনে সবজি চাষিরা হতাশায় পড়েছেন। এভাবে চলতে থাকলে এ বছর তাঁদের উৎপাদন ব্যয় উঠবে কিনা তা নিয়ে তাঁরা মহাশঙ্কার মধ্যে পড়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলার চরবানিয়ারী গ্রামের বিশ^জিৎ বড়াল ও খড়মখালী গ্রামের নিপুন হালদান জানান, কম সময়ে অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় এ উপজেলার চাষিরা শসা চাষে ঝুঁকেছেন। তাঁদের কঠোর পরিশ্রমে উৎপাদিত শসা বাজারজাত শুরু হয়েছে। কিন্তু তাঁরা শসা নিয়ে মহাবিপাকে পড়েছেন। কারণ বৈরী আবহাওয়ার মধ্যেও বহু কষ্টে উৎপাদিত শসার হঠাৎ দরপতনে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। প্রথমদিকে এখানে প্রতিমন শসা বিক্রি হয়েছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ২০০ টাকা দরে। বর্তমানে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা মন দরে। এভাবে চলতে থাকলে এ প্রভাব সরাসরি চাষিদের ওপর পড়বে। ভেঙ্গে যাবে এ অঞ্চলের চাষিদের অর্থনৈতিক মেরুদন্ড।
চিতলমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অসীম দাশ জানান, চলতি মৌসুমে এ উপজেলায় মোট ৩ হাজার ২০৩ একর জমিতে সবজি চাষ হয়েছে। এরমধ্যে ১ হাজার ৫৫৩ একর জমিতে শসা ও ৫০৮ একর জমিতে করল্লা। বাকি ১ হাজার ১৪২ একর জমিতে পুঁইশাক, লাউ, ঢেঁড়স, ডাটা, চিচিংগা, পানিকচু, চালকুমড়া, মিষ্টি কুমড়া ও বেগুনসহ বিভিন্ন সবজির চাষ হয়েছে। কম সময়ে অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় এ উপজেলার চাষিরা শসা চাষে বেশী ঝুঁকেছেন। এ উপজেলার উৎপাদিত শসা ও করল্লা ঢাকা, চট্টগ্রাম, গাজিপুর ও কুমল্লিাসহ দেশের বিভিন্ন জেলার মানুষের চাহিদা মেটায়। প্রতিদিন প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ট্রাক ভরে এ শসা ও করল্লা বিভিন্ন জেলায় যায়। বৈরী আবহাওয়ার মধ্যেও তাঁদের কঠোর পরিশ্রমে উৎপাদিত শসা বাজারজাত শুরু হয়েছে। প্রথমদিকে প্রতিকেজি শসা ৭৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। ঈদের পর হঠাৎ শসার দরপতন হয়েছে। বর্তমানে প্রতিকেজি শসা ১০ থেকে ১২ টাকা দরে বিক্রি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে এ বছর উৎপাদন খরচ বেশী। শসার দাম এভাবে চললে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন।
এ ব্যাপারে শসার আড়ৎদার সজল বাড়ই, অসীত বাড়ই ও শসার ব্যাপারী দুলাল মন্ডল এবং ইয়াসিন জানান, বর্তমানে বাজারে শসার চাহিদা কম, অন্যদিকে উৎপাদন বেশী। তাই হঠাৎ শসার দরপতন হয়েছে।
আত্মসমর্পণ করা বনদস্যু ঘর পেয়ে ভার্চুয়ালি কথা বললেন প্রধানমন্ত্রীর সাথে
স্টাফ রিপোটার,বাগেরহাট
মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত গৃহহীনদের মাঝে বিনামূল্যে জমিসহ বসতঘর প্রদান করা হয়েছে।সারাদেশের ন্যায় বাগেরহাট জেলায়ও বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ৫০০ জনকে বিনামূল্যের বসতঘর হস্তাান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে আশ্রায়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের এ ঘর প্রদান করেন। এখানে জমিসহ বসতঘর পেয়ে ঋষি সম্প্রদায়ের দেবলাল ও আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা বনদস্যু আব্দুল হান্নান প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালি কথা বলেন এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেন।এদিন বাগেরহাট জেলায় আত্মসর্মপণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা ১৩ জন বনদস্যুকেও প্রধানমন্ত্রীর দেয়া ঘর প্রদান করা হয়। ভূমিহীন কৃষক, দিনমজুর, ঋষি সম্প্রদায়, ভিক্ষুক, গৃহকর্মীসহ ১৫ ক্যাটাগরির ৫০০ জনকে এ ঘর দেয়া হয়েছে।
বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তাান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত থাকেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন।
রামপালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি, খুলনা বিভাগীয় কমিশনার ড. জিল্লুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মোহাম্মদ মহিদ উদ্দিন, পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ এবং উপকারভোগী গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
আত্মসমাপর্ণকারি ৮ বনদস্যু পেলেন প্রধানমন্ত্রীর ঘর
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে মোড়েলগঞ্জে সুন্দরবনের আত্মসমাপর্ণকারি ৮ বনদস্যু পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া উপহার গৃহহীন ঘর । বৃহস্পতিবার সারাদেশের ন্যায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর বিতরণ অনুষ্ঠানে মোড়েলগঞ্জ উপজেলায় ৩৩ জন গৃহহীন পেলেন নতুন ঘর জমির দলিলপত্র ও প্রতিটি পরিবারের জন্য ফলজ ও বনজ বৃক্ষ।
আনুষ্ঠানিক ঘর বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদের মধ্যে সুন্দরবনের আত্মসমাপর্ণকারি পঞ্চকরণ ইউনিয়নের রিপন শরীফ, জামাল শরীফ, বখতিয়ার শরীফ, মহিদুল শরীফ, রাজা ফরাজী, হেমায়েত শেখ, সবুর খান ও রিয়াজুল শেখ। প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে আনন্দে এক প্রতিক্রিয়ায় তারা বলেন, সুন্দর পৃথিবীতে বাঁচার স্বাভাবিক জীবন ফিরে পেতে একবার ঠাই করে দিয়েছিলেন মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে দিলেন পরিবার পরিজন নিয়ে মাথাগোজার ঠাই। তিনি যেনো অসহায় মানুষের বেঁচে থাকার শক্তি হয়ে দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থাকতে পারেন।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য এ উপজেলায় ৩১৭টি ঘর বরাদ্দ হয়েছে। ইতোমধ্যে ২৫০টি ঘর সম্পন্ন হয়ে গৃহহীনরা সেখানে বসবাস করছে। ৬৭টি ঘরের অংশিক কাজ বাকি রয়েছে। তৃতীয় ধাপে বিতরণে ৩৩টি ঘরের মধ্যে আত্মসমাপর্ণকারি বনদস্যুদের ৮টি ঘরও হস্তান্তর করা হয়েছে। #
পাটকেলঘাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে
রাত ৮টার পর থেকে দোকান বন্ধ রাখার সতর্ক বার্তা
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে
জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ জুলাই থেকে রাত ৮ টার পর শপিংমল, গার্মেন্টস্ এর দোকান, ইলেকট্রনিক্স দোকান, হোটেল রেস্তরা সহ সকল দোকান পাট বন্ধের জন্য বুধবার রাত ৯ টার সময় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের নেতৃত্বে পাটকেলঘাটা থানা পুলিশ পুরো বাজার ঘুরে দোকানদারদের সতর্ক করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায়, এস আই নারায়ন চন্দ্র, ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই, ৫নং ওয়ার্ডের মেম্বার শেখ জামসেদ আলী, ৪নং ওয়ার্ডের মেম্বার শেখ মাসুদ রানা, ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ রোস্তম আলী, সরুলিয়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মহাদেব চক্রবর্তী এবং সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ১০ জন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
পাটকেলঘাটায় যুব ফাউন্ডেশনের পরিচিতি সভা
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে
পাটকেলঘাটা ডাক বাংলোয় গতকাল বিকাল ৪ টায় সাতক্ষীরা যুব ফাউন্ডেশনের উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি মোঃ রিপন হোসাইনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মেহেদী হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন, মোঃ সুমন কাগজী, আহসান হাবীব সোহেল, মোঃ শাহীন হোসেন, শেখ রায়হান হোসেন, বিজয় কুমার চক্রবর্তী, মোঃ সাইফুদ্দিন আজাদ সবুজ, শেখ নাজমুল হাসান মিঠু, মোঃ ফিরোজ সরদার, মোছাঃ সাবিনা খাতুন, মিনহাজুল হক মুনমুন, মোঃ শাহিন বিশ্বাস, কংকন রায়, আব্দুল্লাহ আল রুমন, মোঃ মাসুদ রানা, মোঃ সুমন হোসেন, মোঃ মনিরুজ্জামান মনি, মোঃ সোহাগ বিশ্বাস ও মোঃ খায়রুল আলম সবুজ প্রমুখ।
মশিয়ালীতে গৃহবধুকে ধর্ষন চেষ্টা থানায় মামলা যুবক আটক
ফুলবাড়ীগেট প্রতিনিধি।।
নগরীর খানজাহান আলী থানা এলাকায় এক গৃহবধুকে শ্লীতাহানির অভিযোগে রাজিব শেখ (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বুধবার সন্ধায় তাকে আটক করা হয়। আটক রাজিব শেখ খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের মোঃ লোকমান শেখের ছেলে। এ ঘটনায় বুধবার খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই গৃহবধু। থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায় , ২০ জুলাই সকাল ৯ টা ৪০ মিনিটে অভিযুক্ত রাজিব মামলার বাদী গৃহবধু সামিয়া সুলতানা মিমির বসতবাড়িতে আসে এবং কৌশলে তার শয়ন কক্ষে ঢুকে পড়ে ভিতর থেকে দরজা লাগিয়ে জোরপুর্বক ধর্ষন চেষ্টা চালায়, এক পর্যায়ে সে বাদিকে ছুরি বের করে হত্যার হুমকি দেয় , এ সময় বাদি প্রানে বাচার জন্য আসামির নিকট কাকুতি মিনতি করে , তাতেও তার মন গলেনি সে বাদির স্পর্শকতর স্থানে হাত দেই এবং ধর্ষনের চেষ্টা চালায় , বাদি সামিয়া সুলতানা মিমি কৌশলে দরজা খুলে প্রতিবেশি কওসার মোড়লের বাড়িতে আশ্রয় নেই । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান, গৃহবধূকে ধর্ষনের চেষ্টার ঘটনায় ভুক্তভোগি নিজেই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে যার নং ১২ তাং ২০/০৭/২২ ইং । এ অভিযোগে রাজিব নামের ওই যুবককে আটক করা হয়েছে। আটককৃত রাজিবের বিরুদ্ধে অস্ত্র , মাদক সহ মোট ৪ টি মামলা রয়েছে।এলাকাবাসি জানান অভিযুক্ত রাজিব স্কুল কলেজের শিক্ষার্থী সহ রাস্তাঘাটের মেয়েদের বিভিন্ন সময়ে ইভটিজিং করতো এবং বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত ছিলো।
রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা হিসাবে ঢাকা আহ্ছানিয়া মিশনের পুরষ্কার অর্জন
খবর বিজ্ঞপ্তি।।
পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা হিসাবে ঢাকা আহ্ছানিয়া মিশনের পুরষ্কার অর্জন করেছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১ টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: জিয়াউল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (্এডিএম) সাবিহা সুলতানা, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন সহ আরো অনেকে।
এসময় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ে ঢাকা আহছানিয়া মিশন ২০২১-২২ বছরে শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা নির্বাচিত হওয়ায় সংস্থাটির পক্ষ থেকে প্রশংসাপত্র গ্রহন করেন সংস্থার ইউপিএইচসিএসডিপি-২, আরসিসি, পিএ-১, প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ উদ্দীন আহমেদ।
উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন ২০১৯ সালের আগস্ট মাস থেকে আরবান প্রাইমারি হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২ (ইউপিএইচসিএসডিপি-২) এর আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের আওতায় পিএ-১, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় পিএ-৩ (মিরপুর), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় পিএ-৩ (হাজারীবাগ) এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় পিএ-১ পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়ন করছে।
কালিগঞ্জ প্রেসক্লাবের ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন: আহবায়ক তুহিন, সদস্যসচিব সোহাগ
নিজস্ব প্রতিনিধি
কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখে উপজেলা এলাকায় কর্মরত প্রকৃত সাংবাদিকদের অংশগ্রহণে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে কালিগঞ্জ প্রেসক্লাবের ৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল ৪ টার দিকে প্রেসক্লাবের হলরুমে সদস্যবৃন্দের উপস্থিতিতে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, দৈনিক পত্রদূত পত্রিকার বিশেষ প্রতিনিধি, দৈনিক সময়ের খবর, এফএনএস, দ্যা ডেইলি ট্রাইবুনাল এর উপজেলা প্রতিনিধি ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময় নিউজ ২৪ ডটকম’ এর সম্পাদক সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এবং দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ও বার্তা বাজার এর নিজস্ব প্রতিনিধি শেখ শাওন আহমেদ সোহাগকে সদস্যসচিব মনোনীত করা কয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ এর উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল হামিদ (যুগ্ম আহবায়ক), জাতীয় দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মাসুদ পারভেজ ক্যাপ্টেন (সদস্য) এবং দৈনিক সাতঘরিয়া পত্রিকার স্টাফ রিপোর্টার হাবিবুল্লাহ বাহার (সদস্য)।
নবগঠিত ৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রেসক্লাবের পুরাতন সদস্যদের প্রদানকৃত কার্ড এবং নতুন সদস্যদের আবেদনপত্র ও কার্ড যাচাই বাছাই করে একটি হালনাগাদ ভোটার তালিকা তৈরী করে ভোটের মাধ্যমে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন মর্মে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
ডুমুরিয়ায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন
ডুমু্রয়িা প্রতিনিধি
“সম্প্রীতির বাংলাদেশ চাই,সব শিশুর বাসযোগ্য পৃথিবী চাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে” ডুমুরিয়ায় শিশু মঞ্চ ও রক্তিম খেলাঘর আসরের আয়োজনে নড়াইল সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসীর বিরুদ্ধে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিশু মঞ্চ’র আহ্বায়ক শেখ সেলিম আকতার স্বপন, বিপ্লবী চারুবসু স্মৃতি পরিষদের সভাপতি শেখ শফিক আহমেদ, সাংস্কৃতিক সংগঠক শেখ মোশারফ হোসেন, নীতিশ রায়, ইলোরা মজিদ টপি, নিরাপদ সড়ক চাই সভাপতি খান মহিদুল ইসলাম ও ডুমুরিয়া থিয়েটার’র পরিচালক বিপ্লব সরকার।
শিক্ষক লাঞ্ছনা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে অভয়নগরে কলেজ শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন: স্মারকলিপি প্রদান
অভয়নগর (যশোর) প্রতিনিধি
শিক্ষক লাঞ্ছনা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে অভয়নগরে কলেজ শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে । বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১ টায় যশোর খুলনা মহাসড়েক এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভয়নগরে কলেজ শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলার সমস্থ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী মানববন্ধনে অংশ নেয়। কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেখ আলমগীর, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। শিক্ষক সমিতির এই নেতারা বলেন, সারাদেশে শিক্ষকদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে এমনকি হত্যা করা হচ্ছে, তাতে আমরা প্রতিনিয়ত শঙ্কায় থাকি। এভাবে চলতে থাকলে হয়তো আমরাও হামলা বা হত্যার শিকার হবো। তাই অবিলম্বে শিক্ষক হত্যা ও লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। যাতে করে আমরা সম্মান নিয়ে শিক্ষকতার মতো মহান পেশায় নিজেদের নিয়োজিত রাখতে পারি এবং ভবিষ্যতে কেউ যাতে শিক্ষককে লাঞ্ছিত করার সাহস না পায়, শিক্ষকগণ যাতে নিারাপদে, নির্বিঘ্নে ও নিঃশংকচিত্তে ক্লাসে পাঠদান করতে পারে। মানববন্ধন শেষে একটি র্যালি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় সংগতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তরুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আহছানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রদীপ কুমার দে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ও ম্যাধমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হলে তিনি কতৃর্পক্ষর কাছে পৌছাঁনোর জন্য আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, সাভারের হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারের হত্যাকান্ড, রাজশাহী গোদাগাড়ি উপজেলার রাজবাড়ী ডিগ্রী কলেজের অধক্ষ্য সেলিম রেজাকে মারধার করা হয়। মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের উপর পরিকল্পিত নিগৃহীত করা হয়। শিক্ষক লাঞ্ছনা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে যে কারণে অভয়নগরে কলেজ শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে ।
দাকোপ উপজেলায় ১০ টি পরিবারের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর উপহার “মুজিব বর্ষের ঘর ও দুই শতক জমি” হস্তান্তর
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলায় ১০ টি পরিবারের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর উপহার “মুজিব বর্ষের ঘর ও দুই শতক জমি” হস্তান্তর। ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ের মুজিববর্ষের জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এই উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত ১০ টি পরিবারের মাঝে গৃহ সহ জমি হস্তান্তর করা হয়। এ সময় দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল দত্ত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা শামীম আরা হক প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হয় যে, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সারাদেশের ন্যায় অত্র উপজেলার ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে গৃহনির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। তারই ফলে আজ দাকোপে ১০টি ঘরের জমির দলিল সহ গৃহ উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হলো।
আইকিউএসি আয়োজিত ওয়েবিনারে উপাচার্য
খুবিতে পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণে নতুন
পদ্ধতি সময় বাঁচাবে ও ভোগান্তি কমাবে
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আজ ২১ জুলাই (বৃহস্পতিবার) ‘প্রিপেয়ারিং রেজাল্ট থ্রু ইউটিলাইজিং কেইউ ইউটিলিটি সিস্টেম’ শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় এ ওয়েবিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ ও প্রকাশের ক্ষেত্রে অটোমেশনের সফটওয়্যারে অন্তর্ভুক্ত নতুন পদ্ধতি শিক্ষক ও শিক্ষার্থীদের সময় বাঁচাবে ও দুর্ভোগ লাঘব করবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে তা কার্যকর ভূমিকা রাখবে। তবে নতুন এই পদ্ধতি অবহিতকরণ ও ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আয়োজিত ওয়েবিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে আমরা সার্বিকভাবে প্রযুক্তি উৎকর্ষের মাধ্যমে বিশ্বমানের দিকে এগিয়ে নিতে চাচ্ছি। এজন্য সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশনের মাধ্যমে যে পরিবর্তন সূচিত হচ্ছে এবং যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি তার জন্য আমাদের ইতিবাচক মানসিকতা প্রয়োজন। নতুন কোনো প্রযুক্তির উদ্ভব বা প্রবর্তিত হলে তা ব্যবহারের ক্ষেত্রে প্রথমে কিছু সমস্যা আসতে পারে, কিন্তু তাতে অভ্যস্থ হলে উদ্ভূত সমস্যা নিরসন সম্ভব হয়।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি, রেজিস্ট্রেশন, ওয়েবসাইট আপগ্রেডেশনসহ আইসিটি সেল ইতোমধ্যে যে সকল উদ্যোগ বাস্তবায়ন করেছে তার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এই ওয়েবিনারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার স্বপ্ন পূরণে একধাপ এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। নতুন পদ্ধতি ব্যবহারের ফলে পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ ও প্রকাশের ক্ষেত্রে গুণগত পরিবর্তনও সাধিত হবে যা বিশ্ববিদ্যালয়কে পেপারলেস এবং ই-নথি প্রবর্তন করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে নতুন একটি ধারার সাথে আমরা সংযুক্ত হবো। পেপারলেস হবে আমাদের রেজাল্ট প্রক্রিয়া। এটি সকলের জন্য একটি উপযোগী দিক বলে তিনি মন্তব্য বরেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়েবিনারের উদ্বোধনপর্বে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম। উদ্বোধনপর্ব সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম।
ওয়েবিনারে রিসোর্স পারসন হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রভাষক মো. ফারহান সাদিক ও আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার ইঞ্জিঃ রাহুল দেব মহালদার। পরীক্ষার ফলাফল প্রস্তুতের সাথে সংশ্লিষ্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৮টি ডিসিপ্লিন, আইইআর ও মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার হতে আনুমানিক ৩০০ জন শিক্ষক উক্ত ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
খুবিতে বধ্যভূমি স্মৃতি জাদুঘর
সংস্কার কাজের চুক্তি স্বাক্ষরিত
খবর বিজ্ঞপ্তি।।
মহান মুক্তিযুদ্ধের সময়ে হানাদার বাহিনীর টর্চারসেল হিসেবে ব্যবহৃত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত টিনশেড ঘরটিকে ‘গল্লামারী বধ্যভূমি স্মৃতি জাদুঘর, খুলনা বিশ্ববিদ্যালয়’ হিসেবে সংরক্ষণ ও এর পারিপার্শ্বিক উন্নয়নের লক্ষ্যে সংস্কার ও মেরামত কাজের এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ২১ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন মেসার্স আনিশা এন্টারপ্রাইজের সত্বাধিকারী সুজল কুমার মণ্ডল। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ঠিকাদারী কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৪৬ লাখ ৬৪ হাজার ৫৫৫ টাকা। কার্য সম্পাদনের মেয়াদ নির্ধারণ হয়েছে ৬ মাস।