ঢাকা অফিস।।
নির্বাচনের আগে সংলাপ নিয়ে রাজনৈতিক মাঠে উত্তাপ। আওয়ামী লীগকে জেতাতে ইভিএমে কারচুপির নির্বাচনের রোডম্যাপ করছে ইসি- এমনটাই অভিযোগ বিএনপি নেতাদের। তারা বলছেন, সুষ্ঠু নির্বাচন করার কোনো ক্ষমতাই নেই ইসির। আর আওয়ীমী লীগ নেতারা বলছেন, ইসিকে বিতর্কিত করতে সংলাপে অংশ নেয়নি বিএনপি। সরকার বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান দলের নেতাদের।
নিবার্চন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয়নি বিএনপি। উল্টো নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের ঐক্য গড়তে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করছে তারা। এরইমধ্যে ১২টি দলের সঙ্গে বৈঠক শেষ করেছে দলটি। বাকি দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সরকারবিরোধী আন্দোলনে নামার ঘোষণা দলটির নেতাদের।
বিএনপি নেতাদের দাবি, সুষ্ঠু নির্বাচন করার কোনো ক্ষমতা নেই ইসির। তাদের অভিযোগ, সরকারকে জেতাতে কারচুপির নির্বাচনের রোডম্যাপ করছে কমিশন।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের কিছুই করার নেই। নির্বাচন করবে পুলিশ বাহিনী। তাদের প্রটেকশন দেবে অন্য বাহিনীর বড় কমান্ডাররা। তাদের ছত্রছায়ায় ইভিএম কারচুপির একটি নির্বাচন তারা করবে।’ আগামিী নির্বাচনের ফলাফল এমনই হবে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, ইসিকে বিতর্কিত করতেই সংলাপে যায়নি বিএনপি। সরকারবিরোধী আন্দোলন মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীকে প্রস্তুত হওয়ার আহ্বান তাদের।
শুক্রবার (২২ জুলাই) বিকেলে কেরাণীগঞ্জের কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক অনুষ্ঠানে এ কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
তিনি বলেন, ‘তারা সাংবিধানিক সিস্টেমগুলোকে ধ্বংস করে দিতে চায়। অতীতের মতো অগ্নি সন্ত্রাসে লিপ্ত হলে তাদের প্রতিরোধ করা হবে।’ সংবিধান মেনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।