মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে বহবুনিয়া ইউনিয়নে ব্রিজ ভেঙে খালে পড়ে ৩টি ইউনিয়নের চলাচলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিকল্প নৌকায় পারাপার হতে হচ্ছে ৮ গ্রামের মানুষকে। এতে হাজার হাজার মানুষের দুর্ভোগ এখন চরমে। ঘটনার পরপরই সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল বেলা ১০টার দিকে বারইখালী বহরবুনিয়ার সীমান্তবর্তী দুটি ইউনিয়নের সংযোগ এসবি বাজার সংলগ্ন খালের উপরে নির্মিত ব্রিজটির সংস্কার কাজ চলাকালীন সময়ে হঠাৎ ভেঙে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় প্রত্যক্ষদর্শী বহরবুনিয়া ইউনিয়নের বাসিন্দা অধ্যক্ষ আনসার আলী আকন, সাবেক মেম্বার ফোরকান হোসেন প্রিন্স জানান, বহরবুনিয়া, বারইখালী ও জিউধরার ৩টি ইউনিয়নের চলাচলের যোগাযোগ মাধ্যম হিসেবে ২০/২৫ বছর পূর্বে এসবি বাজারের এ ব্রিজটি নির্মাণ হয়। সকাল থেকে ব্রিজের লোহার খাম্বাগুলোর ওয়েডিং-ঝালাইয়ের কাজ চলছিলো এবং ব্রিজের উপর থেকে ৪/৫ জন পথচারী পার হতে ছিল। এমন সময় হঠাৎ বিকট শব্দে দুমড়ে-মুচড়ে খালে ভেঙে পড়ে ব্রিজটি। স্থানীয়রা জানান, এ ব্রিজটি ভেঙে পড়ায় ইউনিয়নের ঘষিয়াখালী, ফুলহাতা, ফকিরবাড়ি, শনিরজোড়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বারইখালীর উত্তর সুতালড়ীর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শিশু শিক্ষার্থী, বৃদ্ধ ও পথচারীরা বিকল্পভাবে নৌকা পারাপার হচ্ছে। প্রতিনিয়ত চলাচলে ৩/৪ হাজার মানুষের অভাবনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার বলেন, জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি ভেঙে পড়ার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন। জরুরি ভিত্তিতে ব্রিজটির পুনঃনির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্যসহ কর্মকর্তাদের প্রতি দাবি জানিয়েছেন। এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, বহবুনিয়া ইউনিয়নে ব্রিজটি ভেঙে পড়ার বিষয়টি শুনে তাৎক্ষণিক সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে পাঠানো হয়েছে। জনদুর্ভোগ লাঘবের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন।