নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি ।।
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় ফেসবুকে কটূক্তির অভিযোগে কলেজছাত্র আকাশ সাহাকে (২০) খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আকাশ সাহাকে আদালতে পাঠিয়ে আবেদনের প্রেক্ষিতে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৭জুলাই) বিকালে তাকে নড়াইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট মোর্শেদুল আলম তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, শুক্রবার রাতে আকাশ সাহাকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে তাকে খুলনার ডুমুরিয়া থেকে গ্রেফতার রোববার আদালতে প্রেরণ করা হয়। এরপর ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করলে শুনানি শেষে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে দিঘলিয়া গ্রামের সালাউদ্দিন কচি সরদার বাদী হয়ে লোহাগড়া থানায় আকাশের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন।
আকাশ দিঘলিয়া গ্রামের ব্যবসায়ী অশোক সাহার ছেলে। সে স্থানীয় নবগঙ্গা ডিগ্রি কলেজের স্নাতকের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই উপজেলার দিঘলিয়া সাহাপাড়া গ্রামের কলেজছাত্র আকাশ সাহা ফেসবুকে তার নিজের আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোষ্ট দেয়। বিষয়টি ওই দিন জুমার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। পরে বিক্ষুব্ধ লোকজন আকাশ সাহাকে গ্রেফতার ও বিচার দাবিতে ওই দিন সন্ধ্যায় দিঘলিয়া বাজারে মানববন্ধন করেন।
বিক্ষুব্ধ লোকজন একপর্যায়ে সাহাপাড়ার ৫-৬টি বাড়িঘর ও কয়েকটি দোকান ঘরসহ একটি পূজামণ্ডপ ভাংচুর করে ও একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধ লোকজনকে লাঠিপেটা করে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রোববার সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। এলাকায় টহল দিচ্ছে র্যা ব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশের বিশেষ শাখা ও গোয়েন্দা শাখার সদস্যরাও সার্বক্ষণিক ওই এলাকায় অবস্থান করছেন।
দিঘলিয়া সাহাপাড়ার পালিয়ে থাকা লোকজন বাড়িতে ফিরতে শুরু করেছেন। তাদের অধিকাংশই হামলার পর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। রোববার সকাল থেকে ব্যবসায়ীরা তাদের দোকানপাট খুলেছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন আকাশ সাহাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।