ঢাকা অফিস।।
ঈদুল আজহা বা কোরবানির ঈদে মসলার চাহিদা থাকে বেশি। চাহিদার কারণে এ সময় ক্রেতাদের বাড়তি দামে কিনতে হয় মসলা। এবার ঈদেও মসলার বাড়ার অনেকটাই বাড়তি বলে জানাচ্ছেন ক্রেতারা।
তবে ব্যবসায়ীরা বলছেন, ঈদে মাসলার দাম তেমন বাড়েনি। দাম যা বাড়ার এক সপ্তাহ আগেই বেড়েছে।
রামপুরা মার্কেটে গিয়ে দেখা যায়, গরম মসলা ও জিরার দাম বাড়তি। তবে পেঁয়াজ, রসুন ও আদার দাম আগের মতই আছে।
খিলগাঁও পাইকারি মসলা বিক্রেতা মো. কবির জানান, এলাচ, দারুচিনি ও জিরার দাম এখন চড়া। তবে ঈদে কোনো মসলার দাম বাড়েনি।
তিনি বলেন, ‘এখন তো আর দাম বাড়ানোর জন্য ঈদের জন্য অপেক্ষা করতে হয় না। তাই দাম যা বাড়ার এক সপ্তাহ আগেই বেড়েছে।’
তিনি জানান, বড় এলাচ এখন ২ হাজার ২০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট এলাচ ২ হাজার টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দারুচিনি প্রকারভেদ অনুযায়ী ৩৬০ থেকে ৩৮০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে।
জিরা প্রতি কেজি ৪৮০ টাকা, লবঙ্গ ১০০ গ্রাম ১২০ টাকায় বিক্রি করছেন তিনি।
মসলা বিক্রেতা বলেন, ‘মসলা আমদানি করা লাগলেও আমদানিতে তো ঘাটতি নেই। তাই মশলার দামও তেমন বাড়েনি। আর মাল পাওয়াও যাচ্ছে। কোন সমস্যা হচ্ছে না। তাই মশসার দাম তেমন বাড়েনি।’