খবর বিজ্ঞপ্তি।।
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নব নির্বাচিত নেতৃবৃন্দ আজ বুধবার দুপুর ১২ টায় খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেকের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় তারা নগর পিতার হাতে ফুলের তোড়া দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। সিটি মেয়র এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- তরুন সমাজের হাত ধরে সাংবাদিকতার মত মহান পেশা আরো সমৃদ্ধ হবে। তিনি নীতি নৈতিকতার মধ্যে থেকে সমাজিক বৈষম্য তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নব গঠিত কমিটির সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য সোহাগ দেওয়ান, সাংবাদিক কৌশিক দে, রকিবুল ইসলাম মতি, আতিয়ার রহমান।